নাগপুরে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে হাঁটুর চোটের জন্য মাঠে নামতে পারেননি বিরাট কোহলি। যদিও বিরাটের অনুপস্থিতি টের পেতে দেননি শুভমন গিল, শ্রেয়স আইয়াররা। বিশেষ করে শ্রেয়স আইয়ার বেশ কিছুদিন পরে জাতীয় দলের হয়ে মাঠে নেমেই চমক দেন। তিনি জামথায় ৩৬ বলে ৫৯ রানের মারকাটারি ইনিংস খেলেন। মারেন ৯টি চার ও ২টি ছক্কা।
ম্যাচের শেষে শ্রেয়স আইয়ার নিজেই বলেন যে, বিরাট কোহলি হাঁটুতে চোট না পেলে তাঁর ওই ম্যাচে মাঠে নামা হতো না। অর্থাৎ, কোহলি খেললে রিজার্ভ বেঞ্চে বসতে হতো শ্রেয়সকে। সেদিক থেকে দেখলে পড়ে পাওয়া সুযোগ যথাযথ কাজে লাগান শ্রেয়স। তিনি প্রথম ম্যাচে ঝোড়ো হাফ-সেঞ্চুরি করায় বাকি সিরিজে তাঁকে বাদ দেওয়া সম্ভব হয়নি ভারতীয় টিম ম্যানেজমেন্টের পক্ষে।
শ্রেয়স অবশ্য সিরিজের বাকি দু'টি ম্যাচেও দুর্দান্ত পারফর্ম্যান্স উপহার দেন। তিনি কটকের দ্বিতীয় ম্য়াচে ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪৭ বলে ৪৪ রান করেন। আমদাবাদের তৃতীয় ওয়ান ডে ম্যাচে শ্রেয়সের সংগ্রহ ৮টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৬৪ বলে ৭৮ রান। তিন ম্যাচে সাকুল্যে ১৮১ রান সংগ্রহ করেন শ্রেয়স, যা দু'দলের ক্রিকেটারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ।
আরও পড়ুন:- Champions Trophy: সৌরভ থেকে ধোনি, চ্যাম্পিয়ন্স ট্রফি হাতে তুলেছেন এই ৯ ক্যাপ্টেন
শ্রেয়স আগেই ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে জায়গা পেয়েছিলেন। ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজে তিনি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি সেরে রাখেন বলা যায়। সিরিজের শেষে শ্রেয়সের প্রসঙ্গে গম্ভীর জানান যে, আগাগোড়াই টিম ম্যানেজমেন্টের পরিকল্পনায় ছিলেন শ্রেয়স। তবে নাগপুরে যশস্বীকে একবার যাচাই করে দেখার পরিকল্পনা ছিল তাঁদের। তাই এমনটা নয় যে, কোহলি প্রথম ম্যাচে খেললে এবং যশস্বী সেই ম্যাচে রান পেয়ে গেলে শ্রেয়সকে সারা সিরিজে মাঠের বাইরে থাকতে হতো।
শ্রেয়সকে নিয়ে কী বলেন গম্ভীর?
গম্ভীর বলেন, ‘এমটা মোটেও নয় যে শ্রেয়সকে সারা সিরিজে মাঠের বাইরে বসিয়ে রাখা হতো। আমরা প্রথম ম্যাচে যশস্বীকে একবার দেখে নিতে চেয়েছিলাম। কেননা ও অস্ট্রেলিয়া সফরে সত্যিই ভালো ফর্মে ছিল। যদিও আমরা জানি যে, একটা ম্যাচের পারফর্ম্যান্স দিয়ে কাউকে যথাযথ বিচার করা যায় না। তবে আমাদের হাতে মোটে ৩টি ম্যাচ ছিল। চ্যাম্পিয়ন্স ট্রফির মতো টুর্নামেন্টের আগে এই সিরিজেই যাবতীয় পরীক্ষা নিরীক্ষা করতে হতো। তাই আমরা চেয়েছিলাম সবাইকে ঘুরিয়ে ফিরেয়ে সুযোগ দিতে। তবে শ্রেয়স বরাবর আমাদের পরিকল্পনায় ছিল এবং ভালো বিষয় এটাই যে, ও তিনটি ম্যাচেই খেলার সুযোগ পেয়ে যায়।’
আরও পড়ুন:- WPL 2025 Fixtures: উইমেন্স প্রিমিয়র লিগের প্রথম সপ্তাহে ৬টি ম্যাচ- দেখুন সূচি
অর্থাৎ, কোচ গম্ভীরের কথায় এটা স্পষ্ট যে, শ্রেয়স আইয়ার যদি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামার সুযোগ না পেতেন, তবে বাকি ২টি ম্যাচের কোনওটিতে তাঁকে খেলার সুযোগ দিত টিম ম্যানেজমেন্ট।