ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ মাসের টেস্ট সিরিজ নিজেদের পকেটে তুলে নিয়েছে টিম ইন্ডিয়া। রাঁচিতে চতুর্থ টেস্ট তারা জিতে নিয়েছে ৫ উইকেটে। এই জয়ের সঙ্গে এই মুহূর্তে সিরিজের ফলাফল দাঁড়িয়েছে ৩-১। সুতরাং পঞ্চম টেস্টের ফলাফলের উপর নির্ভর করতে হবে না 'মেন ইন ব্লু'কে। তবে সিরিজের পঞ্চম এবং অন্তিম টেস্টটি ইংল্যান্ডের কাছে সম্মানরক্ষার ম্যাচ।
তবে পঞ্চম টেস্ট জিতলে একটি নতুন রেকর্ড গড়বে টিম ইন্ডিয়া। চলতি সিরিজের ফলাফল ৪-১ তো হবেই, এর সঙ্গে সৃষ্টি হবে এমন একটি রেকর্ড যা সাধারণত আগে খুব একটা দেখা যায়নি। এক হয়ে যাবে টেস্ট ক্রিকেটে ভারতের জয় ও পরাজয়ের সংখ্যা। বিস্তারিতভাবে বলতে গেলে, ১৭৮টি ম্যাচে হারের পাশাপাশি জয়ের সংখ্যাও হবে ১৭৮।
৭ মার্চ, ধরমশালায় খেলা হবে সিরিজের পঞ্চম তথা অন্তিম টেস্ট ম্যাচ। একদিকে যখন রোহিত শর্মাদের প্রধান লক্ষ্য হবে সিরিজ জয় দিয়ে শেষ করার, তেমনি বেন স্টোকসদেরও লক্ষ্য হবে অন্তিম টেস্টটি জিতে দেশে ফিরে যাওয়ার। যদিও এই মুহূর্তে যেই ছন্দে রয়েছে টিম ইন্ডিয়া, তাতে ক্রিকেট বিশেষজ্ঞ থেকে শুরু করে ক্রিকেটপ্রেমীরা মনে করছেন যে আবারও জয় পাবে তারা।
তবে ধরমশালায় একটি বড় রেকর্ড করার সুযোগ রয়েছে টিম ইন্ডিয়ার কাছে। কি সেই রেকর্ড? ২০০০ সালের আশেপাশে দলের টেস্ট রেকর্ড একেবারেই ভালো ছিল না। ৬১টি ম্যাচে জয় পেলেও হারের শিকার হতে হয়েছিল ১১২টিতে। সব মিলিয়ে, একটি বিশ্রী দশার মধ্যে দিয়ে যাচ্ছিল গোটা দল। তবে তারপর থেকেই শুরু হয় ভারতীয় টেস্ট ক্রিকেটের স্বর্ণযুগ। একের পর এক ম্যাচ ও সিরিজ জিতে এই মুহূর্তে পরিস্থিতি দাঁড়িয়েছে ১৭৭টি জয় এবং ১৭৮টি পরাজয়। অর্থাৎ এবার যদি পঞ্চম টেস্ট দিতে নেন রোহিত শর্মারা, তাহলে সেই সংখ্যা গিয়ে দাঁড়াবে সমান পর্যায়ে। অর্থাৎ ১৭৮টি জয় এবং ১৭৮টি হারের।
উল্লেখ্য, চতুর্থ টেস্টে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। তাদের প্রথম ইনিংস শেষ হয় ৩৫৩ রানে। শতরান করেন জো রুট এবং অর্ধশতরান করেন ওলি রবিনসন। জবাবে ভারতের প্রথম ইনিংস শেষ হয় ৩০৭ রানে। সর্বোচ্চ ৯০ রান করেন ধ্রুব জুরেল। এছাড়া যশস্বী জসওয়াল করেন ৭৩। এরপর ব্যাট করতে নেমে টিম ইন্ডিয়ার স্পিন বোলিংয়ের সামনে রীতিমতো মাথানত করে দেয় ইংল্যান্ড। ১৪৫ রানে অলআউট হয়ে যায় সকলে। পাঁচটি উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন। তবে ১৯২ রান তাড়া করা একেবারেই সহজ হয়না রোহিত শর্মাদের জন্য। প্রয়োজনীয় রান তুলতে গিয়ে হারাতে হয় পাঁচটি উইকেট। অর্ধশতরান করেন রোহিত শর্মা ও শুভমান গিল। ম্যাচের সেরা হন ধ্রুব জুরেল।