বাংলা নিউজ > ক্রিকেট > IND vs ENG Weather Update: সকাল সকাল মুখ ভার নয় গায়ানার আকাশের, মিলল খুশির খবর, ঠিক সময়ে শুরু হবে ভারত-ইংল্যান্ড সেমি?

IND vs ENG Weather Update: সকাল সকাল মুখ ভার নয় গায়ানার আকাশের, মিলল খুশির খবর, ঠিক সময়ে শুরু হবে ভারত-ইংল্যান্ড সেমি?

সকাল সকাল মুখ ভার নয় গায়ানায় আকাশের। ছবি- টুইটার (@Vimalwa)।

India vs England, T20 World Cup 2024 Semi-Final: ভারত বনাম ইংল্যান্ড, টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ শুরুর আগে গায়ানার আবহাওয়া কেমন, মিলল গুরুত্বপূর্ণ আপডেট।

ভারত বনাম ইংল্যান্ড চলতি টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালের সময় গায়ানায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এমনকি ম্যাচ ভেস্তে যাওয়ারও আশঙ্কা করা হচ্ছে। স্বাভাবিকভাবেই ম্যাচের মাঝে প্রকৃতি বাধা সৃষ্টি করে কিনা এখনই তা জানার উপায় নেই। তবে বৃষ্টির সম্ভাবনার কথা মাথাই রেখেই শুরু হয়ে গিয়েছে বিতর্ক। শেষমেশ ম্যাচ যদি ভেস্তে যায়, তাহলে এই বিতর্কের আগুনে ঘি পড়বে সন্দেহ নেই।

আসলে ভারত বনাম ইংল্যান্ড দ্বিতীয় সেমিফাইনালের কোনও রিজার্ভ ডে নেই। বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ, অথচ কোনও রিজার্ভ ডে নেই, এই বিষয়টাই মেনে নিতে পারছেন না অনেকে। আইসিসি দ্বিতীয় সেমিফাইনালের জন্য ২৫০ মিনিট বাড়তি সময় বরাদ্দ করলেও প্রশ্ন উঠতে শুরু করেছে আইসিসির সিদ্ধান্ত নিয়ে।

আসলে ভারতীয় সময় অনুযায়ী প্রাইম টাইমে ম্যাচ আয়োজন করতে গিয়েই এমন জটিলতার সৃষ্টি হয়েছে। তার উপর ম্যাচ ভেস্তে গেলে বাড়তি সুবিধা পাবে ভারতই। তারা মাঠে না নেমেই বিশ্বকাপের ফাইনালে উঠে যাবে। পরিস্থিতি যেখানে দাঁড়িয়ে, নির্বিঘ্নে ম্যাচ আয়োজিত হলে একমাত্র তবেই বিতর্কের আগুন ধামাচাপা পড়বে।

আরও পড়ুন:- Markram's Unique Captaincy Record: মার্করামই একমাত্র অধিনায়ক, U19 ও সিনিয়র বিশ্বকাপের ফাইনালে নেতৃত্ব দেবেন- অনন্য নজির

সুতরাং, সকলের নজর এখন গায়ানার আবহাওয়ার দিকে। এক্ষেত্রে ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর রয়েছে বলা যায়। কেননা স্থানীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার ভোরে গায়ানার আবহাওয়ার যা আপডেট, তা নির্বিঘ্নে ম্যাচ আয়োজন নিয়ে আশাবাদী করতে পারে ক্রিকেটপ্রেমীদের।

আরও পড়ুন:- IND vs ENG Head To Head: টেস্টে এগিয়ে ব্রিটিশরা, ODI-তে রোহিতরা, T20-র ভারত-ইংল্যান্ড লড়াইয়ে পাল্লা ঝুঁকে কাদের দিকে?

