কলকাতায় শুরু হচ্ছে ব্রেন্ডন ম্যাককালামের নতুন এক যুগ। তবে তার আগে আগ্রাসন ও বিনোদনের প্রতিশ্রুতি দিলেন ইংল্যান্ডের সাদা বলের কোচ। ইংল্যান্ডের হোয়াইট-বল হেড কোচ হিসেবে কলকাতায় বুধবার থেকে শুরু হচ্ছে ব্রেন্ডন ম্যাককালামের নতুন অধ্যায়। ব্রেন্ডন ম্যাককালাম প্রতিশ্রুতি দিয়েছেন যে তার ছেলেরা টেস্ট দলের মতোই আগ্রাসন ও বিনোদনমূলক ক্রিকেট খেলবে। ইংল্যান্ড, যা শুধুমাত্র আসন্ন ভারতের বিরুদ্ধে সিরিজেই নয়, বরং চ্যাম্পিয়ন্স ট্রফিতেও এই ধারা বজায় থাকবে। তাছাড়া, তিনি বিশ্বাস করেন যে অধিনায়ক জোস বাটলারের সেরা সময় এখনও আসেনি।
ম্যাককালামের এই দায়িত্ব গ্রহণ বেশ আগেই নির্ধারিত হয়েছিল। গত সেপ্টেম্বরেই তাকে ইংল্যান্ডের টেস্ট ও ওয়ানডে উভয় ফর্ম্যাটের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। এরপর তিনি পাকিস্তান ও নিউজিল্যান্ডের টেস্ট সফর সামলেছেন, যেখানে ওয়ানডে দলের দায়িত্ব সাময়িকভাবে মার্কাস ট্রেসকোথিকের ওপর ছিল।
আরও পড়ুন… ভিডিয়ো: আপনি মুম্বই আসছেন, কিন্তু... সঞ্জু ও নায়ারের গান শুনে সূর্যকুমারের মজার বার্তা
কিন্তু এবার সরাসরি দায়িত্ব নিতে চলেছেন ম্যাককালাম। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হবে তার যাত্রা। এরপর তিনটি ওয়ানডে খেলবে ইংল্যান্ড, যার পরপরই ফেব্রুয়ারির ২২ তারিখ লাহোরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচ রয়েছে। ইডেনে নামার আগে ব্রেন্ডন ম্যাককালাম বলেন, ‘আমাদের লক্ষ্য ম্যাচ জেতা নয়, খেলোয়াড়দের সেরা পারফরম্যান্স বের করে আনা।’
প্রথম টি-টোয়েন্টির আগে ইডেন গার্ডেন্সের সাংবাদিক সম্মেলনে ম্যাককালাম বলেন, ‘ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ বিশ্বের যে কোনও দলের মতোই শক্তিশালী, তবে এখন আমাদের মূল লক্ষ্য হল খেলোয়াড়দের তাদের সর্বোচ্চ সামর্থ্য অনুযায়ী খেলতে দেওয়া, শুধুমাত্র জয়কে লক্ষ্য বানানো নয়।’
আরও পড়ুন… ২০টি উইকেট নেওয়ার জন্য যা দরকার সেটাই করব: স্পিন নির্ভর করে জয়ের কৌশলকে শান মাসুদের সমর্থন
তিনি আরও যোগ করে বলেন, ‘আমরা অবশ্যই প্রতিটি ম্যাচ জিততে চাই, কিন্তু আমাদের ড্রেসিংরুমের ভাষা কিছুটা আলাদা। আমাদের প্রধান লক্ষ্য হল—এই প্রতিভাবান খেলোয়াড়দের মধ্যে সমন্বয় তৈরি করা, সেরা কম্বিনেশন খুঁজে বের করা, এবং এমন এক স্টাইল তৈরি করা যা আমাদের সফলতার সর্বোচ্চ সুযোগ এনে দেবে।’ এরপরে ম্যাককালাম বলেন, ‘আমি চাই আমরা এমন ক্রিকেট খেলি, যা দেখতে দারুণ উপভোগ্য হবে। আমাদের ব্যাটিং বিশ্বের যে কোনও দলের মতোই শক্তিশালী। আমাদের দলে দুর্দান্ত স্পিনার, অসাধারণ ফিল্ডার এবং রকেট গতির পেসার রয়েছে। এ সব দিয়েই আমরা দর্শকদের বিনোদন দিতে চাই এবং সাফল্য অর্জন করতে পারি।’
ব্রেন্ডন ম্যাককালাম আরও বলেন, ‘ভারতের মাটিতে সিরিজ কঠিন হবে, কিন্তু আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য প্রস্তুতি।’ ইংল্যান্ডের এই সিরিজের প্রধান উদ্দেশ্য শুধু ভারতকে হারানো নয়, বরং চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দলকে প্রস্তুত করা। ব্রেন্ডন ম্যাককালাম বলেন, ‘ভারত নিজেদের কন্ডিশনে দুর্দান্ত দল, তাই এটা কঠিন সিরিজ হতে চলেছে। তবে, আমরা এমন একটি স্টাইলের ক্রিকেট খেলতে চাই, যা দেখার মতো হবে। হ্যাঁ, কিছু জায়গায় হয়তো ভুল করব, কিন্তু আশা করি পরবর্তী কয়েক সপ্তাহের মধ্যে নিজেদের সঠিকভাবে প্রস্তুত করতে পারবো।’ মোটকথা, ব্রেন্ডন ম্যাককালামের কোচিংয়ে ইংল্যান্ড দলে নতুন যুগের সূচনা হতে চলেছে, যেখানে আগ্রাসন, বিনোদন এবং আক্রমণাত্মক ক্রিকেটই হবে মূলমন্ত্র।