India vs Bangladesh, T20 World Cup 2024 Super 8: গ্রুপ লিগের চারটি ম্যাচের মধ্যে ৩টিতে জয় তুলে নেয় ভারত। টিম ইন্ডিয়ার ১টি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়। এ-গ্রুপের এক নম্বর দল হিসেবে সুপার এইট রাউন্ডের যোগ্যতা অর্জন করে ভারত। রোহিতরা সুপার এইট রাউন্ডের প্রথম ম্যাচে হারিয়ে দেন আফগানিস্তানকে। এবার সুপার এইটের দ্বিতীয় ম্যাচে ভারতের প্রতিপক্ষ ছিল বাংলাদেশ। গ্রুপ লিগে বাংলাদেশও তাদের ৩টি ম্যাচে জয় তুলে নেয়। তবে ১টি ম্যাচে হারের মুখ দেখতে হয় নাজমুল হোসেন শান্তদের। ডি-গ্রুপের দুই নম্বর দল হিসেবে সুপার এইটে ওঠে বাংলাদেশ। তবে তারা সুপার এইটের প্রথম ম্যাচে হেরে যায় অস্ট্রেলিয়ার কাছে। এবার ভারতের কাছে হেরে টুর্নামেন্ট থেকে কার্যত বিদায় নিশ্চিত করে ফেলেন শাকিব আল হাসানরা। বাংলাদেশকে হারিয়ে ভারত সেমিফাইনালের দিকে এক পা বাড়িয়ে রাখে।
IND vs BAN, T20 World Cup 2024 Live: শেষ হল ভারত-বাংলাদেশ ম্যাচের লাইভ ব্লগ
ভারত বনাম বাংলাদেশ টি-২০ বিশ্বকাপ ২০২৪-এর সুপার এইট রাউন্ডের গুরুত্বপূর্ণ ম্যাচটির লাইভ ব্লগ শেষ হল এখানেই। ম্যাচের প্রতিটি মুহূর্তের বিস্তারিত বিবরণ জানতে চোখ রাখুন এই ব্লগে।
IND vs BAN, T20 World Cup 2024 Live: ম্যাচের সেরা হার্দিক
প্রথমে ব্যাট হাতে ২৭ বলে অপরাজিত ৫০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন হার্দিক পান্ডিয়া। পরে ৩ ওভার বল করে ৩২ রানের বিনিময়ে ১টি উইকেট দখল করেন তিনি। সঙ্গত কারণেই ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন হার্দিক।
IND vs BAN, T20 World Cup 2024 Live: বিরাট জয় ভারতের
১৯.৫ ওভারে আর্শদীপ সিংয়ের বলে অক্ষর প্যাটেলের হাতে ধরা পড়েন মাহমুদুল্লাহ। ১৫ বলে ১৩ রান করেন তিনি। মারেন ১টি চার। বাংলাদেশ ১৪৫ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন তানজিম হাসান শাকিব। তিনি ওভারের শেষ বলে ১ রান নেন। ভারতের ৫ উইকটে ১৯৬ রানের জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৪৬ রানে আটকে যায়। ৫০ রানের বিরাট ব্যবধানে ম্যাচ জেতে টিম ইন্ডিয়া। আরও পড়ুন:- Shakib Al Hasan's Huge Milestone: রোহিতকে ফিরিয়ে বিরাট মাইলস্টোন শাকিব আল হাসানের, এই নজির বিশ্বের আর কারও নেই
IND vs BAN, T20 World Cup 2024 Live: বুমরাহর শিকার রিশাদ
১৮.৩ ওভারে জসপ্রীত বুমরাহর বলে রোহিত শর্মার হাতে ধরা পড়েন রিশাদ হোসেন। ১০ বলে ২৪ রান করেন তিনি। মারেন ১টি চার ও ৩টি ছক্কা। বাংলাদেশ ১৩৮ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মেহেদি হাসান। তিনি ওভারের শেষ বলে চার মারেন। ১৯ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৭ উইকেটে ১৪২ রান। বুমরাহ ৪ ওভারে ১৩ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন। জিততে শেষ ওভারে ৫৫ রান দরকার বাংলাদেশের
IND vs BAN, T20 World Cup 2024 Live: অক্ষরকে জোড়া ছক্কা রিশাদের
