ভারতীয় দল ২২ জানুয়ারি ইডেন গার্ডেন্সে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলতে কলকাতায় রয়েছে। আর কলকাতা থেকেই শুরু হয়ে গেল ভারতীয় ক্রিকেট দলের জন্য নির্ধারিত ১০ দফা নীতিমালার বাস্তবায়ন। যার প্রথম পদক্ষেপ হিসেবে বিসিসিআই ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলকে (সিএবি) জানিয়ে দিয়েছে যে কোনও খেলোয়াড়ের জন্য আলাদা যানবাহনের ব্যবস্থা করা যাবে না। বলা হয়েছে সকল ক্রিকেটারকে দলীয় বাসেই যাতায়াত করতে হবে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে ১-৩ ব্যবধানে হারের পর বিসিসিআই ১০ দফা মানদণ্ড (SOP) চালু করেছে। বিধি অনুযায়ী, ‘সব খেলোয়াড়কে নির্ধারিত অনুশীলন সেশনের সম্পূর্ণ সময় উপস্থিত থাকতে হবে এবং দলীয় বাসে যাতায়াত করতে হবে। এই নিয়ম দলীয় অঙ্গীকার ও কঠোর পরিশ্রমের মানসিকতা নিশ্চিত করবে।’
আরও পড়ুন… IND vs ENG: টি-টোয়েন্টি সিরিজের উদ্বোধনী ম্যাচের জন্য কলকাতায় পৌঁছে গিয়েছে সূর্য-রবি-তিলকরা
ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা কয়েকটি শর্ত নিয়ে আপত্তি প্রকাশ করেছেন, তবে বোঝা যাচ্ছে যে বিসিসিআই ইতোমধ্যে ১০ দফার অন্তত একটি নিয়ম কার্যকর করেছে। বিসিসিআই ভারত বনাম ইংল্যান্ড সিরিজের আয়োজক সব রাজ্য ক্রিকেট সংস্থার কাছে নতুন নীতিমালা পাঠিয়েছে, যার মধ্যে সিএবিও রয়েছে।
সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যয় নিশ্চিত করেছেন যে তারা বিসিসিআইয়ের নীতিমালার সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করছে। পিটিআইকে স্নেহাশিস গঙ্গোপাধ্যায় জানান ‘বিসিসিআইয়ের ১০ দফা নির্দেশনা মেনে আমরা ভারতীয় দলের জন্য কোনও আলাদা পরিবহনের ব্যবস্থা করিনি।’ তিনি আরও বলেন, ‘শুধু দলীয় বাসের ব্যবস্থাই করা হয়েছে। খেলোয়াড়দের জন্য ব্যক্তিগত গাড়ির অনুমতি নেই। বিসিসিআইয়ের নির্দেশনায় স্পষ্টভাবে বলা হয়েছে যে সব খেলোয়াড়কে দলীয় বাসেই যাতায়াত করতে হবে।’
আরও পড়ুন… ক্রিকেটারদের মধ্যে বন্ডিং ছিল না, পরিবার নিয়ে আলাদা হোটেলে থাকত… এই কারণে কড়া সিদ্ধান্ত নিল BCCI
আগে, কিছু সিনিয়র ক্রিকেটার স্টেডিয়ামে যাতায়াতের জন্য ব্যক্তিগত গাড়ি ব্যবহার করতেন, যা বিসিসিআইয়ের অপারেশন টিম সংশ্লিষ্ট রাজ্য সংস্থার সহায়তায় ব্যবস্থা করত। এমনকি অস্ট্রেলিয়া সফরেও দুজন তারকা ক্রিকেটার তাদের পরিবারের সঙ্গে আলাদা গাড়িতে ভ্রমণ করেছিলেন।
তবে নতুন নিয়ম কার্যকর হওয়ার পর প্রথমবার ভারতীয় দল ইডেন গার্ডেন্সে একসঙ্গে দলীয় বাসে এসে পৌঁছেছে, যেখানে আগে কিছু খেলোয়াড় বা সাপোর্ট স্টাফ ব্যক্তিগত যান ব্যবহার করতেন।
প্রথমে দলীয় বাস থেকে নামেন প্রধান কোচ গৌতম গম্ভীর, এরপর সাপোর্ট স্টাফ এবং খেলোয়াড়রা, যার মধ্যে ছিলেন অধিনায়ক সূর্যকুমার যাদব ও অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া।
আরও পড়ুন… আমি যদি সঞ্জু হতাম…. Champions Trophy 2025-র জন্য ভারতীয় দল দেখে অবাক ইরফান পাঠান
প্রধান সাপোর্ট স্টাফের ব্যক্তিগত সহকারী আলাদা হোটেলে
একজন গুরুত্বপূর্ণ সাপোর্ট স্টাফের ব্যক্তিগত সহকারীকে দলীয় হোটেলে থাকার অনুমতি দেওয়া হয়েছিল, যিনি জাতীয় নির্বাচকদের জন্য নির্ধারিত হসপিটালিটি বক্সেও প্রবেশের সুযোগ পেয়েছিলেন। এই ব্যক্তিকে অস্ট্রেলিয়া সফরের সময় নির্বাচকদের গাড়িতে ভ্রমণ করতেও দেখা গিয়েছিল। বিসিসিআই এখন এই নিয়ম কঠোরভাবে প্রয়োগ করছে এবং খেলোয়াড় বা সাপোর্ট স্টাফদের ব্যক্তিগত ম্যানেজার বা সহকারীদের দলীয় হোটেলে থাকার অনুমতি বাতিল করেছে।