বাংলা নিউজ > ক্রিকেট > IND vs ENG: প্রেসিডেনসিয়াল স্যুট থেকে গুজরাটি-কাথিয়াওয়াড়ি খাবার, রাজকোটে রোহিতদের জামাই আদর

IND vs ENG: প্রেসিডেনসিয়াল স্যুট থেকে গুজরাটি-কাথিয়াওয়াড়ি খাবার, রাজকোটে রোহিতদের জামাই আদর

অনুশীলনে রোহিত শর্মা, রাহুল দ্রাবিড়রা। ছবি-এএনআই (ANI)

প্রথম টেস্টে হারের পর অবশেষে ঘুরে দাঁড়িয়েছে ভারত। কয়েক দিনের ছুটি কাটিয়ে ফের অনুশীলনে ফিরেছেন রোহিতরা। তবে এই ম্যাচের আগে রোহিতদের দেওয়া হচ্ছে জামাই আদর।

শুভব্রত মুখার্জি:- ভারতীয় সিনিয়র ক্রিকেট দল যেখানেই খেলুক না কেন তাদের জন্য থাকে এলাহি আয়োজন। দেশ হোক কিংবা বিদেশের মাটিতে তাদের জন্য আয়োজনের কোন ত্রুটি থাকে না। খাবার থেকে হোটেলের ঘর আয়োজন বা খাতিরদারিতে কোনও কমতি যেন না হয় সেদিকে সবসময় নজর রাখে বিশ্বের সবথেকে ধনী ক্রিকেট বোর্ড ভারতীয় ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিসিআই। আর সেকথা মাথাতে রেখেই রোহিতদের জন্য রাজকীয় আয়োজন করা হয়েছে রাজকোটে। কি নেই তাতে? প্রেসিডেনসিয়াল স্যুট থেকে গুজরাটি-কাথিয়াওয়াড়ি খাবার কোনও কিছুর কমতি নেই। কি রয়েছে সেই মেন্যুতে? আসুন জেনে নেওয়া যাক।

রোহিতদের জন্য থাকছে স্পেশাল গুজরাটি ও কাথিওয়াড়ি খাবার। মূলত ভেজ খাবার থাকছে। জলখাবারে থাকছে ফাপড়া, খমন, ধোকলা, জিলিপি,খাখরা, গাঠিয়া, থেপলা। পাশাপাশি থাকবে একাধিক ফলের জুস। এছাড়াও থাকছে চা এবং কফির ব্যবস্থা। সঙ্গে থাকছে দেশি কুকিজ। লাঞ্চ এবং ডিনারে রাখা হচ্ছে দই তিকারি, খিচুড়িকাড়ি, বাজরার তৈরি রুটি। পাশাপাশি থাকবে একাধিক কাথিওয়াড়ি খাবার। রাজকোটে রোহিতদের হোটেলের ডিরেক্টর জানিয়েছেন, 'ভারতীয় ক্রিকেটাররা কাথিওয়াড়ি খাবার পছন্দ করেন। ইংল্যান্ডের জন্য থাকছে তাদের ব্যক্তিগত শেফের বানানো খাবার। পেটের সমস্যা এড়াতেই ইসিবির এই সিদ্ধান্ত।

আপাতত ভারত এবং ইংল্যান্ড সিরিজের ফল ১-১ রয়েছে। ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে তৃতীয় টেস্ট। রাজকোটের সায়াজি হোটেলে থাকছে দুই দল। ১১-১৯ ফেব্রুয়ারি অবধি এই হোটেলেই থাকবে তারা। রাজকোটের সায়াজি হোটেলের ডিরেক্টর আজতককে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন ভারতীয় ক্রিকেটাররা যে সফরেই যান সেখানে হোটেলে ওয়েস্টার্ন থিমের ঘর থাকে। এবার রাজকোটের ওই হোটেলকে সৌরাষ্ট্রের রাজকীয় সংস্কৃতির ছোঁয়ায় সাজানো হয়েছে। এই ম্যাচকে ঘিরে উন্মাদনা শিখরে পৌঁছেছে সৌরাষ্ট্রের ক্রীড় প্রেমীদের।

উল্লেখ্য, দ্বিতীয় টেস্টে প্রথমে ব্যাট করে টিম ইন্ডিয়া তোলে ৩৯৬ রান। ওপেনার যশস্বী জসওয়াল করেন ২০৯। জবাবে লিড নেওয়ার লক্ষ্যে নেমে ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয় ২৫৩ রানে। দলের হয়ে জ্যাক ক্রলি করেন সর্বোচ্চ ৭৬ রান। ভারতীয় বোলারদের মধ্যে ৬টি উইকেট তোলেন জাস্প্রীত বুমরাহ। ১৪৩ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারত অলআউট হয়ে যায় ২৫৫ রানে। শুভমন গিল করেন ১০৪। ৩৯৯ রানের মতো বড় লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে বেন স্টোকসরা নিজেদের সবকটি উইকেট হারান ২৯২ রানে। এবারও বল হাতে দাপট দেখান জসপ্রীত বুমরাহ। তিনি নেন তিনটি উইকেট। এছাড়া রবিচন্দ্রন অশ্বিনও নেন তিনটি উইকেট। ম্যাচের সেরা ঘোষণা করা হয় বুমরাহকে।

Haryana and JNK Election Haryana and JNK Election
ক্রিকেট খবর

Latest News

কোজাগরী পূর্ণিমা ২০২৪-এর রাতে কখন চাঁদের আলোয় পায়েস রাখা শুভ? দেখে নিন সময় বোস রেস্ট নেওয়ায় অপেক্ষা করি, দাবি ডাক্তারদের, 'নিজেই শ্লীলতাহানিতে…', তোপ TMC-র আসানসোলের পুজো কার্নিভালে নাচলেন ঋতুপর্ণা ‘অহেতুক উত্তেজনা সৃষ্টি’, করোনা টিকার বিরুদ্ধে অভিযোগ নিয়ে মত সুপ্রিম কোর্টের ৫৭-তে থামল হাসি! ক্যানসার কাড়ল প্রাণ, প্রয়াত অভিনেতা অতুল পারচুরে আরজি কর নিয়ে বিচার চেয়ে কটাক্ষের মুখে পড়েন,এবার পুজো কার্নিভালে নাচলেন ঋতুপর্ণা প্রচুর বিল করেছে বেসরকারি হাসপাতাল, তুমুল ভাঙচুর মুকুন্দপুরে, হেনস্থা চিকিৎসককেও দুঃখের সময় পাশে থেকেছেন, সঞ্জু সাফল্য পেতেই সংবর্ধনা জানাতে হাজির শশী থারুর আগামিকাল কেমন কাটবে? ভাগ্যের সাহায্য পাবেন কারা? জানুন ১৫ অক্টোবরের রাশিফল অনেক বাড়াবাড়ি হয়েছে! কানাডায় ‘অ্যাকশন’ ভারতের, আরও কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.