১৮তম ওভারে বল করতে আসেন অক্ষর প্যাটেল। ওভারের দ্বিতীয় বলে ছক্কা মারেন রিশাদ। ওভারের শেষ বলেও ছয় মারেন তিনি। ১৮ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৬ উইকেটে ১৩৭ রান। ২৪ রানে ব্যাট করছেন রিশাদ। ১১ রানে ব্যাট করছেন মাহমুদুল্লাহ। ২ ওভারে ২৬ রান খরচ করেছেন অক্ষর। জিততে ২ ওভারে ৬০ রান দরকার বাংলাদেশের।
IND vs BAN, T20 World Cup 2024 Live: আর্শদীপের শিকার জাকের
১৬.১ ওভারে আর্শদীপ সিংয়ের বলে বিরাট কোহলির হাতে ধরা পড়েন জাকের আলি। ৪ বলে ১ রান করেন তিনি। বাংলাদেশ ১১০ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রিশাদ হোসেন। তিনি ওভারের তৃতীয় বলে চার মারেন। শেষ বলে ছক্কা হাঁকান রিশাদ। ১৭ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৬ উইকেটে ১২২ রান। ৩ ওভারে ২৬ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন আর্শদীপ। জিততে ৩ ওভারে ৭৫ রান দরকার বাংলাদেশের।
IND vs BAN, T20 World Cup 2024 Live: বুমরাহর শিকার শান্ত
১৫.৩ ওভারে জসপ্রীত বুমরাহর বলে আর্শদীপ সিংয়ের হাতে ধরা পড়েন নাজমুল হোসেন শান্ত। ৩২ বলে ৪০ রান করে তিনি। মারেন ১টি চার ও ৩টি ছক্কা। বাংলাদেশ ১০৯ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন জাকের আলি। ১৬ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৫ উইকেটে ১১০ রান। বুমরাহ ৩ ওভারে ৮ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।
IND vs BAN, T20 World Cup 2024 Live: হার্দিকের ওভারে ৮ রান
১৫তম ওভারে হার্দিক পান্ডিয়ার বলে ১টি চার মারেন মাহমুদুল্লাহ। ওভারে মোট ৮ রান ওঠে। ১৫ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৪ উইকেটে ১০৮ রান। ৩১ বলে ৪০ রান করেছেন শান্ত। ৭ রান ব্যাট করছেন মাহমুদুল্লাহ। হার্দিক ৩ ওভারে ৩২ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।
IND vs BAN, T20 World Cup 2024 Live: শাকিবকে ফেরালেন কুলদীপ
১৩.২ ওভারে কুলদীপকে ছক্কা মারেন শাকিব আল হাসান। ১৩.৩ ওভারে কুলদীপের বলে রোহিতের হাতে ধরা পড়েন শাকিব। ৭ বলে ১১ রান করেন তিনি। মারেন ১টি চার ও ১টি ছক্কা। বাংলাদেশ ৯৮ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মাহমুদুল্লাহ। ১৪ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৪ উইকেটে ১০০ রান। জিততে ৬ ওভারে ৯৭ রান দরকার তাদের। ৩৯ রানে ব্যাট করছেন শান্ত। কুলদীপ ৪ ওভারে ১৯ রান খরচ করে ৩টি উইকেট নিয়েছেন।
IND vs BAN, T20 World Cup 2024 Live: জাদেজার ওভারে ১১ রান
১৩তম ওভারে জাদেজার বলে ১টি ছক্কা মারেন শান্ত। ১টি চার মারেন শাকিব। ওভারে ১১ রান ওঠে। ১৩ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৩ উইকেটে ৯১ রান। ৩৭ রানে ব্যাট করছেন শান্ত। ৫ রান ব্যাট করছেন শাকিব। জাদেজা ২ ওভারে ২৪ রান খরচ করেছেন।
IND vs BAN, T20 World Cup 2024 Live: তৌহিদকে ফেরালেন কুলদীপ
