ইংল্যান্ডের হোয়াইট-বল ক্রিকেট নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন নাসের হুসেন। আসলে চিন্তায় রয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক নাসের হুসেন। বর্তমানে ইংল্যান্ড দলের হোয়াইট-বল ক্রিকেট পারফরম্যান্স নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। যা বর্তমানে মর্গ্যানের নেতৃত্বাধীন দলের তুলনায় অনেকটাই পিছিয়ে পড়েছে বলে তিনি মনে করেন। এই সময়ে ভারতীয় দলের তরুণদের প্রশংসা করেন নাসের হুসেন।
পাকিস্তানে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি হিসেবে ইংল্যান্ড ভারতে সাদা বলের সিরিজ খেলতে এসেছে। তবে ভারতের তরুণ দলের বিরুদ্ধে ৪-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হারার পর তাদের আত্মবিশ্বাসে বড় ধাক্কা লেগেছে। প্রথম ওয়ানডেতেও ইংল্যান্ডের ভোগান্তি অব্যাহত রয়েছে। নাগপুরের ম্যাচে রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল এবং কুলদীপ যাদবের স্পিন আক্রমণের মুখে ২৪৮ রানে গুটিয়ে যায় সফরকারীরা দল ইংল্যান্ড।
সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে ভারত শুভমন গিল (৮৭), শ্রেয়স আইয়ার (৫৯) এবং অক্ষর প্যাটেল (৫২)-এর ব্যাটিংয়ে ১১ ওভারের বেশি হাতে রেখেই সহজ জয় তুলে নিয়েছে। এরপরেই জোস বাটলারের দল নিয়ে নাসের হুসেন নিজের প্রতিক্রিয়া দিয়েছেন।
স্পিনের বিরুদ্ধেই হারছে ইংল্যান্ড- নাসের হুসেন
স্কাই স্পোর্টসের পডকাস্টে হুসেন বলেন, ‘প্রতিটি ম্যাচেই একই ধাঁচ দেখা যাচ্ছে, তাই না? টি-টোয়েন্টিতেও আমরা দেখেছি, কিছু সময় পর্যন্ত ইংল্যান্ড ভালো অবস্থানে ছিল, তারপর একটি বাজে ভুল, যেমন প্রথম ওয়ানডেতে ফিল সল্টের রান-আউট, পরিস্থিতি বদলে দেয়। এরপর স্পিনাররা ম্যাচ নিয়ন্ত্রণে নেয়। রবীন্দ্র জাদেজা দুর্দান্ত বোলিং করেন। টি-টোয়েন্টিগুলোতেও আমরা দেখেছি, ইংল্যান্ড মূলত স্পিনের বিপক্ষেই হেরেছে।’
আরও পড়ুন … Ranji Trophy: গুজরাটের অধিনায়কের গতির সামনে কোণঠাসা পূজারা-জ্যাকসন, ২১৬ রানে গুটিয়ে গেল সৌরাষ্ট্র
ভারতের সাদা বলের ক্রিকেটের প্রশংসা করেন নাসের হুসেন
নাসের হুসেন মনে করেন, মর্গ্যান ও ট্রেভর বেলিসের অধীনে যে আধিপত্য ইংল্যান্ড দেখিয়েছে, তা এখন অনেকটাই হারিয়েছে। নাসের হুসেন বলেন, ‘ভারত বিশ্বকাপের ফাইনালে (আমদাবাদে) উঠেছে, তারা টি-টোয়েন্টি বিশ্বকাপও জিতেছে। তারা একটি শক্তিশালী সাদা বলের দল। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, তাদের ক্রিকেটের গভীরতা। টি-টোয়েন্টি সিরিজে অভিষেক শর্মা – কী দুর্দান্ত খেলোয়াড়! শুভমন গিল দলে ফিরল, বিরাট কোহলি খেলল না, কিন্তু যাকেই তারা দলে নেয়, সকলেই দারুণ পারফরম্যান্স করে।’
আরও পড়ুন … Ranji Trophy 2024-25: তামিলনাডুর বিরুদ্ধে শতরান, ফের আলোচনায় বিদর্ভের করুণ নায়ার
অনেকটাই পিছিয়ে গিয়েছে ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেট- নাসের হুসেন
নাসের হুসেন বলেন, ‘কিন্তু ইংল্যান্ডের হোয়াইট-বল ক্রিকেট এখন অনেক পিছিয়ে পড়েছে, মর্গ্যান-বেলিস যুগের তুলনায় এটা একেবারেই অন্য রকম।’
সিরিজে টিকে থাকতে লড়বে ইংল্যান্ড
দ্বিতীয় ওয়ানডে রবিবার কটকে জয়ের মাধ্যমে সিরিজে ফেরার চেষ্টা করবে ইংল্যান্ড। কারণ এখনও দুটি ম্যাচ বাকি আছে এবং সিরিজের ভাগ্য নির্ধারিত হয়নি।