বিরাট কোহলির না খেলার সুযোগ কাজে লাগালেন শ্রেয়স আইয়ার। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডের ম্যাচের সকালেই হাঁটুর ব্যথার সুস্থ বোধ করেননি বিরাট কোহলি। সেই কারণেই তিনি নাগপুরের ম্যাচ থেকে সরে দাঁড়ান। প্রথমে মনে করা হয়েছিল, তার জায়গায় যশস্বী জসওয়াল খেলছেন। তবে ম্যাচে শেষে অবাক করা কথা জানান শ্রেয়স আইয়ার। তিনি জানালেন, যদি কোহলি সুস্থ থাকতেন, তাহলে হয়তো তিনি একাদশে থাকতেন না।
এই সিদ্ধান্ত থেকে বোঝা যাচ্ছে, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারত দল কেমন পরিকল্পনা করছে, বিশেষ করে প্রধান কোচ গৌতম গম্ভীর ব্যাটিং লাইনআপে বাঁ-হাতি ও ডান-হাতির কম্বিনেশন বজায় রাখতে চাইছেন।
শ্রেয়স আইয়ার বলেন, ‘আপনারা সকলেই জানেন, আজ আমার খেলার কথা ছিল না। দুর্ভাগ্যবশত বিরাট ভাই চোট পেয়ে গেলেন, আর আমি সুযোগ পেয়ে গেলাম। আমি নিজেকে প্রস্তুত রেখেছিলাম। যে কোনও সময় সুযোগ আসতে পারে, সেটা জানতাম। গত বছর এশিয়া কাপে আমার সঙ্গেও একই ঘটনা ঘটেছিল। আমি চোট পেয়েছিলাম, আর অন্য কেউ এসে সেঞ্চুরি করেছিল।’
আরও পড়ুন … রোহিত বলেছে মন খুলে ইনপুট দিতে-ভাইস ক্যাপ্টেন হওয়ার অভিজ্ঞতা জানালেন ম্যাচের সেরা শুভমন
এই সিরিজের আগে শ্রেয়স আইয়ারের অন্তর্ভুক্তি নিয়ে খুব একটা আলোচনা হয়নি। তাঁকে মিডল অর্ডারে দেখা যাবে বলেই ধরে নেওয়া হয়েছিল, কারণ তার আগ্রাসী ব্যাটিং ভারতের জন্য গুরুত্বপূর্ণ। ভারত ওয়ানডে দলে ঋষভ পন্তকে খেলায় না, বরং কেএল রাহুলকে উইকেটকিপিং করায়। ফলে হার্দিক পান্ডিয়া নীচের সারিতে মূল আক্রমণাত্মক ব্যাটসম্যান হিসেবে থাকেন। এই জায়গাতেই শ্রেয়স আইয়ারের আক্রমণাত্মক ব্যাটিং ভারতের জন্য কার্যকর হতে পারত।
কিন্তু বৃহস্পতিবারের ঘটনার পর বোঝা যাচ্ছে, ভারত নতুন পরিকল্পনা করছে। যদি যশস্বী জসওয়াল নিয়মিত খেলেন এবং শুভমন গিল তিন নম্বরে ব্যাট করেন, তাহলে বিরাট কোহলি চারে নামবেন। এরপর বাঁ-হাতি অক্ষর প্যাটেল এবং তার পর রাহুল বা পান্ডিয়া ম্যাচের পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করবেন।
আরও পড়ুন … বাংলাদেশে ফের বাতিল মহিলাদের ফুটবল ম্যাচ! ধর্মীয় কট্টরপন্থীদের আচরণে অবাক বিশ্ব
শ্রেয়স আইয়ারের দুর্দান্ত অর্ধশতক ইংল্যান্ডের ওপর চাপ ফিরিয়ে দিয়েছে। এখন দেখার বিষয়, ভারত দ্বিতীয় ওয়ানডেতে কেমন দল নিয়ে নামে। শ্রেয়স আইয়ার বলেন, ‘গত রাতে আমি একটা সিনেমা দেখছিলাম। ভাবছিলাম, রাতটা একটু দীর্ঘ করব। কিন্তু তারপরই অধিনায়ক রোহিত শর্মার ফোন পেলাম। হাসতে হাসতে শ্রেয়স আইয়ার বললেন, ‘তুমি হয়তো খেলতে পারবে, কারণ বিরাটের হাঁটু ফুলে গেছে।’ আমি সঙ্গে সঙ্গে ঘরে ফিরে ঘুমিয়ে পড়লাম।’
আরও পড়ুন … আইয়ার, আর্শদীপ ও চাহাল ওরা অপরিহার্য ছিল: IPL 2025-এ PBKS-এর দল গঠনের অজানা গল্প শোনালেন রিকি পন্টিং
এ বিষয়ে ধারাভাষ্যকার পার্থিব প্যাটেল বলেন, ‘আমরা তো জানতামই না! আমরা ভেবেছিলাম, যশস্বী জসওয়াল বিরাটের জায়গায় খেলছেন। আমরা নিশ্চিত ছিলাম, তুমি একাদশে থাকবে।’ জবাবে শ্রেয়স আইয়ার বলেন, ‘আপনারা চান আমি কী বলি? আমি শুধু এটাকে স্বাভাবিকভাবেই নিচ্ছি এবং এই মুহূর্ত ও জয়টা উপভোগ করছি।’