১১.১ ওভারে কুলদীপ যাদবের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন তৌহিদ হৃদয়। ৬ বলে ৪ রান করেন তিনি। বাংলাদেশ ৭৬ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শাকিব আল হাসান। ১২ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৩ উইকেটে ৮০ রান। ৩০ রানে ব্যাট করছেন শান্ত। কুলদীপ ৩ ওভারে ১০ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন।
IND vs BAN, T20 World Cup 2024 Live: জাদেজার ওভারে ৯ রান
১১তম ওভারে বল করতে আসেন রবীন্দ্র জাদেজা। ১টি চার মারেন শান্ত। ওভারে ৯ রান ওঠে। ১১ ওভার শেষে বাংলাদেশের স্কোর ২ উইকেটে ৭৬ রান। ২৭ রানে ব্যাট করছেন শান্ত। জাদেজা ২ ওভারে ১৩ রান খরচ করেছেন।
IND vs BAN, T20 World Cup 2024 Live: তানজিদকে ফেরালেন কুলদীপ
৯.৪ ওভারে কুলদীপ যাদবের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন তানজিদ হাসান। ৩১ বলে ২৯ রান করেন তিনি। মারেন ৪টি চার। বাংলাদেশ ৬৬ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন তৌহিদ হৃদয়। ১০ ওভার শেষে বাংলাদেশের স্কোর ২ উইকেটে ৬৭ রান। ২১ রানে ব্যাট করছেন শান্ত। কুলদীপ ২ ওভারে ৬ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।
IND vs BAN, T20 World Cup 2024 Live: হার্দিকের ওভারে জোড়া ছক্কা শান্তর
নবম ওভারে বল করতে আসেন হার্দিক পান্ডিয়া। তাঁর ওভারে ২টি ছক্কা মারেন নাজমুল হোসেন শান্ত। ওভারে ১৪ রান ওঠে। ৯ ওভার শেষে বাংলাদেশের স্কোর ১ উইকেটে ৬৪ রান। ২০ রানে ব্যাট করছেন শান্ত। ২৮ রান করেছেন তানজিদ হার্দিক ২ ওভারে ২৫ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।
IND vs BAN, T20 World Cup 2024 Live: কুলদীপের ওভারে ৩ রান
অষ্টম ওভারে বল করতে আসেন কুলদীপ যাদব। তাঁর ওভারে ৩ রান ওঠে। ৮ ওভার শেষে বাংলাদেশের স্কোর ১ উইকেটে ৫০ রান। ২৭ রানে ব্যাট করছেন তানজিদ। ৭ রান করেছেন নাজমুল।
IND vs BAN, T20 World Cup 2024 Live: জাদেজার ওভারে ৪ রান
সপ্তম ওভারে বল করতে আসেন রবীন্দ্র জাদেজা। তাঁর ওভারে ৫ রান ওঠে। ১ রান আসে লেগ-বাই হিসেবে। ৭ ওভার শেষে বাংলাদেশের স্কোর ১ উইকেটে ৪৭ রান। তানজিদ ২৬ রানে ব্যাট করছেন।
IND vs BAN, T20 World Cup 2024 Live: তানজিদের ক্যাচ ছাড়লেন পন্ত
৫.২ ওভারে জসপ্রীত বুমরাহর বলে তানজিদ হাসানের সহজ ক্যাচ ছাড়েন ঋষভ পন্ত। ব্যক্তিগত ২৪ রানে জীবনদান পান তানজিদ। ওভারে ৪ রান ওঠে। পাওয়ার প্লের ৬ ওভারে বাংলাদেশের স্কোর ১ উইকেটে ৪২ রান। ২৫ রানে ব্যাট করছেন তানজিদ। বুমরাহ ২ ওভারে ৬ রান খরচ করেছেন।
IND vs BAN, T20 World Cup 2024 Live: লিটনকে ফেরালেন হার্দিক
৪.২ ওভারে হার্দিক পান্ডিয়ার বলে ছক্কা মারেন লিটন দাস। ৪.৩ ওভারে হার্দিকের বলে সূর্যকুমার যাদবের হাতে ধরা পড়েন লিটন। ১০ বলে ১৩ রান করেন লিটন। মারেন ১টি চার ও ১টি ছক্কা। বাংলাদেশ ৩৫ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন নাজমুল হোসেন শান্ত। ৫ ওভার শেষে বাংলাদেশের স্কোর ১ উইকেটে ৩৮ রান। ২২ রানে ব্যাট করছেন তানজিদ। হর্দিক নিজের প্রথম ওভারে ১১ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।