স্থানীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার সকাল ১০টা ৩০ মিনিটে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে শুরু হওয়ার কথা ভারত-ইংল্যান্ড দ্বিতীয় সেমিফাইনাল। ভারতীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার রাত ৮টায় সেই ম্যাচ শুরু হবে। বৃহস্পতিবার ভোরে গায়ানায় হালকা মেঘ থাকলেও আকাশ পরিস্কার বলা যায়। এও জানা যাচ্ছে যে গত ২৪ ঘণ্টায় সেখানে বৃষ্টি হয়নি। সুতরাং, আবহাওয়ার নাকটীয় পটপরিবর্তন না হলে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল নির্ধারিত সময়ে শুরু হতে পারে।

আরও পড়ুন:- Farooqi Breaks Hasaranga's Record: আফগানিস্তান সেমিফাইনাল হেরে ছিটকে গেলেও বিরাট রেকর্ড গড়লেন ফারুকি, ভয় শুধু আর্শদীপকে

নিয়ম মতো গায়ানার দ্বিতীয় সেমিফাইনাল ভেস্তে গেলে সুপার এইটে যে দল পয়েন্ট তালিকায় উপরে থাকবে, তারা ফাইনালের যোগ্যতা অর্জন করবে। ভারত যেহেতু গ্রুপ-ওয়ানের এক নম্বর দল এবং ইংল্যান্ড গ্রুপ-টুয়ের দুই নম্বর দল হিসেবে সেমিফাইনালে উঠেছে, তাই ম্যাচ ভেস্তে গেলে ভারত চলতি টি-২০ বিশ্বকাপের ফাইনালে উঠে যাবে।

আরও পড়ুন:- IND vs ENG Live Streaming: গায়ানায় সকাল সকাল শুরু হবে ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল, ভারতে বসে ফ্রি-তে কখন-কীভাবে দেখবেন?

উল্লেখ্য, বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আফগানিস্তানকে হারিয়ে দক্ষিণ আফ্রিকা ইতিমধ্যেই ফাইনালের টিকিট পকেটে পুরেছে। দ্বিতীয় সেমিফাইনালের বাধা টপকে যে দল ফাইনালে উঠবে, খেতাবি লড়াইয়ে তাদের মাঠে নামতে হবে প্রোটিয়াদের বিরুদ্ধে।

Haryana and JNK Election Haryana and JNK Election
ক্রিকেট খবর

Latest News

উৎসবে ‘না’, বাইরে বা বেরোলেও বাড়িতে কীভাবে পুজো কাটাচ্ছেন সোহিনী ভিডিয়ো-ভারতের গলি ক্রিকেটের চিত্র অস্ট্রেলিয়ার শিল্ডে! ঝোপে ঢুকে বল খুঁজলেন লিয়ঁ আরজি করে রক্তমাখা গ্লাভস! উঠল চাঞ্চল্যকর অভিযোগ, ছড়িয়েছে আতঙ্ক রাত পোহালেই মহাষ্টমী, প্রিয়জনকে জানান এই পুণ্যলগ্নের শুভেচ্ছা কাজলকে জাপটে ধরে চুমু জয়ার,সপ্তমীর সন্ধ্যায় মুখোপাধ্যায়দের পুজোয় হাজির রণবীর দিল্লিতে বাজেয়াপ্ত ২,০০০ কোটি টাকার কোকেন, ভারত-দুবাই-লন্ডনে ছড়িয়ে পাচারের জাল! ২০ ওভারে মাত্র ২ ছয়! ম্যাচ শেষে শেফালি বললেন,‘মাঠ বড় ছিল’! ফোকাসে অজি ম্যাচ... কার টাকায় সঞ্জয় রায় মদ খেয়েছিল?‌ আরজি কাণ্ডে সিবিআই চার্জশিটে নয়া মোড় দুঃসংবাদ আসতেই থামল গরবার উদযাপন! রতন টাটাকে শেষ শ্রদ্ধা জানালেন শিল্পীরা দুর্গাপুজো মণ্ডপে স্লোগান তোলা ৯ জনের পুলিশ হেফাজত, ধৃতরা কি ডাক্তার?‌

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.