ফের ব্যর্থ হয়েছেন বিরাট কোহলি। আর বৃহস্পতিবার গায়ানায় টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৯ বলে ৯ করেই সাজঘরে ফিরে গিয়েছেন তিনি। আইসিসি-র নকআউটের ম্যাচে কোহলির এটি বিরল ব্যর্থতা। স্বাভাবিক ভাবে এদিন আউট হয়ে মারাত্মক হতাশ হয়ে পড়েছিলেন বিরাট। তাঁকে মুষড়ে পড়তে দেখে এগিয়ে আসেন ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড়। তিনি বিরাটকে সান্ত্বনা দেন।
আরও পড়ুন: অতীতে T20 World Cup-এর সেমি মানেই বাধা ছিল হাফসেঞ্চুরি, প্রথম বার মাত্র ৯ করে ফিরলেন কোহলি
কোহলির ব্যর্থতা চলছেই
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে কোহলির পারফরম্যান্স সত্যিই হতাশার। এখনও পর্যন্ত এই টুর্নামেন্টে সাত ইনিংসে কোহলি ১০.৭১ গড়ে মাত্র ৭৫ রান করেছেন। যা কোহলির জন্য অত্যন্ত লজ্জার পরিসংখ্যান। এদিন কোহলি ম্যাচের তৃতীয় ওভারের দ্বিতীয় বলে রিস টপলিকে ছক্কা হাঁকান। পরের বলে রান হয়নি। চতুর্থ ডেলিভারিতে বোল্ড হন কোহলি। বাঁ-হাতি পেসারের লেন্থ বলে স্টাম্প উড়ে যায় বিরাটের। এটি এবারের বিশ্বকাপে কোহলির পঞ্চম একক অঙ্কের স্কোর। তিনি আয়ারল্যান্ডের বিপক্ষে ১, পাকিস্তানের বিপক্ষে ৪ এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার বিপক্ষে দু'টি ডাক করেছিলেন।
দ্রাবিড়ের সান্ত্বনা
কোহলি আউট হয়ে ড্রেসিংরুমে ফিরে যাওয়ার পর মনমরা হয়ে বসেছিলেন। কারও সঙ্গে কথা বলছিলেন না। তাঁর পাশে বসেছিলেন জসপ্রীত বুমরাহ এবং রবীন্দ্র জাদেজা। তাঁরাও উপলব্ধি করছিলেন বিরাটের কতটা মন খারাপ। সেই সময়ে রাহুল দ্রাবিড় এগিয়ে আসেন বিরাটের কাছে। তিনি কোহলিকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। তিনি প্রাক্তন ভারত অধিনায়কের হাঁটুতে হাত রেখে তাঁকে সান্ত্বনা দেন। দ্রাবিড়কে কিছু বলতেও দেখা যায়। কোহলিকে ভরসা জোগান মিস্টার ডিপেন্ডেহ। বিরাটকে দেখে মনে হচ্ছিল, যেন সদ্য কোনও প্রিয়জনকে হারিয়েছে।
আগে কখনও টি২০ বিশ্বকাপের সেমিতে ৫০-এর কম করেননি বিরাট
২০১৪ সালে ২০ ওভারে বিশ্বকাপের সেমিফাইনালে কোহলি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৪৪ বলে অপরাজিত ৭২ রান করেছিলেন। এবং তাঁর দুর্দান্ত পারফরম্যান্সের হাত ধরে ভারত ম্যাচ জিতেছিল। দুই বছর পর, ২০১৬ সালে, তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেমিতে ৪৭ বলে অপরাজিত ৮৯ রানের বিস্ফোরক ইনিংসে খেলেছিলেন। যদিও সেই ম্যাচে ভারত হেরেছিল। ইংল্যান্ডের বিরুদ্ধে ২০২২ সালের সেমিফাইনালে আবার কোহলি ৪০ বলে ৫০ রান করেছিলেন। তবে তাঁর প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল। ভারত ম্যাচটি ১০ উইকেটে লজ্জাজনক ভাবে হেরেছিল। তবে এবার ২০ ওভারে বিশ্বকাপের সেমি থেকে কোহলি ঘুরে দাঁড়াবে, এমনটা আশা করা হয়েছিল। কিন্তু তিনি এদিন কিছুই করে উঠতে পারলেন না।