IND vs BAN, T20 World Cup 2024 Live: অক্ষরের ওভারে ১১ রান
চতুর্থ ওভারে বল করতে আসেন অক্ষর প্যাটেল। তাঁর দ্বিতীয় বলে চার মারেন তানজিদ। ওভারের শেষ বলে চার মারেন লিটন দাস। অক্ষরের ওভারে ১১ রান ওঠে। ৪ ওভার শেষে বাংলাদেশের স্কোর বিনা উইকেটে ২৭ রান। ১৬ বলে ২০ রান করেছেন তানজিদ। ৭ রানে ব্যাট করছেন লিটন।
IND vs BAN, T20 World Cup 2024 Live: আর্শদীপকে জোড়া বাউন্ডারি তানজিদের
তৃতীয় ওভারে পুনরায় বল করতে আসেন আর্শদীপ সিং। তাঁর প্রথম ও চতুর্থ বলে ২টি চার মারেন তানজিদ হাসান। ওভারে ৯ রান ওঠে। ৩ ওভার শেষে বাংলাদেশের স্কোর বিনা উইকেটে ১৬ রান। ১২ বলে ১৪ রান করেছেন তানজিদ। ২ ওভারে ১৪ রান খরচ করেছেন আর্শদীপ।
IND vs BAN, T20 World Cup 2024 Live: বুমরাহর ওভারে ২ রান
দ্বিতীয় ওভারে বল করতে আসেন জসপ্রীত বুমরাহ। তাঁর ওভারে মোটে ২ রান ওঠে। ২ ওভার শেষে বাংলাদেশের স্কোর বিনা উইকেটে ৭ রান। ৫ রান করেছেন তানজিদ। ২ রান করেছেন লিটন।
IND vs BAN, T20 World Cup 2024 Live: তানজিদের বাউন্ডারিতে রান তাড়া শুরু বাংলাদেশের
তানজিদ হাসানকে সঙ্গে নিয়ে বাংলাদেশের হয়ে ওপেন করতে নামেন লিটন দাস। ভারতের হয়ে বোলিং শুরু করেন আর্শদীপ সিং। প্রথম বলে ১ রান নিয়ে খাতা খোলেন লিটন। ওভারের পঞ্চম বলে চার মারেন তানজিদ। প্রথম ওভারে ৫ রান সংগ্রহ করে বাংলাদেশ।
IND vs BAN, T20 World Cup 2024 Live: হাফ-সেঞ্চুরি হার্দিকের, ২০০-র দোরগোড়ায় থামল ভারত
ইনিংসের শেষ ওভারে বল করতে আসেন মুস্তাফিজুর রহমান। তাঁর প্রথম বলেই চার মারেন হার্দিক পান্ডিয়া। চতুর্থ বলে আরও একটি বাউন্ডারি মারেন হার্দিক। শেষ বলেও চার মারেন তিনি। ওভারে ১৮ রান ওঠে। ভারত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৯৬ রান সংগ্রহ করে। হার্দিক ৪টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ২৭ বলে ৫০ রান করে অপরাজিত থাকেন। ৫ বলে ৩ রান করে অপরাজিত থাকেন অক্ষর প্যাটেল। মুস্তাফিজুর ৪ ওভারে ৪৮ রান খরচ করেন। কোনও উইকেট পাননি তিনি। জয়ের জন্য বাংলাদেশের দরকার ১৯৭ রান।
IND vs BAN, T20 World Cup 2024 Live: তানজিমকে ছক্কা হার্দিকের
১৯তম ওভারে বল করতে আসেন তানজিম হাসান শাকিব। ওভারের চতুর্থ বলে ছক্কা হাঁকান হার্দিক পান্ডিয়া। ওভারে ৮ রান ওঠে। ১৯ ওভার শেষে ভারতের স্কোর ৫ উইকেটে ১৭৮ রান। হার্দিক ২১ বলে ৩৫ রান করেছেন। ২ রানে ব্যাট করছেন অক্ষর। তানজিম ৪ ওভারে ৩২ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন।
IND vs BAN, T20 World Cup 2024 Live: দুবেকে ফেরালেন রিশাদ
