রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত ২৭ জুন বৃহস্পতিবার গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে আইসিসি পুরুষদের ২০২৪ টি২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে। এই ম্যাচটি ভারতের কাছে নিঃসন্দেহে বদলার। ২ বছর আগে ২০২২ সালে ইংল্যান্ডের কাছে টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে হেরেই ছিটকে যেতে হয়েছিল ভারতকে। সেবার ১০ উইকেটে হেরেছিল টিম ইন্ডিয়া। ২০২৪ সালেও ফের ২০ ওভারের বিশ্বকাপের শেষ চারের দ্বৈরথে মুখোমুখি হতে চলেছে ভারত-ইংল্যান্ড।
সুপার এইট পর্বে সবকটি ম্যাচ জিতল ভারত। চলতি টি-২০ বিশ্বকাপে একমাত্র দল হিসাবে অপরাজেয় রোহিত শর্মার টিম ইন্ডিয়া। সুপার আট পর্বে ভারত যেহেতু শীর্ষে রয়েছে, তাই তারা গ্রুপ-টুর দ্বিতীয় স্থানে থাকা দল ইংল্যান্ডের মুখোমুখি হবে। নকআউট পর্বে ভারত-ইংল্যান্ডের ম্যাচটা যে উত্তেজনার চরমে পৌঁছতে চলেছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। তবে যে ভাবে ওয়েস্ট ইন্ডিজের সর্বত্র এখন বৃষ্টি হচ্ছে, তাতে আবহাওয়া বাধা হবে না তো?
বৃষ্টির সম্ভাবনা
accuweather.com এর মতে, গায়ানায় বৃহস্পতিবার সকালের পূর্বাভাসে বৃষ্টির সম্ভাবনা ৮৮% এবং বজ্রঝড়ের সম্ভাবনা ১৮% রয়েছে। ম্যাচটি স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় শুরু হওয়ার কথা, যা ভারতীয় সময় রাত ৮টায়।
আরও পড়ুন: 2024 T20 World Cup-এ সবচেয়ে বেশি ক্যাচ ফেলেছে অস্ট্রেলিয়া, লজ্জার নজিরে শীর্ষে ক্যাপ্টেন মার্শ
রিজার্ভ ডে আছে?
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালটি ওই একই দিনেই। তবে তা হবে সকালে। সেই ম্যাচের জন্য রিজার্ভ ডে রয়েছে। অর্থাৎ কোনও কারণে ম্যাচটি ভারতীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার সকালে না হলে শুক্রবার সকালে হবে। কিন্তু ভারত খেলবে দ্বিতীয় সেমিফাইনাল। সেই ম্যাচের কোনও রিজার্ভ ডে নেই। তবে প্রয়োজনে ২৫০ মিনিট পর্যন্ত অতিরিক্ত সময় ম্যাচ করানোর চেষ্টা করা
আরও পড়ুন: ছক্কা হাঁকিয়ে নিজের ১৪ বছর আগের রেকর্ড ছুঁলেন রোহিত, ICC T20 WC-এ গড়লেন বাউন্ডারি মারার নজিরও
ম্যাচ ভেস্তে গেলে কী হবে?
যদি বৃষ্টিতে একটিও বল না ফেলে ম্যাচটি সম্পূর্ণ ভাবে বৃষ্টিতে ভেসে যায় বা অতিরিক্ত বরাদ্দ সময়ের পরেও কোনও ফলাফল সম্ভব না হয়, তবে ভারত সুপার আট পর্বে তাদের ভালো পারফরম্যান্সের ভিত্তিতে ফাইনালে উঠবে। কারণ তারা সুপার আট পর্বে গ্রুপ ওয়ানের শীর্ষ ছিল। কিন্তু ইংল্যান্ড সেখানে গ্রুপ-টুর দুই নম্বর দ হিসেবে শেষ করেছে। তাই ম্যাচ ভেস্তে গেলে লাভবান হবে টিম ইন্ডিয়া। ভারত সুপার আটে তাদের তিন ম্যাচে আফগানিস্তান, বাংলাদেশ এবং অস্ট্রেলিয়াকে হারিয়েছে। সেখানে ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গিয়েছিল। তাই সেই বিচারে, ভারত-ইংল্যান্ড সেমি না খেলা হলে, বিদায় নেবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। সরাসরি ফাইনাল খেলবেন রোহিত শর্মারা।