বাংলা নিউজ > ক্রিকেট > IND vs BAN Test: শুরু প্রিসিজন ক্যাম্প, বাংলাদেশের বিরুদ্ধে চেন্নাইতে প্রথম টেস্ট হবে লাল মাটির পিচে

IND vs BAN Test: শুরু প্রিসিজন ক্যাম্প, বাংলাদেশের বিরুদ্ধে চেন্নাইতে প্রথম টেস্ট হবে লাল মাটির পিচে

বাংলাদেশের বিরুদ্ধে চেন্নাইতে প্রথম টেস্টে ব্যবহার হবে লাল মাটির পিচ (ছবি-পিটিআই) (PTI)

চেন্নাইয়ের পিচ কেমন হতে চলেছে তা নিয়ে স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন থাকছে। সাধারণত এমএ চিদাম্বরম স্টেডিয়ামের পিচ হয় স্পিন সহায়ক। মূলত লাল মাটির তৈরি হয় এই পিচ। এবারেও শোনা যাচ্ছে তার অন্যথা হচ্ছে না‌। ওই একই রকম পিচ দেখা যাবে এবারেও।

শুভব্রত মুখার্জি:- প্রায় দেড় মাসের আন্তর্জাতিক ক্রিকেটে বিরতি কাটিয়ে ফের মাঠে ফিরছে ভারতীয় সিনিয়র পুরুষ দল। ঘরের মাঠে টেস্ট সিরিজ দিয়ে শুরু হচ্ছে তাদের অভিযান। প্রথমেই দুই ম্যাচের টেস্ট সিরিজে তারা বাংলাদেশের মুখোমুখি হবে। আর সেই উপলক্ষে চেন্নাইতে শুরু হয়েছে প্রিসিজন ক্যাম্প। ১৯ সেপ্টেম্বর প্রথম টেস্টে চেন্নাইতে মুখোমুখি হবে দুই দল। চেন্নাইয়ের পিচ কেমন হতে চলেছে তা নিয়ে স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন থাকছে। সাধারণত চেন্নাইয়ের পিচ হয় স্পিন সহায়ক। মূলত লাল মাটির তৈরি হয় এই পিচ। এবারেও শোনা যাচ্ছে তার অন্যথা হচ্ছে না‌। ওই একই রকম পিচ দেখা যাবে এবারেও।

আরও পড়ুন… ISL 2024-25 Live Streaming: কখন, কোথায়, কীভাবে দেখবেন বেঙ্গালুরু এফসি বনাম ইস্টবেঙ্গল ম্যাচ

এমএ চিদাম্বরম স্টেডিয়ামে এদিন ভারতীয় দল যে পিচে অনুশীলন করেছে তা মূলত কালো মাটির পিচ। যেখানে অল্পস্বল্প ঘাস ছিল।চেন্নাইয়ের গরম একটা বড় ইস্যু। এদিন তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার ভারতের অনুশীলন শুরু হয় সকাল ৯:৩০ টায়। চলেছে বিকেল তিনটে পর্যন্ত। গোটা দল এদিন অনুশীলনে উপস্থিত ছিল। পাশাপাশি এদিন দলের সঙ্গে যোগ দিয়েছেন দলের বোলিং কোচ হিসেবে নয়া দায়িত্বপ্রাপ্ত দক্ষিণ আফ্রিকার প্রাক্তন পেসার মর্নি মর্কেল। ভারতের এরপরে বেশ ব্যস্ত সূচি রয়েছে। ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ রয়েছে। এরপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠেই রয়েছে তিন ম্যাচের সিরিজ। তারপর তারা যাবে অস্ট্রেলিয়া সফরে। সেখানে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে তারা।

আরও পড়ুন… ENG vs AUS 2nd T20I: লিভিংস্টনদের সামনে কাজে এল না শর্টের ঐতিহাসিক ইনিংস! ৩ উইকেটে জিতে সমতায় ফিরল ইংল্যান্ড

