রাঁচি টেস্টে ব্যাট করতে নেমে প্রথমেই চাপে পড়ে টিম ইন্ডিয়া। শুরুতেই প্যাভিলিয়নে ফিরে যান দলের অধিনায়ক রোহিত শর্মা। এরপর যশস্বী জসওয়াল ও শুভমন গিল কিছুক্ষণের জন্য হাল ধরলেও, পরে ফের ব্যাটিং ধ্বস নামে। ম্যাচে এমন একটা পরিস্থিতি আসে যখন দলের স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ১৭৭। প্রায় সকল ভারতীয় সমর্থকরা ধরে নিয়েছিল বড় ব্যবধানের লিড নেবে ইংল্যান্ড।
কিন্তু সেই সময় রীতিমত দেওয়ালের মতো একদিকে দাঁড়িয়ে থাকে দলের তরুণ ব্যাটার ধ্রুব জুড়েল। দ্বিতীয় দিনের শেষে তিনি ইংল্যান্ডের বিধ্বংসী বোলিংয়ের সামনে, কোনও রকমে কুলদীপ যাদবের সঙ্গে পার্টনারশিপ গড়ে, টিকে থাকেন এবং ২০০ রানের গণ্ডি পার করায় ভারতকে। তবে তৃতীয় দিনে ইংল্যান্ডের সেই লিডের ব্যবধান নিজের দাপুটে ব্যাটিংয়ের দমে তিনি কমিয়ে দেন। এখানেই শেষ নয়, এই মুহূর্তে তিনি দলকে নিয়ে গিয়েছেন একটি সম্মানজনক অবস্থায়ও। পাশাপাশি, হাকিয়েছেন আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে নিজের প্রথম অর্ধশতরান।
ধ্রুব জুড়েল অর্ধশতরান করতেই স্টেডিয়ামে উপস্থিত সকল দর্শক আনন্দে মেতে ওঠেন। এমনকী দলের হেড কোচ রাহুল দ্রাবিড়কেও হাততালি দিতে দেখা যায়। তবে, এবার ধ্রুব জুড়েলকে নিয়ে বড় মন্তব্য করে বসলেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকর। ধারাভাষ্য দেওয়ার সময় তরুণ ক্রিকেটারের প্রশংসা করে তিনি জানান যে জুড়েলের মধ্যে সেই প্রতিভা রয়েছে পরবর্তী ধোনি হওয়ার।
সানি বলেন, 'এটা নিয়ে কোনও সন্দেহ নেই যে ধ্রুব জুড়েল খুব ভালো ব্যাটিং করেছে। তবে এর সঙ্গে ও একজন দারুণ উইকেটরক্ষকও। ম্যাচে ও যেভাবে সজাগ থাকে, তাতে এটা স্পষ্ট যে ও আগামী দিনের ধোনি হতে চলেছে। আমি জানি দ্বিতীয় এমএসডি হওয়া সম্ভব নয়, তবে আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে ধোনি নিজে ক্রিকেট জীবনে প্রথম দিকে খেলতে নেমে যেই সচেতনতা ও বুদ্ধি দেখাতো, সেটা জুড়েলও দেখিয়েছে। ওর মধ্যে সেই প্রতিভাটাও রয়েছে। ও খুব বুদ্ধিমান ক্রিকেটার।'
এছাড়াও ধ্রুব জুড়েলের এই ইনিংস চারিদিকে ছড়িয়ে পড়তেই শুরু হয় প্রশংসার বন্যা। সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলিতে অধিকাংশ ক্রিকেটপ্রেমী দাবি করেছেন যে শীঘ্রই জুড়েল জাতীয় দলে নিজের জায়গা পাকা করে নিতে পারবেন। আবার অনেকে এটাও আশা করছেন যে তরুণ উইকেটরক্ষক ব্যাটার আজ শতরান করবেন। তবে শতরানের দোরগোড়ায় গিয়ে থামেন এই তরুণ। ধ্রুব ৯০ রান করে ফিরে যান। এবং ৩০৭ রানে শেষ হয় ভারতের ইনিংস।