ভারতের মিডল-অর্ডার ব্যাটসম্যান তিলক বর্মার অপরাজিত ৭২ রানের ইনিংসই দ্বিতীয় টি-টোয়েন্টিতে ম্যাচের ভাগ্য নির্ধারণ করেছে বলে মনে করেন ইংল্যান্ডের পেস বোলিং অলরাউন্ডার ব্রাইডন কার্স। শনিবার চিপকে অনুষ্ঠিত ম্যাচে তিলকের এই অসাধারণ ইনিংসের সুবাদে ভারত ১৬৬ রানের লক্ষ্যমাত্রা টপকে সফল হয়েছিল। এবং এই জয়ের ফলে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে টিম ইন্ডিয়া।
ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে এসে কার্স বলেন, ‘আমার মনে হয়েছিল, আমরা একটা ভালো স্কোর গড়েছিলাম। আমরা পুরো ইনিংস জুড়েই উইকেট তুলে নিচ্ছিলাম। কিন্তু, আপনি জানেন, তিলককে কৃতিত্ব দিতেই হবে। ও খুব পরিপক্ক এবং বুদ্ধিদীপ্ত ইনিংস খেলেছে। এটাই শেষ পর্যন্ত ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছিল।’
আর্চারকে সমর্থন করলেন কার্স
কার্স নিজেও দারুণ পারফরম্যান্স করেছেন, মাত্র ১৭ বলে ৩১ রান করার পাশাপাশি তিনটি উইকেট নিয়েছেন ব্রাইডন কার্স। তবে তিনি সতীর্থ জোফ্রা আর্চারকে সমর্থন করেছেন, যদিও আর্চার এ দিনের ম্যাচে চার ওভার বল করে ৬০ রান খরচ করেছিলেন। এই ম্যাচে আর্চারকে একাই চারটি ছক্কা হাঁকিয়েছিলেন তিলক। তবে কার্স মনে করেন আর্চার খুব একটা খারাপ বোলিং করেননি।
ব্রাইডন কার্স বলেন, ‘এক রাত আগেই আর্চার দুর্দান্ত একটি স্পেল করেছিল। আজও ও ভালো বোলিং করেছে, কিন্তু দুর্ভাগ্যবশত অনেক রান গিয়েছে উইকেটকিপারের মাথার ওপর দিয়ে পিছনে স্কয়ার লেগ অঞ্চলে। আমি অনুমান করছি, যখন কেউ ঘণ্টায় ৯০ মাইল গতিতে বল করে, তখন এ ধরনের পরিস্থিতি ঘটতেই পারে।’
আরও পড়ুন… SL vs AUS: শ্রীলঙ্কা সফরের আগেই নিজের অবসরের জল্পনা থেকে পর্দা তুললেন অজি ওপেনার উসমান খোয়াজা
আক্রমণাত্মক কৌশল থেকে সরছে না ইংল্যান্ড
ইংল্যান্ড পুরো সিরিজ জুড়ে ব্যাট ও বল হাতে আক্রমণাত্মক কৌশল অনুসরণ করছে। তবে এই পন্থা এখন পর্যন্ত খুব একটা কাজে আসেনি। তবুও, কার্স বলেন যে দল তাদের পরিকল্পনায় পরিবর্তন আনতে রাজি নয়। ব্রাইডন কার্স বলেন, ‘আমরা সবসময় পাওয়ার প্লেতে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করব, সেটা ব্যাটিং হোক বা বোলিং। তবে অবশ্যই উন্নতির সুযোগ আছে। কিন্তু আমরা আমাদের আগ্রাসী মনোভাব বদলাব না।’
ইংল্যান্ডের জন্য এখন প্রত্যেকটি ম্যাচ গুরুত্বপূর্ণ
কার্স মনে করেন, ম্যাচ হেরে গেলেও এই ধরনের টানটান উত্তেজনার ম্যাচ ভবিষ্যতের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে। বিশেষ করে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য। তিনি বলেন, ‘হ্যাঁ, আমরা হেরেছি, কিন্তু এই ধরনের কঠিন ম্যাচ ভবিষ্যতের জন্য আমাদের অনেক সাহায্য করবে। তবে বাস্তবতা হল, আমরা এখনও পুরোপুরি নিখুঁত পারফরম্যান্স দিতে পারিনি।’
ইংল্যান্ডের জন্য এখন সিরিজ বাঁচানোর কোনও বিকল্প নেই বলে স্বীকার করেন কার্স। ব্রাইডন বলেন, ‘দুই ম্যাচ শেষ, এখনও তিনটি ম্যাচ বাকি রয়েছে। এখন আমাদের জেতা ছাড়া অন্য কোনও বিকল্প নেই। প্রত্যেকটি ম্যাচই আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ম্যাচের পারফরম্যান্স প্রথম ম্যাচের চেয়ে অনেক ভালো ছিল, তাই আমরা আশাবাদী।’