ইংল্যান্ড গত তিন সপ্তাহ ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে জনপ্রিয় তিন পর্যটন গন্তব্য- বার্বাডোজ, অ্যান্টিগা এবং সেন্ট লুসিয়ায় ম্যাচ খেললেও, গায়ানায় এখনও ২০২৪ টি২০ বিশ্বকাপের কোনও ম্যাচ খেলেনি। তবে বৃহস্পতিবার গায়ানার জর্জটাউনে তারা এবার ২০ ওভারের সেমিফাইনালে ভারতের মুুখোমুখি হবে। এমন কী ক্রিস জর্ডন ছাড়া ইংল্যান্ডের কোনও প্লেয়ারের এই স্টেডিয়ামে খেলার কোনও অভিজ্ঞতা নেই। জর্ডন পাঁচ বছর আগে সিপিএল-র ম্যাচ এখানে খেলেছিলেন।
ভারতকে বেশি সুবিধে দেওয়ার দাবি
ভারত যদি সেমিফাইনালে ওঠে, তারা শেষ চারের দ্বিতীয় ম্যাচটি যে খেলবে, তা আগে থেকেই ঠিক ছিল। কারণ এটি মোটামুটি ভাবে বাজার ধরারই একটি প্রক্রিয়া ছিল আইসিসি-র। এবং এই কারণেই এই বিশ্বকাপে রোহিত শর্মাদের প্রতিটি খেলা স্থানীয় সময় সকাল সাড়ে দশটায় শুরু হয়েছে, যা ভারতের টেলিভিশন দর্শকদের জন্য একটি প্রাইমটাইম। অর্থাৎ ভারতীয় সময়ে রাত ৮টা নাগাদ খেলা শুরু হয়েছে।
আরও পড়ুন: T20 WC-এর নকআউটে বিরাটের পরিসংখ্যান ঘুম উড়িয়ে দেওয়ার মতো, মোটেও স্বস্তিতে থাকবে না ইংরেজরা
তবে এখানেই খেলাধুলার অখণ্ডতা নিয়ে প্রশ্ন উঠেছে। ইংল্যান্ড গত ৪৮ ঘণ্টায় এই ভেন্যু সম্পর্কে আরও জানার চেষ্টা করেছেন। তাদের পরামর্শদাতা কোচ কায়রন পোলার্ডের উপর অনেকটা নির্ভর করেছে। তবে বিপরীতে ভারত কয়েক মাস ধরে জানে যে, তারা সেমিতে উঠলে, গায়ানায় খেলবে। রোহিত শর্মা অবশ্য দাবি করেছেন, ‘আমি এটিকে সুবিধে হিসেবে দেখছি না। ক্রিকেট ম্যাচ জেতার জন্য ভালো ক্রিকেট খেলতে হবে, আমি এটাকে এভাবেই দেখি।’
আরও পড়ুন: 2024 T20 World Cup-এ সবচেয়ে বেশি ক্যাচ ফেলেছে অস্ট্রেলিয়া, লজ্জার নজিরে শীর্ষে ক্যাপ্টেন মার্শ
রিজার্ভ ডে না রাখা নিয়ে প্রশ্ন
বিপরীতে, ইংল্যান্ডের কোচ ম্যাথিউ মট বিশ্বাস করেন যে, টিম ইন্ডিয়ার ক্ষেত্রে পূর্বনির্ধারিত ভেন্যু হওয়ার কারণে রোহিতরা বাড়তি সুবিধে পেতে পারেন। বুধবার ইংল্যান্ডে প্রশিক্ষণের আগে ইএসপিএনক্রিকইনফো-কে মট বলেছেন, ‘আমরা শুরু থেকেই এটি সম্পর্কে সব জানতাম, এবং এই সিদ্ধান্ত, সত্যি কথা বলতে, আমি মনে করি, এটি ওদের জন্য বড় সুবিধা হতে পারে।’
আরও পড়ুন: ছক্কা হাঁকিয়ে নিজের ১৪ বছর আগের রেকর্ড ছুঁলেন রোহিত, ICC T20 WC-এ গড়লেন বাউন্ডারি মারার নজিরও
গায়ানায় দ্বিতীয় সেমিফাইনালে কোনও রিজার্ভ ডে নেই। সেটা নিয়েও প্রশ্ন তুলেছে ইংল্যান্ড। খেলা হবে স্থানীয় সময় অনুযায়ী ২৭ জুন সকাল ১০টা ৩০ মিনিটে। ভারতীয় সময় অনুযায়ী হিসেব করলে সেই ম্যাচ শুরু হবে ২৭ জুন রাত ৮টা ৩০ মিনিটে। যদি এই ম্যাচের রিজার্ভ ডে রাখা হতো, তাহলে সেটি আয়োজিত হতো স্থানীয় সময় অনুযায়ী ২৮ জুন সকাল ১০টা ৩০ মিনিটে। অর্থাৎ, ভারতীয় সময় অনুযায়ী খেলা শুরু হতো সেদিন রাত ৮টা ৩০ মিনিটে। রিজার্ভ ডে-তে গড়ালে, এই ম্যাচে যে দল জিতবে, তাদের ২৯ তারিখ ব্রিজটাউনে পৌঁছেই ফাইনালে মাঠে নেমে পড়তে হবে। যে কারণে রিজার্ভ ডে রাখা হয়নি।
বৃষ্টিে ম্যাচ ভেস্তে গেল ভারত ফাইনালে যাবে। ইংল্যান্ড ছিটকে যাবে। কারণ ভারত সেরা আটের লড়াইয়ে গ্রুপ-ওয়ানের শীর্ষ দল, আর ইংল্যান্ড গ্রুপ টু-র দ্বিতীয় দল। মট বলেছেন, ‘এই বিষয়টি আমরা টুর্নামেন্টের শুরু থেকেই জেনেছি, তাই এখন এটি নিয়ে কান্নাকাটি করে খুব লাভ হবে না। একটি রিজার্ভ ডে থাকলে ভালো হত। কারণ আবহাওয়া দিনে দিনে পরিবর্তিত হচ্ছে। এই বিষয়টি নিয়ে আইসিসিকে ভবিষ্যতে ভাবতে হবে।’