Exchanging Sunglasses: শনিবার চেন্নাইয়ে ভারত বনাম বাংলাদেশের মধ্যে প্রথম টেস্টের তৃতীয় দিনে বিরাট কোহলি এবং ঋষভ পন্তের মধ্যে একটি মজার মুহূর্ত দেখা গিয়েছে। দিনের খেলা যখন চলছিল, তখন ক্যামেরায় ধরা পড়ল সেই ঘটনা। আসলে ম্য়াচ চলাকালীন মাঠে দুজনে নিজেদে সানগ্লাস বদল করছিলেন। বাংলাদেশের ব্যাটিংয়ের দ্বিতীয় ইনিংসের সময়ে এই ঘটনাটি ঘটেছে। টিভির পর্দায় দেখা যায় বিরাট কোহলি তাঁর সানগ্লাস খুলে সরাসরি ঋষভ পন্তের হাতে তুলে দেন।
অবাক করা ছবি দেখল গোটা ক্রিকেট বিশ্ব
এই ছবি দুই ক্রিকেটারের মধ্যে সম্পর্কটিকে তুলে ধরেছে। আসলে যখন বিরাট কোহলি নিজের সানগ্লাস খুলে পন্তকে দিচ্ছিলেন, তখন ঋষভের হাতে গ্লাভস ছিল। এই সময়ে নিজেই পন্তকে সানগ্লাস পরিয়ে দেন বিরাট কোহলি। সেই সময়ে পন্ত নিজের সানগ্লাস খুলে বিরাটের হাতে তুলে দেন। তারা নিজেদের সানগ্লাস বদল করেন।
দেখুন সেই ভিডিয়ো:
কেমন ছিল তৃতীয় দিনের খেলা-
চেন্নাইয়ের মাঠে ভারত বনাম বাংলাদেশের প্রথম টেস্ট খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। তৃতীয় দিনেও ভারতের দাপট অব্যাহত ছিল। এই মুহূর্তে চেন্নাইয়ে ড্রাইভিং সিটে রয়েছে টিম ইন্ডিয়া। স্বাগতিক ভারত বাংলাদেশের সামনে ৫১৫ রানের বিশাল টার্গেট দিয়েছে। খারাপ আলোর কারণে শনিবার তাড়াতাড়ি খেলা শেষ হয়েছে। স্টাম্পের সময়, বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের স্কোর ছিল ৩৭.২ ওভারে ১৫৮/৪ রান।
এই সময়ে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৫১ ও শাকিব আল হাসান ৫ রানে অপরাজিত রয়েছেন। ১৩ রান করেন মুশফিকুর রহিম ও মুমিনুল হক আউট হয়েছিলেন। শাদমান ইসলাম ৩৫ ও জাকির হাসান ৩৩ রান করে সাজঘরে ফিরেছিলেন। দ্বিতীয় ইনিংসে স্পিনার রবিচন্দ্রন অশ্বিন এখন পর্যন্ত তিনটি উইকেট নিয়েছেন। একটি উইকেট নিয়েছেন জসপ্রীত বুমরাহ।
আরও পড়ুন… IPL 2025: ওরা যেভাবে আমায় চেয়েছিল... দিল্লি ক্যাপিটালস ছাড়ার কারণ জানালেন রিকি পন্টিং
কেমন ছিল দু দিনের খেলা-
এর আগে ভারতীয় দল ৪ উইকেটে ২৮৭ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছিল। সেঞ্চুরি করেছিলেন শুভমন গিল ও ঋষভ পন্ত। ১৭৬ বলে ১১৯ রান করে অপরাজিত থাকেন শুভমন গিল। টেস্ট ক্রিকেটে ফিরে পন্ত ১২৮ বলে ১০৯ রান করেন। কেএল রাহুল ২২ রান করে অপরাজিত থাকেন। আমরা আপনাকে বলি, টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় দল রবিচন্দ্রন অশ্বিনের সেঞ্চুরি এবং রবীন্দ্র জাদেজা এবং যশস্বী জয়সওয়ালের অর্ধশতকের ভিত্তিতে প্রথম ইনিংসে স্কোর বোর্ডে ৩৭৬ রান করেছিল। জবাবে প্রথম ইনিংসে ১৪৯ রানে সীমাবদ্ধ হয়ে যায় বাংলাদেশ দল। প্রথম ইনিংসের পর ভারত ২২৭ রানের লিড নিয়ে ছিল।