ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচ জিতে নিয়েছে টিম ইন্ডিয়া। ৪৩৪ রানে ম্যাচ নিজেদের ঝুলিতে তুলেছে রোহিত শর্মা ও তাঁর বাহিনী। ব্যাটিং হোক কী বোলিং, গোটা ম্যাচজুড়ে সব বিভাগেই এগিয়ে ছিল 'মেন ইন ব্লু'। যশস্বী জসওয়াল ও সরফরাজ খানের মতো তরুণ ব্যাটারদের মারমূখী ইনিংস থেকে শুরু করে রবীন্দ্র জাদেজার ফাইফার, সবকিছুই নজর কেড়েছে স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের। তবে সবচেয়ে বেশি আনন্দ দিয়েছিল দলের তারকা স্পিনার, তথা অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিনের ৫০০তম টেস্ট উইকেট নেওয়া।
কিন্তু ম্যাচ চলাকালীন, পারিবারিক কারণে অশ্বিন নিজেকে সরিয়ে নিয়েছিলেন এবং তারপর প্রশ্ন উঠতে শুরু করে নানা মহল থেকে। যদিও চতুর্থ দিনের খেলা চলাকালীন তিনি জানান যে তিনি দলের সঙ্গে যোগ দেবেন। তবে এবার এই প্রসঙ্গে ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে মুখ খুললেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা। তিনি সাংবাদিকদের জানালেন যে ম্যাচের মাঝে এই রকম পরিস্থিতি এলে দলকে রীতিমতো চাপে পড়তে হয়, তবে দিনের শেষে পরিবার সবার আগে।
রোহিত শর্মা বলেন, 'দেখুন ম্যাচ চলাকালীন যদি এমন পরিস্থিতি আসে এবং আপনার সবচেয়ে অভিজ্ঞ বোলারকে আপনার ছেড়ে দিতে হয়, তাহলে দল চাপে পড়ে। কিন্তু দিনের শেষে সবার আগে পরিবার এবং সেই কারণে ও যেটা ঠিক বুঝেছে ঠিক সেটাই করেছে। আমরা ওকে আটকাইনি।' পাশাপাশি, অশ্বিনের ফিরে আসা প্রসঙ্গে মুখ খোলেন রোহিত এবং দাবি করেন যে গোটা দল খুশি হয়েছে ওর ফেরত আশাতে। হিটম্যান বলেন, 'ও ফেরত এসেছে শুনে আমরা সকলেরই খুব খুশি হয়েছিলাম। তবে এর থেকে একটা জিনিস বোঝা গেল যে ও ক্রিকেটার হিসেবে কেমন। ওর কাছে সবার আগে হচ্ছে দল। ও নিজের সবটা দিয়ে দিতে বিশ্বাসী আমাদের জন্য। এটা আমাদের কাছে খুবই ভালো খবর যে ও ঠিক সময় দলে যোগ দিতে পেরেছে।'
প্রসঙ্গত, ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের চতুর্থ টেস্ট খেলা হবে ২৩ ফেব্রুয়ারি রাঁচিতে। এবার দেখার বিষয়, শেষ পর্যন্ত চতুর্থ টেস্টে টিম ইন্ডিয়া জিতে সিরিজ নিজেদের ঝুলিতে তুলে নিতে পারে কিনা। নাকি ব্যাজবল ক্রিকেটের সাহায্যে ঘুরে দাঁড়াতে সফল হবে ইংল্যান্ড? কি হবে সিরিজের পরবর্তী ম্যাচের ফলাফল? জানা যাবে আর কিছুদিনের মধ্যেই।