ভারতের বিরুদ্ধে সাদা বলের সিরিজ শুরু আগে বড় পদক্ষেপ নিল ইংল্যান্ড ক্রিকট বোর্ড। সিরিজ শুরুর আগেই হ্যারি ব্রুককে বড় দায়িত্ব দিল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। দলের প্রতিশ্রুতিশীল তরুণ ব্যাটসম্যানকে সাদা বলের ক্রিকেটের নতুন সহ-অধিনায়ক করা হয়েছে। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ECB) ভারতের বিরুদ্ধে বহু প্রতীক্ষিত সিরিজের আগে এই ঘোষণা করেছে।
আগামী মাসে ২৬ বছর বয়সে পা রাখা হ্যারি ব্রুক তিন বছর আগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে আন্তর্জাতিক অভিষেকের পর থেকে ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠেছেন। হ্যারি ব্রুকের সহ-অধিনায়ক হিসেবে নিয়োগ পাওয়া তার কেরিয়ারের আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যা তাকে আন্তর্জাতিক ক্রিকেটের অন্যতম সেরা প্রতিভা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
আরও পড়ুন… LSG-তে এত বাঁহাতি ব্যাটার! দল কি সমস্যায় পড়বে? টিমের কৌশল ফাঁস করলেন লখনউ-এর মেন্টর জাহির খান
হ্যারি ব্রুকের রেকর্ড ও পারফরম্যান্স-
বিভিন্ন ফর্ম্যাটে ব্রুকের অসাধারণ রেকর্ড তার ধারাবাহিকতা ও দক্ষতা-
১) ৩৯ টি-টোয়েন্টিতে তিনি ৭০৭ রান করেছেন।
২) ২০টি ওয়ানডেতে তার সংগ্রহ ৭১৯ রান।
৩) ২৪টি টেস্টে তিনি ২,২৮১ রান করেছেন, যা প্রমাণ করে তিনি সব ফর্ম্যাটেই সফল।
৪) এখন পর্যন্ত হ্যারি ব্রুক ৯টি সেঞ্চুরি ও ১৮টি ফিফটি করেছেন।
আরও পড়ুন… ভারতীয় জার্সিতে লেখা হবে না ‘পাকিস্তান’! Champions Trophy 2025-তে শুরু নতুন বিতর্ক
ভারতের বিরুদ্ধে সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফি প্রস্তুতি
জোস বাটলারের নেতৃত্বে ইংল্যান্ড আগামী ২২ জানুয়ারি কলকাতার ইডেন গার্ডেন্সে ভারতের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে, যা আগামী ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দুই দলের জন্য শেষ সাদা বলের সিরিজ হবে।
ব্রুকের নেতৃত্বের দায়িত্ব ও ইংল্যান্ডের পরিকল্পনা
হ্যারি ব্রুকের সহ-অধিনায়ক হিসেবে নিয়োগ পাওয়া তার দলের ওপর ক্রমবর্ধমান প্রভাব এবং ECB-এর তার প্রতি আস্থার প্রতিফলন। ভারতের বিরুদ্ধে এই সফরে তিনি জো রুট, জোফ্রা আর্চার ও আদিল রশিদের মতো সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে খেলবেন।
ভারত সফর শেষে, ইংল্যান্ড দল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে। যেখানে তাদের প্রথম ম্যাচ ১৯ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। অন্যদিকে, ভারত তাদের প্রথম ম্যাচ খেলবে ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে।
আরও পড়ুন… ভিডিয়ো: মিষ্টি দই থেকে বাংলা ভাষা, ইডেন গার্ডেন্সে পা দিতেই স্মৃতির সাগরে ডুব দিলেন সূর্যকুমার যাদব
ইংল্যান্ডের হোয়াইট-বল স্কোয়াড
ভারত সফরের টি-টোয়েন্টি স্কোয়াড
জোস বাটলার (অধিনায়ক), রেহান আহমেদ, জোফ্রা আর্চার, গাস অ্যাটকিনসন, জেকব বেথেল, হ্যারি ব্রুক (সহ-অধিনায়ক), ব্রাইডন কার্স, বেন ডাকেট, জেমি ওভারটন, জেমি স্মিথ, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, সাকিব মাহমুদ, ফিল সল্ট, মার্ক উড।
ভারত সফর ও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ওয়ানডে স্কোয়াড
জোস বাটলার (অধিনায়ক), জোফ্রা আর্চার, গাস অ্যাটকিনসন, জেকব বেথেল, হ্যারি ব্রুক (সহ-অধিনায়ক), ব্রাইডন কার্স, বেন ডাকেট, জেমি ওভারটন, জেমি স্মিথ, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, জো রুট, সাকিব মাহমুদ, ফিল সল্ট, মার্ক উড।