টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শুরুটা দুরন্ত ছন্দে করেছেন রোহিত শর্মা। খারাপ পিচেও দুরন্ত ব্যাটিং করে হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন। কিন্তু এর পরেও তাঁকে নিয়ে দুঃশ্চিন্তার কালো মেঘ ঘনীভূত হয়েছে টিম ইন্ডিয়ার আকাশে।
এদিন ৩টি ছক্কা, চারটি চারের হাত ধরে ৩৭ বলে ৫২ রানের অসাধারণ ইনিংস খেলেন রোহিত। কিন্তু তার পরেই রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়তে দেখা গিয়েছে তাঁকে। মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার সময়ে কাঁধে হাত দিয়ে কিছু দেখাচ্ছিলেন ভারত অধিনায়ক। চোট লেগেছে তখনই পরিষ্কার বোঝা গিয়েছিল। ম্যাচের পর রোহিত সেই প্রসঙ্গে মুখও খুলেছেন।
চোট কতটা গুরুতর?
ম্যাচের পর রোহিত বলে দেন, তাঁর কাঁধে অল্প ব্যথা রয়েছে। চোট নিয়ে তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল, তখন হিটম্যান দাবি করেন, ‘হ্যাঁ অল্প ব্যথা রয়েছে আমার।’ এর পরেই জল্পনা শুরু হয়, পাকিস্তান ম্যাচ খেলতে পারবেন তো রোহিত? তা নিয়ে অবশ্য খোলসা করেননি হিটম্যান। কিন্তু তাঁর কথায় মনে হয়েছে, চোট গুরুতর নয়। অনায়াসে পাকিস্তান ম্যাচ খেলতে পারবেন।
বুধবার ফিল্ডিংয়ের সময় ডাইভ দেন রোহিত। যে ডাইভের সময়ে তাঁর কাঁধে চোট লাগার বেশি আশঙ্কা ছিল। পরে ভারতের রান তাড়া করার সময়ে ৮.২ ওভারে জোশুয়া লিটলের একটি ডেলিভারি তাঁর কাঁধে এসে লাগে। সেই সময়ে তিনি বিশেষ গুরুত্ব দেননি। পরের দু'টি বলে তাঁর ব্যাট থেকে জোড়া ছক্কাও দেখতে পাওয়া যায়। কিন্তু, দশম ওভারের শেষ বলে মাঠ ছাড়ার পর তিনি যেভাবে ভারতীয় ক্রিকেট দলের ফিজিয়ো কমলেশকে নিজের কাঁধ দেখাচ্ছিলেন, তাতেই আশঙ্কা করা হয়েছিল যে, ভালো চোট লেগেছে রোহিতের।
আরও পড়ুন: ওপেন করতে নেমেই ব্যর্থ কোহলি, আউট হলেন ১ রানে, T20 World Cup-এ নিজের সর্বনিম্ন স্কোর বিরাটের
নিউইয়র্কের মাঠের মান নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে
আমেরিকার মাঠের মান নিয়ে ইতিমধ্যে একাধিক প্রশ্নচিহ্ন ওঠায় আয়োজকদের নিশানা করেছেন ভারতীয়দের একাংশ। এদিকে ম্যাচের পর রোহিত মাঠ নিয়ে বলেন, ‘নতুন মাঠ, নতুন ভেন্যু, দেখতে চেয়েছিলাম কী রকম আচরণ করে। আমি মনে করি না, পিচ এখনও তৈরি হয়েছে। বোলাররা অবশ্য যথেষ্ট সুবিধে পাচ্ছে। যাইহোক প্রথম ম্যাচ থেকে পয়েন্ট পেতে ভালো লাগছে। তবে এখানে অভিধান মেনে ক্রিকেটীয় শট খেলতে হবে। টেস্ট ম্যাচের মতো বল করতে হবে।’
আরও পড়ুন: টাকার বিনিময়ে ভক্তদের সঙ্গে ডিনার-পার্টি, T20 World Cup-এ অভিযান শুরুর আগেই নতুন বিতর্কে বাবররা
আর্শদীপের প্রশংসা, কম স্পিনার খেলানোর জবাব
আর্শদীপের প্রশংসা করে রোহিত বলেন, ‘আর্শদীপ ডান-হাতিদের বিরুদ্ধে ভালো বল সুইং করতে পারে এবং ও শুরুতেই উইকেট নিয়ে আমাদের সুবিধে করে দিয়েছে।’ সঙ্গে তিনি কম স্পিনার খেলানো নিয়ে যোগ করেছেন, ‘আমার মনে হয়নি, এই পিচে চার জন স্পিনার খেলানোর প্রয়োজন রয়েছে। যদি পরিস্থিতি সিমারদের খেলানোর মতো হয়, তবে আমাদের সিমারদেরই খেলাতে হবে। টুর্নামেন্টের পরবর্তীতে স্পিনারদের প্রয়োজন পড়তে পারে। দলের প্রয়োজনে সেভাবেই পরিবর্তন করা হবে।’
পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ নিয়ে ভাবনা
পাকিস্তানের বিরুদ্ধে একই মাঠে ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। এটা কি সুবিধে হবে? রোহিতের দাবি অবশ্য, ‘আমি জানি না, পাকিস্তান ম্যাচে পিচ কী রকম আচরণ করবে। তবে আমরা আমাদের মতো প্রস্তুতিই নেব। এরকম পরিস্থিতি হবে আশা করে, সেভাবেই প্রস্তুতি নেব। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে আমাদের সকলকেই মিলিত ভাবে টিম হিসেবে খেলতে হবে এবং অবদান রাখতে হবে। আশা করি, আমরা পাকিস্তান ম্যাচও জিততে পারব।’