ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব মঙ্গলবার জানিয়েছেন যে, তাঁর ও হার্দিক পান্ডিয়ার মধ্যে দুর্দান্ত সম্পর্ক রয়েছে এবং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া এখনও দলের নেতৃত্ব টিমের (লিডারশিপ গ্রুপ) একটি গুরুত্বপূর্ণ অংশ। সূর্যকুমারের এই মন্তব্য আসে এমন একটা সময়, যখন ভারতীয় দলে সহ-অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে অক্ষর প্যাটেলকে। ২২ জানুয়ারি থেকে শুরু হতে চলা পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ডের বিরুদ্ধে সহ-অধিনায়ক থাকবেন অক্ষর প্যাটেল।
হার্দিক পান্ডিয়ার নেতৃত্ব না পাওয়া নিয়ে প্রশ্ন
২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের জয়ের পর অনেকেই আশা করেছিলেন যে, হার্দিক পান্ডিয়া ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক হবেন। কারণ, বিশ্বকাপের আগে রোহিত শর্মার অনুপস্থিতিতে বেশ কয়েকবার দলকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। কিন্তু বিশ্বকাপের পর রোহিত শর্মা টি-টোয়েন্টি থেকে অবসর নেন এবং ভারতীয় বোর্ড সূর্যকুমার যাদবের নাম নতুন অধিনায়ক হিসেবে ঘোষণা করে। তবে আশ্চর্যের বিষয় হল, হার্দিক পান্ডিয়াকে ভারত বনাম ইংল্যান্ডের সিরিজে সহ-অধিনায়কত্বও দেওয়া হয়নি।
এমনকি ওয়ানডে দলেও সহ-অধিনায়ক করা হয়েছে শুভমন গিলকে, যা অনেকের মধ্যে হার্দিক পান্ডিয়ার অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছে। তবে সূর্যকুমার এই বিষয়ে পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যে, তাঁর ও পান্ডিয়ার মধ্যে সম্পর্ক আগের মতোই ভালো রয়েছে। সূর্য বলেছেন, ‘২০১৮ সাল থেকে হার্দিকের সঙ্গে সম্পর্ক একই রকম।’
প্রথম টি-টোয়েন্টি ম্যাচের আগে কলকাতায় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সূর্যকুমার বলেন, ‘হার্দিক পান্ডিয়ার সঙ্গে আমার সম্পর্ক দারুণ। আমরা অনেক দিন ধরে একসঙ্গে খেলছি। আমি এখনও মনে করতে পারি, ২০১৮ সালে যখন আমি আবার মুম্বই ইন্ডিয়ান্সে ফিরে যাই, তখন থেকেই আমাদের সম্পর্ক আগের মতোই রয়ে গিয়েছে।’
আরও পড়ুন… ILT20 2025: শেফার্ড-পুরানের পাওয়ারের সামনে ফিকে রাসেলের লড়াই! নাইটদের হারাল ২৮ রানে হারাল MI
তিনি আরও যোগ করে বলেন, ‘এখন শুধু আমার কাঁধে বাড়তি দায়িত্ব এসেছে। তবে যখন আমরা আইপিএলে নিজেদের ফ্র্যাঞ্চাইজি দলে ফিরে যাব, তখন আমি কিছুটা চুপচাপ থাকতে পারব এবং বিশ্রাম নিতে পারব।’ সূর্যকুমার যাদব বলেন, ‘আমরা মাঠে খুব ভালো বন্ধু।’
সূর্যকুমার আরও বলেন, হার্দিক পান্ডিয়া মাঠে তাঁর খুব ভালো বন্ধু এবং লিডারশিপ গ্রুপের গুরুত্বপূর্ণ সদস্য। সূর্যকুমার যাদব বলেন, ‘আমরা দু'জনই মাঠে ভালো বন্ধু এবং আমরা জানি, ভারতীয় দলকে সামনে এগিয়ে নিয়ে যেতে আমাদের কী করতে হবে। অক্ষর প্যাটেলকে বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে, কারণ ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে সে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে এবং দীর্ঘদিন ধরে দলে রয়েছে।’ এরপরে সূর্যকুমার যাদব বলেন, ‘একইসঙ্গে হার্দিক পান্ডিয়াও নেতৃত্ব দলের একজন গুরুত্বপূর্ণ অংশ। আমরা যখন বসি, তখন সিদ্ধান্ত নিই যে দলকে কীভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। এমনকি মাঠেও সে সবসময় আমাদের পাশে থাকে।’
আরও পড়ুন… ভিডিয়ো: কোনও অনুশোচনা নেই: বিরাট কোহলির সঙ্গে কাঁধে কাঁধে ধাক্কার ঘটনা নিয়ে কী বললেন স্যাম কনস্টাস?
গৌতম গম্ভীরকে নিয়ে কী বললেন সূর্যকুমার যাদব-
সূর্যকুমার যাদব বলেন, ‘গৌতম গম্ভীরের অধীনে দল সঠিক পথে এগোচ্ছে।’ সূর্যকুমার যাদব দলের নতুন প্রধান কোচ গৌতম গম্ভীর-এর সঙ্গেও দারুণ সম্পর্ক উপভোগ করছেন বলে জানান। তাঁর মতে, গম্ভীরের অধীনে ভারতীয় টি-টোয়েন্টি দল ‘সঠিক পথে’ এগোচ্ছে। গৌতম গম্ভীরকে নিয়ে সূর্যকুমার যাদব বলেন, ‘আমি চার বছর ধরে গম্ভীরের অধীনে খেলেছি, তাই জানি, তিনি কীভাবে কাজ করেন। এমনকি তাঁর সঙ্গে বেশি কথা না বলেও আমরা বুঝতে পারি, আমাদের কী করতে হবে। দক্ষিণ আফ্রিকা সফরে তিনি ছিলেন না, কারণ তিনি টেস্ট দলের সঙ্গে প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু তাঁর অধীনে আমরা সঠিক পথে এগোচ্ছি।’ সূর্য আরও বলেন, ‘গম্ভীর খেলোয়াড়দের স্বাধীনতা দেন, সকলকে নিজেকে প্রকাশ করতে দেন। তিনি সবকিছু সহজ রাখেন, খেলোয়াড়দের মনের অবস্থা বুঝতে পারেন এবং ড্রেসিংরুমের পরিবেশ হালকা রাখেন।’