সাম্প্রতিক রোহিত শর্মার খারাপ ফর্ম নিয়ে নিজের বিশ্লেষণ শেয়ার করেছেন ভারতীয় দলের প্রাক্তন ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার। এবং তিনি রোহিত শর্মাকে চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-র আগে ফর্ম ফিরে পাওয়ার উপায় বলে দিয়েছেন। কীভাবে নিজের ছন্দ ফিরে পেতে পারেন রোহিত? সে বিষয়ে বিশেষ পরামর্শ দিয়েছেন সঞ্জয় বাঙ্গার।
রোহিত শর্মার জন্য এটি ছিল কঠিন একটি লাল বলের মরশুম। এই সময়ে তিনি নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টানা দুই সিরিজেই ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন তিনি। নিজের ফর্ম ফিরে পেতে রোহিত শর্মা প্রথম শ্রেণির ক্রিকেটেও ফিরেছিলেন, কিন্তু সেখানেও ভালো করতে পারেননি, দুই ইনিংসে মাত্র ৩ ও ২৮ রান করেছিলেন।
আরও পড়ুন … IND vs ENG: সাদা বলের ক্রিকেটে অনেকটা পিছিয়ে পড়েছে ইংল্যান্ড: নাসের হুসেনের চিন্তায় বাটলারদের পারফরমেন্স
খারাপ ফর্মের সঙ্গে লড়াই করছেন রোহিত শর্মা-
ওয়ানডে সিরিজেও ভারতীয় ক্যাপ্টেনের ব্যাট হাতে লড়াই চলছে। প্রথম ম্যাচে মাত্র ২ রানে আউট হয়েছিলেন তিনি। যা তাঁর টেস্ট সিরিজের বাজে পারফরম্যান্সকেই প্রতিফলিত করে। সাকিব মাহমুদের একটি বলে ভুল টাইমিংয়ে শট খেলেন, যা মিডউইকেটে সহজ ক্যাচে পরিণত হয়। সাম্প্রতিক ১৬ ইনিংসে তিনি মাত্র ১৬৬ রান করেছিলেন, যা তাঁর ফর্মহীনতার প্রমাণ।
সঞ্জয় বাঙ্গার, যিনি ভারতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে রোহিত শর্মার সঙ্গে কাজ করেছেন, মনে করেন এই কঠিন সময়ে রোহিত শর্মার অতিরিক্ত অনুশীলন না করে নিজের সাফল্যের সময়গুলোর ভিডিয়ো দেখে আত্মবিশ্লেষণ করা উচিত।
আরও পড়ুন … Ranji Trophy: কেরলের নীধীশের শিকার পাঁচ উইকেট! প্রথম দিনে জম্মু ও কাশ্মীর তুলল ২২৮/৮
কেরিয়ারে একটা সময় এমন আসে- সঞ্জয় বাঙ্গার
স্টার স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে সঞ্জয় বাঙ্গার বলেন, ‘কেরিয়ারের এমন একটা পর্যায়ে আসে, এই সময়ে সে রান পাচ্ছে না। কখনও কখনও বেশি অনুশীলন করাও উপকারী হয় না। তার উচিত কিছুটা একা সময় কাটানো এবং সেই সময়ের ভিডিয়ো দেখা, যখন সে প্রচুর সাফল্য উপভোগ করেছিল। দেখে বোঝার চেষ্টা করা উচিত, সেই সময়ে তার অভ্যাস ও রুটিন কেমন ছিল।’
‘রোহিত শর্মার উচিত অতিরিক্ত মরিয়া না হওয়া’ সঞ্জয় বাঙ্গার
ভারতীয় অধিনায়ক বিশ্বকাপের আগে দুই ওয়ানডে ম্যাচের মধ্য দিয়ে নিজের আত্মবিশ্বাস ফিরে পাওয়ার চাপে রয়েছেন। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সঠিক মানসিক অবস্থায় আসাটা তাঁর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ভারতের সব ম্যাচই হবে দুবাইতে। ২৩ ফেব্রুয়ারি ভারত ও পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হবে।
রোহিত শর্মাদের প্রাক্তন ব্যাটিং কোচ মনে করেন, এটা রোহিতের জন্য খুব বেশি মরিয়া হয়ে ওঠার সময় নয়। বরং তাঁর উচিত নিজেকে মনে করিয়ে দেওয়া যে কোন কৌশল তাঁকে এতদিন সাফল্য এনে দিয়েছিল। সঞ্জয় বাঙ্গার বলেন, ‘কখনও কখনও এই সমস্ত বিষয়ই ছন্দ ফিরে পেতে সাহায্য করে। আপনাকে মনে করিয়ে দিতে হবে, কোন বিষয়গুলো আপনার জন্য কার্যকর ছিল। তার চিন্তায় খুব বেশি মরিয়া হয়ে ওঠা উচিত নয়।’