১৮তম ওভারে বল করতে আসেন রিশাদ হোসেন। প্রথম বলেই ছক্কা মারেন শিবম দুবে। দ্বিতীয় বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন তিনি। ২৪ বলে ৩৪ রান করেন শিবম। মারেন ৩টি ছক্কা। ভারত ১৬১ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অক্ষর প্যাটেল। ওভারের পঞ্চম বলে ছক্কা মারেন হার্দিক। ১৮ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ৫ উইকেটে ১৭০ রান। হার্দিক ১৮ বলে ২৮ রান করেছেন। ৩ ওভারে ৪৩ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন রিশাদ।
IND vs BAN, T20 World Cup 2024 Live: ১৫০ টপকাল ভারত
১৭তম ওভারে বল করতে আসেন তানজিম হাসান। তাঁর ওভারের চতুর্থ বলে ছক্কা মারেন শিবম দুবে। ওভারে ৯ রান ওঠে। ১৭ ওভার শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ১৫৫ রান।
IND vs BAN, T20 World Cup 2024 Live: শাকিবকে ছক্কা দুবের
১৬তম ওভারে বল করতে আসেন শাকিব আল হাসান। তাঁর ওভারের তৃতীয় বলে ছক্কা মারেন শিবম দুবে। ওভারে মোট ১২ রান ওঠে। ১৬ ওভার শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ১৪৬ রান। ১২ বলে ১৯ রান করেছেন হার্দিক। ১৯ বলে ২০ রান করেছেন দুবে। শাকিব ৩ ওভারে ৩৭ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।
IND vs BAN, T20 World Cup 2024 Live: মেহেদিকে চার-ছক্কা হার্দিকের
১৫তম ওভারে বল করতে আসেন মেহেদি হাসান। তাঁর তৃতীয় বলে ছক্কা মারেন হার্দিক। চতুর্থ বলে চার মারেন তিনি। ওভারে ১৪ রান ওঠে। ১৫ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ৪ উইকেটে ১৩৪ রান। ১১ বলে ১৮ রান করেছেন হার্দিক। ১৪ বলে ১০ রান করেছেন শিবম দুবে। মেহেদি হাসান ৪ ওভারে ২৮ রান খরচ করেছেন। কোনও উইকেট পাননি তিনি।
IND vs BAN, T20 World Cup 2024 Live: মুস্তাফিজুরের ওভারে ৫ রান
১৪তম ওভারে বল করতে আসেন মুস্তাফিজুর রহমান। তাঁর ওভারে ৫ রান ওঠে। ১৪ ওভার শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ১২০ রান। দুবে ৮ রানে ব্যাট করছেন। ৬ রান করেছেন হার্দিক পান্ডিয়া। মুস্তাফিজুর ৩ ওভারে ৩০ রান খরচ করেছেন।
IND vs BAN, T20 World Cup 2024 Live: মাহমুদুল্লার ওভারে ৫ রান
১৩তম ওভারে বল করতে আসেন মাহমুদুল্লাহ। তাঁর ওভারে ৫ রান ওঠে। ১৩ ওভার শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ১১৫ রান। দুবে ৬ ও হার্দিক ৩ রানে ব্যাট করছেন। মাহমুদুল্লাহ ২ ওভারে ৮ রান খরচ করেছেন।
IND vs BAN, T20 World Cup 2024 Live: ঋষভ পন্ত আউট
১২তম ওভারে রিশাদ হোসেনের দ্বিতীয় বলে ছক্কা মারেন ঋষভ পন্ত। তৃতীয় বলে চার মারেন তিনি। ১১.৪ ওভারে রিশাদকে রিভার্স শট মারতে গিয়ে তানজিমের হাতে ধরা পড়েন পন্ত। ২৪ বলে ৩৬ রান করেন ঋষভ। মারেন ৪টি চার ও ২টি ছক্কা। ভারত ১০৮ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন হার্দিক পান্ডিয়া। ১২ ওভার শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ১১০ রান। রিশাদ ২ ওভারে ২৮ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।
IND vs BAN, T20 World Cup 2024 Live: ব্যাট চালাচ্ছেন ঋষভ পন্ত
