অস্ট্রেলিয়ার কাছে সিডনি টেস্টে হার দিয়ে নতুন বছর শুরু করেছে ভারতীয় ক্রিকেট দল। এবার ভারতের সামনে অপেক্ষা করে রয়েছে পরপর সীমিত ওভারের সিরিজ। টিম ইন্ডিয়া পরবর্তী আন্তর্জাতিক সিরিজ খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে।
ঘরের মাঠে ব্রিটিশদের বিরুদ্ধে প্রথমে ৫ ম্যাচের টি-২০ সিরিজের লড়াইয়ে নামবে টিম ইন্ডিয়া। পরে ৩ ম্যাচের ওয়ান ডে সিরিজে সম্মুখসমরে নামবে ভারতীয় দল। ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে প্রস্তুতি সেরে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির বৃত্তে ঢুকে পড়বেন রোহিত শর্মারা। সুতরাং, চ্যাম্পিয়ন্স ট্রফির যথাযথ কম্বিনেশন নির্ধারণের জন্যই ইংল্যান্ডের বিরুদ্ধে ২টি সীমিত ওভারের সিরিজ গুরুত্বপূর্ণ ভারতের কাছে।
ভারত-ইংল্যান্ড টি-২০ সিরিজ শুরু হবে ২২ জানুয়ারি। সিরিজের প্রথম ম্যাচ খেলা হবে কলকাতার ইডেন গার্ডেন্সে। সিরিজের পরবর্তী ৪টি টি-২০ ম্যাচ খেলা হবে যথাক্রমে চেন্নাই, রাজকোট, পুণে ও মুম্বইয়ে। ব্রিটিশদের বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচ খেলা হবে ৬ ফেব্রুয়ারি। ম্যাচটি খেলা হবে নাগপুরে। ওয়ান ডে সিরিজের পরবর্তী ২টি ম্যাচ খেলা হবে যথাক্রমে কটক ও আমদাবাদে।
টি-২০ ম্যাচগুলি শুরু হবে ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যা ৭টা থেকে। টস অনুষ্ঠিত হবে ৬টা ৩০ মিনিটে। ওয়ান ডে সিরিজের ম্যাচগুলি শুরু হবে দুপুর ১টা ৩০ মিনিট থেকে। টস অনুষ্ঠিত হবে দুপুর ১টায়।
ভারত বনাম ইংল্যান্ড টি-২০ সিরিজের সূচি
১. প্রথম টি-২০: ২২ জানুয়ারি (কলকাতা, সন্ধ্যা ৭টা)।
২. দ্বিতীয় টি-২০: ২৫ জানুয়ারি (চেন্নাই, সন্ধ্যা ৭টা)।
৩. তৃতীয় টি-২০: ২৮ জানুয়ারি (রাজকোট, সন্ধ্যা ৭টা)।
৪. চতুর্থ টি-২০: ৩১ জানুয়ারি (পুণে, সন্ধ্যা ৭টা)।
৫. পঞ্চম টি-২০: ২ ফব্রুয়ারি (মুম্বই, সন্ধ্যা ৭টা)।
ভারত বনাম ইংল্যান্ড ওয়ান ডে সিরিজের সূচি
১. প্রথম ওয়ান ডে: ৬ ফেব্রুয়ারি (নাগপুর, দুপুর ১টা ৩০ মিনিট)।
২. দ্বিতীয় ওয়ান ডে: ৯ ফেব্রুয়ারি (কটক, দুপুর ১টা ৩০ মিনিট)।
৩. তৃতীয় ওয়ান ডে: ১২ ফেব্রুয়ারি (আমদাবাদ, দুপুর ১টা ৩০ মিনিট)।
কোন চ্যানেলে ও অনলাইনে কোথায় খেলা দেখা যাবে
ভারত-ইংল্যান্ড টি-২০ ও ওয়ান ডে সিরিজের ম্যাচগুলি টেলিভিশনে দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। ম্যাচগুলির লাইভ স্ট্রিমিংয়ের দায়িত্ব থাকছে ডিজনি প্লাস হটস্টারের হাতে। ভারতের মাটিতে সিরিজ ২টি অনুষ্ঠিত হলেও জিও সিনেমায় দেখা যাবে না খেলা। আসলে রিলায়েন্স ও ডিজনির সংযুক্তিকরণের পরে ডিজনি প্লাস হটস্টারেই খেলা দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।