বুধবার অর্থাৎ ৫ জুন ভারতীয় দল তাদের বিশ্বকাপের অভিযান শুরু করেছে। প্রথম ম্যাচেই নিউইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে ভারতীয় দল মুখোমুখি হয়েছিল আয়ারল্যান্ডের। বিশ্ব ক্রিকেটের নবতম টেস্ট খেলিয়ে দেশের বিরুদ্ধে সহজ জয় পেল রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল। এই ম্যাচে প্রথমার্ধে ভারতীয় বোলাররা দলের হয়ে ম্যাচটি সেট করে দেন। বাকি কাজটা সেরে ফেলেন ভারতীয় ব্যাটাররা। তাদেরকে ব্যাট হাতেও নেতৃত্ব দিলেন রোহিত গুরুনাথ শর্মা তথা ভক্তদের আদরের 'হিটম্যান'। পাশাপাশি ভারতীয় ক্রিকেটের ইতিহাসে আন্তর্জাতিক মঞ্চে এক নয়া এবং অনন্য নজির গড়লেন তিনি।
আরও পড়ুন: ব্যথা রয়েছে- চোট নিয়ে মুখ খুললেন রোহিত, পাকিস্তানের বিরুদ্ধে খেলতে পারবেন?
এদিন প্রথম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফর্ম্যাট (টেস্ট,ওয়ানডে এবং টি-২০) মিলিয়ে ৬০০টি ছক্কা মারার অনন্য নজির গড়লেন রোহিত শর্মা। পাশাপাশি এদিনের ম্যাচে একাধিক নজির গড়েছেন রোহিত। সদ্য শেষ হওয়া আইপিএলে ব্যাট ধারাবাহিকতা দেখাতে পারেননি রোহিত। তবে বিশ্বকাপের প্রথম ম্যাচেই ফর্মে ফিরেছেন তিনি। বেশ আক্রমণাত্মক একটি অর্ধশতরানের ইনিংস খেলেছেন হিটম্যান। পাশাপাশি এদিন আন্তর্জাতিক টি-২০ ম্যাচে তিনি ৪০০০ রান করারও নজির গড়েছেন। এদিনের ম্যাচে এই নজির গড়তে গেলে রোহিতের প্রয়োজন ছিল ২৬ রান। তা তিনি অনায়াসেই করে ফেলেন। রান তাড়া করার সময়ে ভারতীয় ইনিংসের ছয় ওভারেই এই নজিরটি গড়ে ফেলেন রোহিত শর্মা। এই তালিকায় বিরাট কোহলি (৪০৩৭) এবং বাবর আজমের (৪০২৩) পর তৃতীয় ব্যক্তি হিসেবে নাম লেখালেন রোহিত শর্মা।
আরও পড়ুন: ওপেন করতে নেমেই ব্যর্থ কোহলি, আউট হলেন ১ রানে, T20 World Cup-এ নিজের সর্বনিম্ন স্কোর বিরাটের
পাশাপাশি এদিন ভারতের ইনিংসের নবম ওভারে তিনি আরও একটি নজির গড়েছেন। টি-২০ বিশ্বকাপে ১০০০ রান করার নজির গড়লেন তিনি। এই তালিকাতে এছাড়াও রয়েছেন বিরাট কোহলি এবং মাহেলা জয়াবর্ধনে। এদিন আয়ারল্যান্ডের বোলারদের বিরুদ্ধে তিনটি ছয় হাঁকিয়ে, আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ব্যাটসম্যান হিসেবে ৬০০ ছক্কা হাঁকানোর নজির গড়লেন রোহিত শর্মা। রোহিতের পিছনে রয়েছেন ক্রিস গেইল (৫৫৩টি ছক্কা), শহীদ আফ্রিদি (৫৫৩টি ছক্কা), ব্রেন্ডন ম্যাকালাম (৪৭৮টি ছক্কা), এবং মার্টিন গাপ্তিল (৩৯৮টি ছক্কা)। পাশাপাশি কোহলির পরে একমাত্র ভারতীয় হিসেবে সব ফর্ম্যাটেই চার হাজার রান করারও নজির গড়েছেন। এদিন ৫২ রান করে রোহিত শর্মা রিটায়ার্ড হার্ট হয়ে সাজঘরে ফিরে যান। ৪৬ বল বাকি থাকতে আট উইকেট হাতে রেখে ম্যাচ জিতে নেয় ভারত।