১১তম ওভারে বল করতে আসেন মুস্তাফিজুর রহমান। ওভারের প্রথম বলে চার মারেন ঋষভ পন্ত। তৃতীয় বলে ছক্কা হাঁকান তিনি। পঞ্চম বলে ফের চার মারেন ঋষভ। ওভারে ১৪ রান ওঠে। ১১ ওভার শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ৯৭ রান। পন্ত ২১ বলে ২৬ রান করেছেন। মেরেছেন ৩টি চার ও ১টি ছক্কা। মুস্তাফিজুর ২ ওভারে ২৫ রান খরচ করেছেন।
IND vs BAN, T20 World Cup 2024 Live: অর্ধেক ইনিংস শেষ
দশম ওভারে বল করতে আসেন মাহমুদুল্লাহ। তাঁর ওভারে ৩ রান ওঠে। ১০ ওভার শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ৮৩ রান। ১২ রানে ব্যাট করছেন ঋষভ পন্ত। ২ রান করেছেন শিবম দুবে।
IND vs BAN, T20 World Cup 2024 Live: একই ওভারে কোহলি ও সূর্যকুমারকে ফেরালেন তানজিম
নবম ওভারে বল করতে আসেন তানজিম হাসান শাকিব। প্রথম বলেই তিনি তুলে নেন বিরাট কোহলির উইকেট। ৮.১ ওভারে তানজিমের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন কোহলি। ২৮ বলে ৩৭ রান করেন তিনি। মারেন ১টি চার ও ৩টি ছক্কা। ভারত ৭১ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সূর্যকুমার যাদব। তিনি মাঠে নেমেই ছক্কা মারেন। ৮.৩ ওভারে তানজিমের বলে কিপার লিটন দাসের দস্তানায় ধরা পড়েন সূর্যকুমার। ২ বলে ৬ রান করে মাঠ ছাড়েন সূর্য। ভারত ৭৭ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শিবম দুবে। ৯ ওভার শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ৮০ রান। ১০ রানে ব্যাট করছেন পন্ত। তানজিম ২ ওভারে ১৫ রান খরচ করে ২টি উইকেট তুলে নেন।
IND vs BAN, T20 World Cup 2024 Live: রিশাদের ওভারে ১৫ রান
অষ্টম ওভারে বল করতে আসেন রিশাদ হোসেন। তাঁর ওভারের প্রথম বলেই ছক্কা হাঁকান কোহলি। শেষ বলে চার মারেন পন্ত। ১৫ রান ওঠে রিশাদের ওভারে। ৮ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ৭১ রান।
IND vs BAN, T20 World Cup 2024 Live: কৃপণ বোলিং মেহেদির
সপ্তম ওভারে বল করতে আসেন মেহেদি হাসান। ওভারে ৩ রান ওঠে। ৭ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ৫৬ রান। কোহলি ২৯ ও পন্ত ৪ রানে ব্যাট করছেন। মেহেদি ৩ ওভারে মোটে ১৪ রান খরচ করেছেন।
IND vs BAN, T20 World Cup 2024 Live: ৫০ টপকাল ভারত
ষষ্ঠ ওভারে বল করতে আসেন মুস্তাফিজুর রহমান। ওভারের পঞ্চম বলে ছক্কা হাঁকান কোহলি। ওভারে মোট ১১ রান ওঠে। পাওয়ার প্লে-র ৬ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ৫৩ রান। কোহলি ১৮ বলে ২৭ রান করেছেন। মেরেছেন ১টি চার ও ২টি ছক্কা। ৩ রানে ব্যাট করছেন পন্ত।
IND vs BAN, T20 World Cup 2024 Live: মেহেদির ওভারে ৩ রান
পঞ্চম ওভারে ফের বল করতে আসেন মেহেদি হাসান। তাঁর ওভারে মাত্র ৩ রান ওঠে। ৫ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ৪২ রান। ১৩ বলে ১৭ রান করেছেন বিরাট কোহলি। ৬ বলে ২ রান করেছেন ঋষভ পন্ত। মেহেদি ২ ওভারে ১১ রান খরচ করেছেন।
IND vs BAN, T20 World Cup 2024 Live: রোহিতকে ফেরালে শাকিব
