ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মার কাছ থেকে বকা খেলেন ভারতীয় পেসার হর্ষিত রানা। আসলে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে চলাকালীন একটি অপ্রয়োজনীয় কাজ করার কারণে রোহিত শর্মার কাছ থেকে তিরস্কার শুনলেন হর্ষিত রানা। রবিবার কটকের বারাবাটি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে এই ঘটনাটি ঘটেছিল।
ইংল্যান্ডের ইনিংসের ৩২তম ওভারে বল করতে এসে, হর্ষিত রানা একটি ডট বল করেন, যেখানে জোস বাটলার ডিফেন্স করে বলটিকে নিজের বামদিকে ঠেলে দেন। ফলো-থ্রুতে বলটি নিজের দিকে গড়িয়ে আসতে দেখে রানা বুঝতে পারেন যে ইংল্যান্ড অধিনায়ক ক্রিজের প্রান্তে দাঁড়িয়ে আছেন। রান-আউটের ক্ষীণ আশায় তিনি স্ট্রাইকারের প্রান্তে বলটি ছুঁড়ে দেন, কিন্তু বলটি উইকেটকিপার কেএল রাহুলের বামদিকে অনেক দূর দিয়ে চলে যায় এবং ফাইন লেগ সীমানা অতিক্রম করে চার রান হয়ে যায়।
আরও পড়ুন … Virat Kohli Dance Video: ব্য়াটে রান নেই, তবে মাঠে নাচতে ভুললেন না দুই সন্তানের বাবা
হতাশ হর্ষিত রানা যখন ৩২তম ওভারের শেষ বলটি করার জন্য রান-আপ নিতে ফিরে যাচ্ছিলেন, তখন অধিনায়ক রোহিত শর্মা প্রকাশ্যে তার অসন্তোষ দেখান। তিনি হর্ষিত রানাকে কড়া ভাষায় তিরস্কার করেন এবং তাকে মাথা খাটিয়ে খেলার পরামর্শ দেন। ওই ওভারের শেষে ইংল্যান্ডের স্কোর ছিল ১৮০/৩ এবং তারা ৪৯.৫ ওভারে ৩০৪ রান করে অলআউট হয়ে যায়।
দেখুন সেই মুহূর্তের ভিডিয়ো-
আরও পড়ুন … Ranji Trophy 2024-25: অঙ্কিতের শতরান, আকিবের ৫ উইকেট! দেখুন কোয়ার্টার ফাইনালের Day 2-র ফল? এগিয়ে কারা?
ম্যাচের কথা বললে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়া ইংল্যান্ডের ইনিংসের ভিত গড়ে দেন ওপেনার বেন ডাকেট (৬৫) ও প্রাক্তন অধিনায়ক জো রুট (৬৯)। ইংল্যান্ডের মিডল অর্ডারে হ্যারি ব্রুক (৩১), জোস বাটলার (৩৪) ও লিয়াম লিভিংস্টোন (৪১) গুরুত্বপূর্ণ অবদান রাখেন, তবে ভারতের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন রবীন্দ্র জাদেজা, যিনি ৩৫ রানে ৩টি উইকেট নেন।
আরও পড়ুন … ৩৩ বছর ১৬৪ দিনে ODI অভিষেক, ওয়াদেকরের রেকর্ড ভাঙলেন বরুণ
মহম্মদ শামি, হর্ষিত রানা, হার্দিক পান্ডিয়া ও অভিষেককারী বরুণ চক্রবর্তী প্রত্যেকে একটি করে উইকেট শিকার করেন। ভারত তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে, ফলে ইংল্যান্ডের জন্য এই ম্যাচটি জিততেই হবে, না হলে তারা সিরিজ হারবে। এই সময়ে দারুণ প্রত্যাবর্তন করেন রোহিত শর্মা। শতরান করেন হিটম্যান। ২৫ ওভার শেষে ভারতের স্কোর ছিল ১৭৯ রান। এই সময়ে গিল ৬০ রান করে আউট হন। রোহিত শর্মা নিজের ছন্দে ফিরেছেন। শ্রেয়স আইয়ারের সঙ্গে তিনি ইনিংসকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।