বাংলা নিউজ > ক্রিকেট > IND vs BAN: আকাশ দীপের পারফরমেন্সে মুগ্ধ রোহিত শর্মা! বুমরাহর গলাতেও বাংলার পেসারের প্রশংসা

IND vs BAN: আকাশ দীপের পারফরমেন্সে মুগ্ধ রোহিত শর্মা! বুমরাহর গলাতেও বাংলার পেসারের প্রশংসা

রোহিত শর্মা ও জসপ্রীত বুমরাহর গলাতে বাংলার পেসার আকাশ দীপের প্রশংসা (ছবি-AP)

সদ্য শেষ হয়েছে ভারত বনাম বাংলাদেশের টেস্ট সিরিজ। এই সিরিজের সেরা হয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। ভারতীয় বোলাররা এই ম্যাচে দারুণ পারফর্ম করেছিলেন। জসপ্রীত বুমরাহ, অশ্বিন, জাদেজাদের মাঝে বেশ নজর কাড়লেন বাংলা ক্রিকেটের আকাশ দীপ। এই সিরিজে পাঁচটি উইকেট শিকার করেছেন তিনি।

সদ্য শেষ হয়েছে ভারত বনাম বাংলাদেশের টেস্ট সিরিজ। এই সিরিজের সেরা হয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। ভারতীয় বোলাররা এই ম্যাচে দারুণ পারফর্ম করেছিলেন। জসপ্রীত বুমরাহ, অশ্বিন, জাদেজাদের মাঝে বেশ নজর কাড়লেন বাংলা ক্রিকেটের আকাশ দীপ। এই সিরিজে পাঁচটি উইকেট শিকার করেছেন তিনি।। যদিও এভাবে আকাশ দীপের বোলিংকে দিয়ে বিচার করা যাবে না। ব্যাটিংয়ে যেমন পার্টনারশিপ হয়, তেমনই বোলিংয়েও বোলাররা জুটি মিলে প্রতিপক্ষ ব্যাটারদের বিরুদ্ধে পরিকল্পনা গড়ে তোলেন। 

অনেক ক্ষেত্রেই দেখা যায়, একদিক থেকে কোনও বোলার চাপ তৈরি করেন। কিন্তু উইকেট পান না তবে উল্টো প্রান্তের বোলার তখন উইকেট শিকার করেন। সেই কারণেই বিশেষজ্ঞদের মতে দারুণ ক্রিকেট খেলেছেন আকাশ দীপ। কেরিয়ারের প্রথম টেস্ট খেলেছিলেন ইংল্যান্ডের বিরুদ্ধে। দলীপ ট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্সের জেরে বাংলাদেশ সিরিজেও সুযোগ দেওয়া হয় তাঁকে। এই সিরিজেও অনবদ্য বোলিং করেছেন বাংলার পেসার আকাশ দীপ। তাঁর দক্ষতার কথা স্বীকার করে নিয়েছেন আকাশ দীপের সতীর্থ তথা বিশ্বের অন্যতম সেরা পেসার জসপ্রীত বুমরাহও। আকাশ দীপের পারফরম্যান্সে মুগ্ধ ক্যাপ্টেন রোহিত শর্মাও।

আরও পড়ুন… Bengal Cricketer Death: অধরা থেকে গেল রঞ্জি খেলার স্বপ্ন, অকালে প্রাণ হারালেন বাংলার তরুণ ক্রিকেটার

কানপুর টেস্টের পরে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা বলেছেন আকাশ দীপ প্রচুর ঘরোয়া ক্রিকেটে খেলেছেন। আকাশ দীপ যে দীর্ঘ স্পেলে বোলিং করতে পারেন সেটাও মেনে নিয়েছেন রোহিত। এই সিরিজে দুর্দান্ত পারফর্ম করেছেন আকাশ, দল ওর থেকে যা চায় সেটা যে ও খুব ভালো বোঝে তা স্বীকার করে নিয়েছেন ভারতীয় দলের অধিনায়ক। তিনি আশা করছেন আগামীতেও এমনটাই করবে আকাশ দীপ।’

আরও পড়ুন… IND vs BAN: শাকিবের শেষ টেস্ট ম্যাচ? সেই কারণেই কি বাংলাদেশের অলরাউন্ডারকে বিশেষ উপহার দিলেন কোহলি?