চতুর্থ ওভারে ফের বল করতে আসেন শাকিব আল হাসান। প্রথম বলে ছক্কা মারেন রোহিত শর্মা। তৃতীয় বলে চার মারেন তিনি। ৩.৪ ওভারে শাকিবের বলে জাকের আলির হাতে ধরা পড়েন হিটম্যান। ১১ বলে ২৩ রান করে মাঠ ছাড়েন ভারত অধিনায়ক। মারেন ৩টি চার ও ১টি ছক্কা। ভারত ৩৯ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ঋষভ পন্ত। শাকিব ২ ওভারে ২৫ রান খরচ করে ১টি উইকেট তুলে নেন। টি-২০ বিশ্বকাপের ইতিহাসে এটি শাকিবের ৫০তম শিকার।
IND vs BAN, T20 World Cup 2024 Live: তানজিমকে বাউন্ডারি কোহলির
তৃতীয় ওভারে পেস আক্রমণ শানায় বাংলাদেশ। বল করতে আসেন তানজিম হাসান। তাঁর ওভারের চতুর্থ বলে চার মারেন বিরাট কোহলি। ওভারে ৬ রান ওঠে। ৩ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ২৯ রান। ১১ বলে ১৬ রান করেছেন বিরাট কোহলি। ৭ বলে ১৩ রান করেছেন রোহিত শর্মা।
IND vs BAN, T20 World Cup 2024 Live: শাকিবের ওভারে ১৫ রান
দ্বিতীয় ওভারে বল করতে আসেন শাকিব আল হাসান। দ্বিতীয় বলে চার মারেন রোহিত। চতুর্থ বলে ছক্কা হাঁকান কোহলি। ওভারে মোট ১৫ রান ওঠে। ২ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ২৩ রান। রোহিত ১২ ও কোহলি ১১ রানে ব্যাট করছেন।
IND vs BAN, T20 World Cup 2024 Live: রোহিতের বাউন্ডারিতে লড়াই শুরু ভারতের
যথারীতি বিরাট কোহলিকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। বাংলাদেশের হয়ে বোলিং শুরু করেন স্পিনার মেহেদি হাসান। প্রথম বলই স্টেপ-আউট করে তুলে মারেন রোহিত। তবে স্লো আউটফিল্ডের জন্য বল বাউন্ডারির বাইরে যায়নি। তার আগেই ফিল্ডার ধরে নেন বল। তৃতীয় বলে ১ রান নেন রোহিত। পঞ্চম বলে ১ রান নেন কোহলি। শেষ বলে চার মারেন রোহিত। প্রথম ওভারে ৮ রান সংগ্রহ করে ভারত।
IND vs BAN, T20 World Cup 2024 Live: বাংলাদেশের প্রথম একাদশ
তানজিদ হাসান, লিটন দাস (উইকেটকিপার), নাজমুল হোসেন শান্ত (ক্যাপ্টেন), তৌহিদ হৃদয়, শাকিব আল হাসান, মাহমুদুল্লাহ, জাকের আলি, রিশাদ হোসেন, মেহেদি হাসান, তানজিম হাসান শাকিব ও মুস্তাফিজুর রহমান।
IND vs BAN, T20 World Cup 2024 Live: ভারতের প্রথম একাদশ
রোহিত শর্মা (ক্যাপ্টেন), বিরাট কোহলি, ঋষভ পন্ত (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া (ভাইস ক্যাপ্টেন), রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, আর্শদীপ সিং ও জসপ্রীত বুমরাহ।
IND vs BAN, T20 World Cup 2024 Live: টস হারলেন রোহিত
ভারতের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপ ২০২৪-এর সুপার এইটের ম্যাচে টস জিতল বাংলাদেশ। টস জিতে বাংলাদেশ দলনায়ক নাজমুল হোসেন শান্ত। সুতরাং, অ্যান্টিগায় টস হেরে শুরুতে ব্যাট করতে ভারত। যদিও টস হেরে রোহিত স্পষ্ট জানালেন যে, তিনি টস জিতলে ব্যাটিংই নিতেন। সুতরাং, টসের ফলাফলে দুই ক্যাপ্টেনই খুশি। ভারত অপরিবর্তিত দল নিয়েই মাঠে নামার সিদ্ধান্ত নেয়। বাংলাদেশ তাদের প্লেয়িং ইলেভেনে একটি বদল করে। তারা তাসকিনকে ছাড়া মাঠে নামছ এই ম্যাচে।
