রাঁচিতে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্ট ম্যাচ জেতার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে ভারতীয় দল। চতুর্থ টেস্টের তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডকে ১৪৫ রানে গুটিয়ে দিয়েছে ভারত। প্রথম ইনিংসে ৪৬ রানের লিড থাকা ইংল্যান্ড দল ভারতের সামনে ১৯২ রানের টার্গেট দিয়েছে। যার জবাবে তৃতীয় দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত কোনও উইকেট না হারিয়ে ভারত স্কোর বোর্ডে ৪০ রান তুলেছে। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের সময় সরফরাজ খাের উপর রেগে যান রোহিত শর্মা। আসলে ফিল্ডিং করার সময়ে সরফরাজ খান এমন একটি কাজ করেছিলেন যা দেখে সরফরাজ খানকে বকুনি দিয়েছিলেন রোহিত শর্মা। যার ভিডিয়ো বর্তমানে সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হচ্ছে।
ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের ব্যাট করার সময়, সরফরাজ খানকে মাঠের সিলি পয়েন্টে ফিল্ডিং করতে বলেন রোহিত শর্মা। কিন্তু সরফরাজ খান তখন হেলমেট এবং প্যাড ছাড়াই সিলি পয়েন্টে ফিল্ডিং করতে দাঁড়ান। এই দৃশ্য দেখে টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা অবাক হয়ে যান এবং তাঁকে বাধা দেন। সেই সময়ে তাঁকে হেলমেট এবং প্যাড চাইতে বলেন। সরফরাজকে উদ্দেশ্য করে রোহিত শর্মা বলেন, ‘ও ভাই… তোমায় হিরো হতে হবে না। যখন ওই জায়গায় ফিল্ডিং করবে, তখন কোনও ঝুঁকি নেবে না। আগে হেলমেট নিয়ে এসো।’
আরও পড়ুন… IND v ENG 2024: ধ্রুবের প্রশংসা করতে গিয়ে কি সরফারজ নিয়ে প্রচারকে ঠুকলেন সেহওয়াগ?
রোহিত শর্মার এই ভিডিয়ো বর্তমানে বেশ ভাইরাল হচ্ছে। আসলে রোহিত শর্মা যে ভাবে বোলারকে থামিয়ে সরফরাজের দিকে এগিয়ে আসেন তাতে সকলেই অবাক হয়ে যান। দেখা যায় হঠাৎ করেই সরফরাজের জন্য হেলমেট দিয়ে য়ান তাঁর সতীর্থ। সেই পরেই মাঠে ফিল্ডিং করেন সরফরাজ। এই ছবি থেকেই স্পষ্ট যে রোহিত তাঁর সতীর্থ ক্রিকেটারদের কতটা সুরক্ষা দেন। মাঠের মধ্যে একাবারে বড় দাদার মতো আগলে রাখেন তিনি।
দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত ফিল্ডিং করেছিলেন সরফরাজ খান। শর্ট লেগে বেন ডাকেটের ক্যাচ নিয়ে ভারতকে বড় সাফল্য এনে দিয়েছিলেন তিনি। মিড-অনে ডাইভ দিয়ে টম হার্টলির দুর্দান্ত ক্যাচ নেন তিনি। ইংল্যান্ড দলের শেষ দুই উইকেট পেতে হিমশিম খেতে হয়েছে ভারতীয় টিমকে। কিন্তু একই ওভারে দুই উইকেট নিয়ে ইংল্যান্ডের ইনিংস শেষ করেন রবিচন্দ্রন অশ্বিন। বেন ফোকস ও জেমস অ্যান্ডারসনকে প্যাভিলিয়নের পথ দেখান তিনি। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট তুলে নেন অশ্বিন। টেস্ট ক্যারিয়ারে এটি তার ৩৬তম পাঁচ উইকেট শিকার। এর সঙ্গে অনিল কুম্বলের রেকর্ডেরও সমান করেছিলেন তিনি। কুম্বলেও ৩৫ বার পাঁচ উইকেট শিকার করেছিলেন। ফলে এদিন কুম্বলেকেও টপকে যান অশ্বিন।