একজন অধিনায়ক এই ধরনের বোলারকে পছন্দ করবেন, এটাই স্বাভাবিক। আকাশ দীপের পরিশ্রমের কথা জানিয়েছেন রোহিত। আকাশ দীপকে নিয়ে রোহিত শর্মা আরও বলেন, ‘আকাশ দীপ খুব ভালো বল করেছে। ও অনেক ঘরোয়া ক্রিকেট খেলেছে। তাই জানে ভারতে কেমন উইকেট হয়। এই উইকেটে কেমন বল করতে হয় সেই ধারণাও ওর আছে। ঘরোয়া ক্রিকেট খেলে পরিশ্রম করে নিজের জায়গা করে নেওয়া লম্বা স্পেল করার ক্ষমতা ওর আছে। ওর শারীরিক গঠনও দুর্দান্ত। তাই এত ফিট থাকতে পারে। ওকে দেখে খুব ভালো লাগছে।’

আরও পড়ুন… IPL 2025: ধোনি কি আদৌ আনক্যাপড প্লেয়ার হিসাবে খেলবেন? কী বললেন CSK-র সিইও কাশী বিশ্বনাথন

এরপরে রোহিত শর্মা বলেন, ‘আমরা এ রকমই বেঞ্চ স্ট্রেন্থ তৈরি করতে চাই। এখনও প্রচুর ক্রিকেট রয়েছে। কোনও কারণে কেউ চোট পেলে, কাউকে বিশ্রাম দেওয়ার প্রয়োজন হলে বিকল্প যাতে প্রস্তুত থাকে, সে দিকেও আমাদের নজর রয়েছে।’ আকাশ দীপকে নিয়ে জসপ্রীত বুমরা বলেন, ‘বোলিংয়ের সময় আকাশ দীপ অনেক ক্ষেত্রেই আমার কাছে আসে। সে জানতে চায়, পরিস্থিতি কী, ওর কী করা প্রয়োজন। ওর কলজে অনেক বড়। সর্বস্ব দিয়ে বোলিং করছে। আগামীতে ও আরও ভালো করবে।’

ক্রিকেট খবর

Latest News

'বহুরূপী'তে ধরা দেবেন ‘পরী’ হয়ে, তার আগে ক্যাটরিনার সঙ্গে কী করছেন ঋতাভরী? 'অল্প বাজেটের পুজো, পাড়ার ছেলে হিসেবে …', উৎসবে ফেরা নিয়ে সাফাই সনাতন দিন্দার পুলিশের ব্যর্থতারই ফসল জয়নগরর ঘটনা? কী বললেন আরজি করের নির্যাতিতার বাবা-মা? বাংলার ইতিহাস নিয়ে ছবি, এদিকে নাম দিল্লি ফাইলস! কেন? কারণ প্রকাশ্যে আনলেন বিবেক সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা! চোটের কারণে ছিটকে গেলেন শিবম দুবে, টিমে MI-এর তরুণ 'শ্যুট অ্যাট সাইট করো', জয়নগরের বালিকার ধর্ষণ-হত্যা ঘটনায় বিধান দেবের আরজি কর কাণ্ডের পর বিনীত গোয়েলের ‘কনফিডেন্স’ জয়নগর কাণ্ডে বারুইপুরের SPর মুখে উৎসবে নয় বিক্ষোভে থাকতে আমরণ অনশনে বসছেন ৬ ডাক্তার, থাকবেন না আরজি করের কেউ সুকন্যা, অনুব্রতর পর গরুপাচার মামলায় এবার জামিন হল সায়গল হোসেনের শ্রীলঙ্কা সফরের জন্য উইন্ডিজের ODI ও T20I দল ঘোষণা, টিমে নেই এই চার সুপারস্টার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.