বাংলা নিউজ > ক্রিকেট > IND vs BAN, T20 WC 2024: আভি আভি আয়া হ্যায়, আড়া মারনে দে… কুলদীপের উদ্দেশ্যে রোহিতের টাপোরি স্টাইলে জবাব ভাইরাল- ভিডিয়ো

IND vs BAN, T20 WC 2024: আভি আভি আয়া হ্যায়, আড়া মারনে দে… কুলদীপের উদ্দেশ্যে রোহিতের টাপোরি স্টাইলে জবাব ভাইরাল- ভিডিয়ো

আভি আভি আয়া হ্যায়, আদা মারনে দে… কুলদীপের উদ্দেশ্যে রোহিতের টপোরি স্টাইলে জবাব ভাইরাল।

Rohit Sharma's Hilarious Conversation with Kuldeep Yadav: ১৪তম ওভারে কুলদীপ যাদব যখন বল করতে এসেছিলেন, তখন রোহিত টাপোরি স্টাইলে এমন একটি কথা বলেন, যা স্টাম্প মাইকে ধরা পড়ে এবং সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। যা শোনার পর নেটপাড়ায় উঠেছে হাসির রোল।

২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের বিজয় রথ এগিয়ে চলেছে। শনিবার বাংলাদেশের বিরুদ্ধে সুপার আটের ম্যাচেও তারা জয়ের ধারা অব্যাহত রেখেছে। ২২ জুন অ্যান্টিগায় খেলা এই ম্যাচটি টিম ইন্ডিয়া একতরফা ভাবেই ৫০ রানে জিতে নিয়েছে। এই জয়ের হাত ধরে ভারতীয় দল এখন সেমিফাইনালের দিকে এক পা বাড়িয়ে রেখেছে।

আরও পড়ুন: অজিদের হারিয়ে ইতিহাস আফগানদের, গ্রুপ ওয়ানের অঙ্ক জটিল হল, চার দলের সামনেই সেমিতে যাওয়ার সুযোগ

এই বাংলাদেশের বিপক্ষে ম্যাচে ফিল্ডিং করার সময়ে ভারত অধিনায়ক রোহিত শর্মার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। রোহিত শর্মা মাঠের মধ্যে তাঁর সতীর্থদের সঙ্গে মুম্বই স্টাইলে কথা বলার জন্য বেশ জনপ্রিয়। এবং প্রায়শই তাঁর কথা স্টাম্প মাইকে ধরা পড়ে। এই বছরের শুরুর দিকেই যেমন ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের সময়ে তাঁর হাস্যকর ‘জো ভি বাগান মে ঘুমেগা…’ মন্তব্যে নেটপাড়ায় হাসির রোল পড়ে গিয়েছিল। শনিবার ভারত-বাংলাদেশ সুপার আটের সংঘর্ষের সময় স্টাম্পের মাইকে রোহিতের আরও একটি মজাদার মন্তব্য স্টাম্প মাইকে ধরা পড়েছে। যা নিয়ে নেটাপাড়ায় বেশ আলোড়ন পড়ে গিয়েছে।

আরও পড়ুন: ক্রিজে এসে প্রথম বলে ছয় মেরে, পরের বলেই আউট- গাপ্তিলের হতাশার নজির ছুঁলেন সূর্য

ঘটনাটি আসলে কী?

বাংলাদেশের রান তাড়া করার সময়ে ১৪তম ওভারের দ্বিতীয় বলে কুলদীপ যাদবকে ছক্কা মারার পরের বলেই সাজঘরে ফেরেন শাকিব আল হাসান। ৭ বলে ১১ করে রোহিত শর্মার হাতে ক্যাচ দিয়ে আউট হন শাকিব। ক্রিজে আসেন মাহমুদউল্লাহ। কুলদীপ তাঁকে প্রথম বলেই গুগলি দেন। গুগলি দেখে হতবাক হয়ে যান মাহমুদউল্লাহ, যা তাঁর অফ স্টাম্পের উপর দিয়ে বের হয়ে যায়। এর পর কুলদীপ সম্ভবত ফিল্ড প্লেসমেন্টে পরিবর্তনের কথা বলেছিলেন।

আরও পড়ুন: ছয়ে নেমে হাফসেঞ্চুরি হার্দিকের,প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে গড়লেন বড় রেকর্ড, ভাঙল ধোনির নজির

সেই সময়ে রোহিত, যিনি তখন উইকেটরক্ষক ঋষভ পন্তের কাছেই ছিলেন, তিনি জবাবে টাপোরি স্টাইলে বলেন, ‘কেয়া হ্যায়, খেলনে দে না ইয়ার, অভি অভি আয়া হ্যায়, আড়া মারানে দে না, এক আউট হুয়া হ্যায়, আড়া মারনে দে। (আরে কী হয়েছে, ওকে খেলতে দে, সবে তো এসেছে, একজন তো আউট হয়েছে, খেলতে দে। )’

এই কথা বলে রোহিত তাঁর ফিল্ডিং স্পটে ফিরে যান এবং মাহমুদউল্লাহ তার পরের বলে ডিপ মিড-উইকেটে সিঙ্গেলের জন্য ফ্লিক করেন। এই ম্যাচে কুলদীপ ১৯ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন। বাংলাদেশ ১৯৭ রান তাড়া করতে নেমে, ৮ উইকেট হারিয়ে ১৪৬ রান করে। ম্যাচাটি ৫০ রানে তারা হেরে যায়। সুপার এইটের শেষ ম্যাচে সোমবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত।

Haryana and JNK Election Haryana and JNK Election
ক্রিকেট খবর

Latest News

‘ঢাক বাজাতে গিয়ে বুকের আঁচল যে খসে পড়ছে…’, শ্রাবন্তীর কাণ্ডে নেটপাড়ায় ছিঃ ছিঃ টাকার অভাব বলেও চলতি বছরে ৪ বিধানসভা ভোটে ৫৮৫ কোটি খরচ কংগ্রেসের! জলের ফোঁটা ফুটিয়ে তুলছে পুজোর আমেজ! প্রকৃতির গভীর ভাবনা শহরের এই পুজোয় গোয়ালিয়রের তিন ছক্কায় বাটলারকে টপকালেন সূর্যকুমার, দিল্লিতে টপকাতে পারেন পুরানকে কাতারের মুন টাওয়ার এবার হুগলিতে! শহর থেকে দূরে হলেও তাক লাগাচ্ছে এই পুজো গভীর রাতে জয়নগরের নাবালিকার দেহ গ্রামে পৌঁছতেই উঠল ‘ফাঁসি চাই’ স্লোগান নীচে জাতীয় সড়ক, উপরে ছুটছে মেট্রো! এশিয়ার দীর্ঘতম ডবল ডেকার ফ্লাইওভার ভারতে ভারতের কথা মেনে নিল ব্রিটেন, বিরোধ এড়িয়ে মরিশাস পেল চাগোস দ্বীপপুঞ্জ লক্ষ্মীপুজোর পরই সেনাপতির চন্দ্রর ঘরে গমন, আয় বাড়বে, ৫রাশির হবে অপ্রত্যাশিত লাভ চুরি করতে এসে মহিলার ঘরের কাজ করে গেল চোর! লিখে রেখে গেল মিষ্টি একটি চিঠিও

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.