ভারতের মাটিতে দীর্ঘ ৪০ বছর কোনও ওয়ান ডে সিরিজ জেতেনি ইংল্যান্ড। ব্রিটিশরা শেষবার এদেশে দ্বিপাক্ষিক ওয়ান ডে সিরিজ জেতে ১৯৮৪-৮৫ মরশুমে। ইংল্যান্ডের সেই অপেক্ষা আরও দীর্ঘ হল এবার। কেননা ভারতের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে পরাজিত হওয়ায় জোস বাটলারদের সিরিজ হার নিশ্চিত হয়ে যায়। এখন তাঁদের সামনে চ্যালেঞ্জ হোয়াইটওয়াশ বাঁচানোর।
রবিবার কটকে সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ হারা মাত্রই লজ্জাজনক এক রেকর্ড গড়ে ফেলে ইংল্যান্ড। তারা হতাশাজনক নজির থেকে মুক্তি দেয় ভারতকে। অর্থাৎ, কটকে নিজেদের লজ্জার বোঝা ইংল্যান্ডের ঘাড়ে চাপিয়ে ভারমুক্ত হয় টিম ইন্ডিয়া।
আসলে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সব থেকে বেশিবার ৩০০ রানের গণ্ডি টপকেও ম্যাচ হারার সর্বকালীন রেকর্ড গড়ে ফেলে ইংল্যান্ড। তারা কটকে শুরুতে ব্যাট করে ৩০৪ রান সংগ্রহ করে। তা সত্ত্বেও ম্যাচ হেরে মাঠ ছাড়তে হয় বাটলারদের।
আরও পড়ুন:- IND vs ENG 2nd ODI: কটকে রোহিত শর্মার ৭টি ছক্কা কত মিটারের?
ইংল্যান্ড এই নিয়ে মোট ২৮টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে ৩০০ রানের গণ্ডি টপকেও পরাজিত হয়। এর আগে সব থেকে বেশি ওয়ান ডে ম্যাচে ৩০০ টপকেও পরাজিত হওয়ার রেকর্ড ছিল ভারতের দখলে। তারা ২৭টি ওয়ান ডে ম্যাচে ৩০০ বা তারও বেশি রান তুলেও পরাজিত হয়। কটকে ভারতকে লজ্জা থেকে মুক্তি দিয়ে সেই রেকর্ড নিজেদের দখলে নেয় ইংল্যান্ড।
একদিনের আন্তর্জাতিক ম্যাচে সব থেকে বেশিবার ৩০০ টপকেও হার
১. ইংল্যান্ড ৯৯টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে ৩০০ রানের গণ্ডি টপকায়। তবে সেগুলির মধ্যে ২৮টি ম্যাচে পরাজিত হয় তারা।
২. ভারত ১৩৬টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে ৩০০ রানের গণ্ডি টপকায়। তবে সেগুলির মধ্যে ২৭টি ম্যাচে পরাজিত হয় তারা।
৩. ওয়েস্ট ইন্ডিজ ৬২টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে ৩০০ রানের গণ্ডি টপকায়। তবে সেগুলির মধ্যে ২৩টি ম্যাচে পরাজিত হয় তারা।
৪. শ্রীলঙ্কা ৮৭টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে ৩০০ রানের গণ্ডি টপকায়। তবে সেগুলির মধ্যে ১৯টি ম্যাচে পরাজিত হয় তারা।
ভারত-ইংল্যান্ড দ্বিতীয় ওয়ান ডে ম্যাচের ফলাফল
কটকে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে ইংল্যান্ড। তারা ৪৯.৫ ওভারে ৩০৪ রানে অল-আউট হয়ে যায়। বেন ডাকেট ১০টি বাউন্ডারির সাহায্যে ৫৬ বলে ৬৫ রান করেন। পালটা ব্যাট করতে নেমে ভারত ৪৪.৩ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ৩০৮ রান তুলে ম্যাচ জিতে যায়। ১২টি চার ও ৭টি ছক্কার সাহায্য়ে ৯০ বলে ১১৯ রান করেন রোহিত শর্মা। দাপুটে শতরানের সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন রোহিত।