শুভব্রত মুখার্জি:- রাঁচিতে ভারত বনাম ইংল্যান্ডের চলতি চতুর্থ টেস্ট এই মুহূর্তে একেবারে টানটান উত্তেজনাময় জায়গায় দাঁড়িয়ে। ভারতের হাতে রয়েছে ৭ টি উইকেট। তাদের জয়ের জন্য চাই ৭৭ রান। পিচে বল ঘুরছে তো বটেই। পাশাপাশি মাঝে মাঝে বেশ নীচু হয়েও ব্যাটে আসছে। রবিবার সকালেই যে ভারত তাদের প্রথম ইনিংস শেষ করার পরেই যে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং শুরু হয়ে করবে, তা হয়তো অতি বড় ভারতীয় ক্রিকেটের ভক্তও ভাবেননি। তবে সবটাই সম্ভব হয়েছে ভারতীয় বোলারদের বলা ভালো স্পিনারদের দাপটে। রাঁচিতে বেন স্টোকসদের দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে বল করতে নেমে দুরন্ত ফর্মে ছিলেন অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। একাই নিয়েছেন পাঁচটি উইকেট। আর দিনের শেষে নিজের হাঁটুর অবস্থা নিয়ে দিয়েছেন বড় আপডেট।
আরও পড়ুন… IND vs ENG: ছক্কা মারতেই বদলে গেল চেনা ছবি! মেজাজ গরম করলেন অ্যান্ডারসন, জবাব দিলেন রোহিত
তৃতীয় দিনের খেলা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অশ্বিন জানিয়েছেন তিনি হাঁটুর সমস্যায় ভুগছেন। যা নিঃসন্দেহে চিন্তার ভাঁজ বাড়িয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের। লাল বলের ক্রিকেটে অর্থাৎ টেস্টে ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য তিনি। এবার হাঁটুর চোটের কারণে যদি কোন কারণে তিনি ছিটকে যান তাহলে সমস্যা বাড়তে পারে ভারতের। ধর্মশালায় সিরিজের পঞ্চম টেস্টের আগে অশ্বিনের কথায় চিন্তা বেড়েছে ভক্তদেরও। রবিবার এক নয়া নজিরও গড়েছেন রবিচন্দ্রন অশ্বিন। ভারতের মাটিতে ভারতীয় বোলারদের মধ্যে সর্বাধিক উইকেট নেওয়ার নজির গড়েছেন তিনি। রাঁচিতে কিংবদন্তি স্পিনার অনিল কুম্বলের উপস্থিতিতেই টপকে গিয়েছেন তাঁকে।
আরও পড়ুন… IND vs ENG 4th Test: জুরেল তো পরবর্তী ধোনি! গাভাসকরের প্রশংসায় কী বলছেন ভারতের নয়া তারকা
রাঁচিতে তৃতীয় দিনের খেলা শেষে অশ্বিন জানিয়েছেন, ‘আমি ঠিক জানি না কী কারণে তবে আমার হাঁটুতে অল্পবিস্তর সমস্যা হচ্ছে। আমার হাঁটু ১০-১২ বল করার পর সমস্যা হচ্ছে। আমি বল করার আগে যদিও ওয়ার্ম আপ করে নিচ্ছি। তবে কেন জানি না এই সমস্যাটা হচ্ছে। তাই আমাকে হাঁটুর দিকে একটু খেয়াল রাখতেই হচ্ছে আলাদা করে।’ এরপর রাঁচি টেস্টে ক্যারাম বল করা নিয়ে অশ্বিনের মত, ‘একবার আমি সঠিক লাইন এবং লেন্থ পেয়ে যাওয়ার পরপরেই আমি এই ক্যারাম বল করাটা শুরু করি। কারণ আমি অতিরিক্ত রান দিতে চাইনি। কারণ টেস্ট ম্যাচ যে অবস্থায় ছিল তাতে এক একটা রান খুব গুরুত্বপূর্ণ। তার উপর এই উইকেটে আমরা রান তাড়া করছি। ফলে আমি আরও বেশি সাবধান হয়ে খেলছিলাম। কারণ এক একটা অতিরিক্ত রান তাড়া করা মানে প্রতিপক্ষকে বোনাস উপহার দেওয়া। রবিবার রাঁচিতে আমাদের গোটা বোলিং ইউনিট দুরন্ত বল করেছে। তাদের আসল চরিত্রটা দেখিয়ে দিয়েছে। আমি মনে করি কুলদীপ দুরন্ত বোলিং করেছে। ওঁর বিষয়ে আমার সবথেকে বেশি যেটা ভালো লাগছে তা হল, ও নিজের রান আপ নিয়ে কাজ করেছে। আমরা সকলেই জানি ও কতটা স্কিলফুল বোলার। আজ ফের একবার সেটা ও দেখিয়ে দিয়েছে।’