প্রধান গ্রাউন্ডের সেন্টারের যে অতিরিক্ত উইকেটটি রয়েছে সেখানেই ভারতীয় দল এদিন অনুশীলন সারে। এদিন শুরুতে দুটি নেটে রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, শুভমন গিল এবং বিরাট কোহলি ব্যাটিং অনুশীলন করেন। বাংলাদেশের শাকিব আল হাসান, তাইজুল ইসলাম -নিউজিল্যান্ডের আজাজ প্যাটেল, মিচেল স্যান্টনার, রাচিন রবীন্দ্রদের কথা মাথাতে রেখেই ভারত তাদের নেট বোলারদের বাছাই করেছে। রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল ছাড়াও রয়েছেন তামিলনাড়ুর এস অজিত রাম, এম সিদ্ধার্থ এবং পি ভিগনেশ। এরা সকলেই স্লো বাঁহাতি অর্থডক্স বোলার। এছাড়াও রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন, তামিলনাড়ুর লক্ষ্য জৈন, মুম্বইয়ের হিমাংশু সিং।

আরও পড়ুন… আমি সচিনের সঙ্গেও খেলেছি, পরে তাঁর ছেলের সঙ্গেও খেলেছি: অবসর নিয়ে পীযূষ চাওলার জবাব

স্পিনারদের বিরুদ্ধে সুইপ, রিভার্স সুইপের পাশাপাশি এগিয়ে এসে শট খেলাও অনুশীলন করেন ভারতীয় ব্যাটাররা। কনভেনশনাল সুইপ খেলার পাশাপাশি তারা প্যাডেল সুইপও অনুশীলন করেছে। সকালের সেশনে অনুশীলন হয়েছে দীর্ঘক্ষণ। এই সেশনে রোহিত, যশস্বী, গিল, বিরাট, জাদেজা, অশ্বিন, বুমরাহ এবং সিরাজ দীর্ঘক্ষণ ব্যাট করেছেন। কালো মাটির পিচে ভারতীয় ব্যাটাররা ব্যাটিং অনুশীলন করেছেন। অন্যদিকে লাল মাটির পিচে ভারতীয় বোলাররা বোলিং অনুশীলন করেছেন।

আরও পড়ুন… AFG vs NZ Test: একটা বলও খেলা হল না! জেনে নিন এর আগে কতগুলো টেস্ট এভাবে পরিত্যক্ত করা হয়েছে

এরপর ৪০ মিনিটের একটি বিরতি হয়। তারপর ব্যাটিং অনুশীলন করেছেন কেএল‌ রাহুল, ঋষভ পন্ত, ধ্রুব জুড়েল, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, আকাশদীপ এবং যশ দয়াল। সকলেই দীর্ঘক্ষণ ব্যাটিং এবং বোলিং অনুশীলন করেছেন। এই সময়ে নেট বোলার হিসেবে ব্যবহার করা হয়েছে বৈভব অরোরা, অর্পিত গুলেরিয়া, গুরনুন ব্রার, যুধবীর সিং, সিমারজিত সিং, গুরজাপনিত সিংকে।

ক্রিকেট খবর

Latest News

আসছে মেডিক্যালের নতুন পিজি কোর্স, পড়ানো হবে মেডিক্যাল কলেজে, গাইডলাইন দিল NMC ১০ বছর পরে ICC Women's T20 WC-এ ম্যাচ জিতল বাংলাদেশ, স্কটল্যান্ডকে হারাল ১৬ রানে Sindoor in Astrology: ভাগ্যের মোড় ঘোরাতে পারে সিঁদুর ভয় দেখিয়ে হচ্ছে কাজ! বাংলাদেশে দুর্গা-সহ ৭ প্রতিমা ভাঙচুর, পুজোর আগেই তাণ্ডব ‘আপতত সিঙ্গল থাকতে চাই’,প্রেমে অনীহা সুস্মিতার! এভি-র সঙ্গে কী প্ল্যান এই পুজোয়? বেঙ্গালুরুর আকাশে এক রহস্যময় রঙিন আলো, ঠিক ৮০০০০ বছর পর ঘটল এই বিরল ঘটনা পর্নোগ্রাফি নয়, এই 'স্টুপিড' জিনিস সার্চ করতেই কাজ গেল যুবকের! ব্যাপারটা কী এই রাজ্যের ৫,৫০০ সরকারি স্কুলে প্রথম শ্রেণিতে কোনও শিশুই ভর্তি হয়নি Relationship Tips: বার বার সরি বলা থেকে কীভাবে রেহাই পাবেন? শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিন্দু কলেজের প্রাক্তনী, জানেন তাঁর পরিচয়

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.