নিজের গড়া লজ্জার রেকর্ড ভেঙে দিলেন ভারতের টি টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। আসলে টি-টোয়েন্টি ফরম্যাটে দুর্দান্ত ব্যাটার হিসাব পরিচিত সূর্যকুমার যাদব। আইসিসি ক্রমতালিকাতে দীর্ঘ দিন এক নম্বর জায়গাটা দখল করে রেখেছিলেন তিনি। অধিনায়ক হিসাবেও ভারতীয় ড্রেসিংরুমে সকলের কাছে খুবই প্রিয় সূর্যকুমার যাদব। তবে সূর্যকুমার যাদব অধিনায়ক হওয়ার পর থেকে ব্যাট হাতে মাঝে মাঝেই ব্যর্থ হয়েছেন। চলতি ভারত বনাম ইংল্যান্ড সিরিজেও সেই ব্যর্থতা ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের পিছু ছাড়ল না।
লজ্জার নজির গড়লেন অধিনায়ক সূর্যকুমার যাদব-
২০২৫ সালের ইংল্যান্ড সিরিজটি ছিল অধিনায়ক সূর্যকুমার যাদবের জন্য একেবারেই হতাশাজনক। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে সূর্যকুমার যাদবের ফর্ম ভালো যাচ্ছে না, তিনি ০, ১৪, ১২, ০ ও ২ রান করেছেন। অর্থাৎ সিরিজের পাঁচ ম্যাচে ২৮ রান করেছিলেন সূর্য। এই সিরিজে তিনি মাত্র ৫.৬০ গড়ে রান করেছিলেন, যা ভারতের কোনও অধিনায়কের জন্য টি-টোয়েন্টি সিরিজে সর্বনিম্ন ব্যাটিং গড়ের নতুন রেকর্ড। এর আগে এই তালিকায় সবচেয়ে খারাপ গড় ছিল ৮.৬৬, সেটাও ছিল অধিনায়ক সূর্যকুমার যাদবের। ২০২৪ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই লজ্জার নজির গড়েছিলেন তিনি।
আরও পড়ুন… IND vs ENG 5th T20I: টি টোয়েন্টির ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম জয় পেল সূর্যকুমার যাদবের টিম ইন্ডিয়া
টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় অধিনায়কের সবচেয়ে কম ব্যাটিং গড় (ন্যূনতম ৩ ইনিংস)
৫.৬০ - সূর্যকুমার যাদব বনাম ইংল্যান্ড (২০২৫)*
৮.৬৬ - সূর্যকুমার যাদব বনাম দক্ষিণ আফ্রিকা (২০২৪)
১৪.৩৩ - রোহিত শর্মা বনাম দক্ষিণ আফ্রিকা (২০২২)
১৪.৫০ - ঋষভ পন্ত বনাম দক্ষিণ আফ্রিকা (২০২২)
আরও পড়ুন… বিপিএল-এর দুর্নীতির অভিযোগ তদন্তের জন্য স্বাধীন কমিটি গঠন করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড
তালিকার আর কারা রয়েছেন-
এর পাশাপাশি রোহিত শর্মা এবং ঋষভ পন্তও এই তালিকায় রয়েছেন, যারা ২০২২ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ব্যাট হাতে সংগ্রাম করেছিলেন। তবে সূর্যকুমার যাদব তার খারাপ ফর্মের কারণে দুবার এই তালিকায় উঠে এসেছেন, যা তার জন্য বেশ হতাশাজনক।
আরও পড়ুন… IND vs ENG: ১০.১ ওভারেই শতরান করে ফেললেন! রোহিত-ডি'ককের রেকর্ড ভাঙলেন অভিষেক
অধিনায়ক সূর্যকুমার যাদব কবে নিজের ফর্ম ফিরে পাবেন?
ভারতের টি-টোয়েন্টি ক্রিকেটে সূর্যকুমার যাদবের অবদান অনেক বেশি। তবে এই পরিসংখ্যান দেখিয়ে দেয় যে, প্রতিটি ব্যাটসম্যানেরই কঠিন সময় আসে। ভক্তরা আশা করবেন তাদের প্রিয় সূর্যকুমার যাদব যেন দ্রুত তার ছন্দ ফিরে পান এবং আগামী ম্যাচগুলোতে ব্যাট হাতে পুরনো রূপে ফিরে আসেন। জানা যাচ্ছে এই সিরিজের পরে সূর্যকুমার রঞ্জি ট্রফিতে ফিরে যাবেন। নিজের ফর্ম ফিরে পেতে তিনি রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালকে বেছে নেবেন। এখন দেখার অধিনায়ক সূর্যকুমার যাদব কত তাড়াতাড়ি ব্যাট হাতে নিজের ফর্ম ফিরে পান।