IND vs BAN, T20 World Cup 2024 Live: জোড়া রেকর্ডের সামনে শাকিব
ভারতের বিরুদ্ধে চলতি টি-২০ বিশ্বকাপের সুপার এইটের ম্যাচে বল হাতে একজোড়া অনবদ্য রেকর্ড গড়তে পারেন বাংলাদেশের তারকা অল-রাউন্ডার শকিব আল হাসান। কোন কোন নজির গড়তে পারেন শাকিব, বিস্তারিত জানতে পড়ুন:- Shakib On Brink Of History: বাংলাদেশ হারুক বা জিতুক, ভারতের বিরুদ্ধে সুপার এইটের ম্যাচে একজোড়া রেকর্ড গড়তে পারেন শাকিব
IND vs BAN, T20 World Cup 2024 Live: মুখোমুখি লড়াইয়ের ইতিহাস
ভারত ও বাংলাদেশ আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে মোট ১৩ বার সম্মুখসমরে নামে। ভারত জেতে ১২টি ম্যাচ। বাংলাদেশ জেতে ১টি ম্যাচ। অর্থাৎ, টি-২০ ক্রিকেটে বাংলাদেশের থেকে ১২-১ ব্যবধানে এগিয়ে টিম ইন্ডিয়া। ২০১৯ সালে ভারত সফরে এসে দিল্লির টি-২০ ম্যাচে ভারতকে ৩ বল বাকি থাকতে ৭ উইকেটে হারিয়ে দেয় বাংলাদেশ। ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সেই একবারই সাফল্য পায় বাংলাদেশ।
IND vs BAN, T20 World Cup 2024 Live: ম্যাচের আগে সুপার এইট গ্রুপ-ওয়ানের পয়েন্ট টেবিল
১. অস্ট্রেলিয়া- ১ ম্যাচে ২ পয়েন্ট (নেট রান-রেট +২.৪৭১)।
২. ভারত- ১ ম্যাচে ২ পয়েন্ট (নেট রান-রেট +২.৩৫০)।
৩. আফগানিস্তান- ১ ম্যাচে ০ পয়েন্ট (নেট রান-রেট -২.৩৫০)।
৪. বাংলাদেশ- ১ ম্যাচে ০ পয়েন্ট (নেট রান-রেট -২.৪৭১)।
IND vs BAN, T20 World Cup 2024 Live: চলতি বিশ্বকাপের বাংলাদেশের পারফর্ম্যান্স
১. প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ২ উইকেটে হারিয়ে দেয়।
২. দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৪ রানে পরাজিত হয়।
৩. তৃতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ২৫ রানে জয় তুলে নেয়।
৪. চতুর্থ ম্যাচে নেপালকে ২১ রানে হারিয়ে দেয়।
৫. সুপার এইটের ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ডাকওয়ার্থ-লুইস নিয়মে ২৮ রানে হেরে যায়।
IND vs BAN, T20 World Cup 2024 Live: চলতি বিশ্বকাপের ভারতের পারফর্ম্যান্স
১. প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে দেয়।
২. দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ৬ রানে পরাজিত করে।
৩. তৃতীয় ম্যাচে আমেরিকার বিরুদ্ধে ৭ উইকেটে জয় তুলে নেয়।
৪. কানাডার বিরুদ্ধে চতুর্থ ম্যাচ মন্দ আবহাওয়ায় ভেস্তে যায়।
৫. সুপার এইটের ম্যাচে আফগানিস্তানকে ৪৭ রানে হারিয়ে দেয়।
IND vs BAN, T20 World Cup 2024 Live: হিন্দুস্তান টাইমস বাংলার লাইভ ব্লগে স্বাগত
হিন্দুস্তান টাইমস বাংলার লাইভ ব্লগে স্বাগত। অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে টি-২০ বিশ্বকাপ ২০২৪-এর সুপার এইটের ম্যাচে সম্মুখসমরে ভারত ও বাংলাদেশ। এই ম্যাচের লাইভ স্কোর ও যাবতীয় ঘটনাবলির আপডেট পাবেন এই ব্লগে।