ভারত বনাম নিউজিল্যান্ডের মধ্যে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে পুণেতে। আশা করা হচ্ছে এখানে স্পিনাররা বেশি সাহায্য পাবেন এবং বোলাররা অনেক কম বাউন্স পাবেন। এমনটা হলে নিউজিল্যান্ডের ফাস্ট বোলারদের প্রভাব অনেকটাই কমে যাবে বলে মনে করা হচ্ছে। নিউজিল্যান্ডের ফাস্ট বোলাররা বেঙ্গালুরুতে ভারতকে হারাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং ৩৬ বছর পর, তারা ভারতের মাটিতে টেস্ট ম্যাচে টিম ইন্ডিয়াকে পরাজিত করতে সফল হয়েছিল। তবে স্পিন পিচ নিয়ে দ্বিতীয় টেস্টের প্রথম অনুশীলন সেশনের পর খুব একটা চিন্তিত মনে হয়নি নিউজিল্যান্ডের অলরাউন্ডার ডারিল মিচেলকে।
পুণের পিচ নিয়ে কী বললেন ডারিল মিচেল?
পুণে টেস্টের দু দিন আগে ডারিল মিচেল বলেছিলেন, ‘আমরা পিচে কোনও পরিবর্তন করতে পারব না। এটা আমাদের হাতে নেই। তবে আমরা একটা জিনিস করতে পারি, সেটা হল আমাদের যেমই পরিস্থিতি আসুক আমরা সেটার অনুকূলে নিজেদের তৈরি করতে পারি। আমরা চেষ্টা করতে পারি। আমরা কিউয়ি, আমরা এক জায়গায় বেশিক্ষণ থাকি না। আমরা সবসময় বর্তমানের সঙ্গে বেঁচে থাকার চেষ্টা করি এবং আমি এটা নিয়ে গর্বিত। আমরা পিচ পরিবর্তন করতে পারি না। যা হবে, সেটা দেখা যাবে। তবে আমি নিশ্চিত যে আমরা একটি পরিকল্পনা বের করব, ২০টা উইকেট শিকার করার উপায় খুঁজে বের করব এবং আশা করি কিছু রানও করব।’
আরও পড়ুন… IND vs NZ: এমন সময় কেরিয়ারে আসে: সিরাজের পাশে দাঁড়িয়ে ফর্মে ফেরার পরামর্শ দিলেন শামি
খারাপ ফর্মের সঙ্গে লড়াই করছেন ডারিল মিচেল
মিচেল খুব ভালো স্পিন খেলেন। তিনি স্পিনের বিরুদ্ধে পায়ের ব্যবহার করেন। সুইপ এবং রিভার্স সুইপও প্রয়োগ করে থাকেন। তবে বেশ কিছুদিন ধরেই তিনি নিজের ফর্মে নেই। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে সেঞ্চুরি করার পর থেকে তিনি নয়টি ইনিংসে ২৭.০৬ গড়ে ৪০৬ রান করেছেন। এটি তার টেস্ট গড় (৪৬.০৮) থেকে অনেক কম। তবে মিচেল এই পরিসংখ্যান নিয়ে খুব একটা চিন্তিত নন।
আরও পড়ুন… IND vs NZ: কেন ওয়াশিংটনকে দলে নেওয়া হল? টিমের গেমপ্ল্যান ফাঁস করলেন গম্ভীরের সহকারী
নিজের পারফরমেন্স নিয়ে কী বললেন ডারিল মিচেল?
ডারিল মিচেল এই প্রসঙ্গে বলেন, ‘এটাই এই খেলার প্রকৃতি। মাঝে মাঝে এমন একটা সময় আসে যখন আপনি অনেক রান করেন। একই সঙ্গে এমন একটা সময় আসে যখন আপনি ভালো শুরু করেন, কিন্তু আপনি সেটাকে বড় রানে কনভার্ট করতে পারেন না। এই রানটা বড় করতে সফল হওয়া যায় না। নিউজিল্যান্ডের হয়ে খেলা আমার প্রিয় জিনিসগুলোর একটি। টেস্ট ক্রিকেটে, আপনি যদি আপনার পিঠে চাপের একটি বড় ব্যাগ বহন করেন তবে জিনিসগুলি আপনার জন্য কঠিন হয়ে যাবে। আমি যদি আমার খেলায় কাজ করতে থাকি, বাকিটা নিজে থেকেই টিক হয়ে যাবে।’
আরও পড়ুন… ভিডিয়ো: রিজওয়ানদের ফেলে দেওয়া এঁটো বোতল কুড়াচ্ছেন পাক দলের কোচ! অবাক করল গিলেসপির এমন আচরণ
দ্বিতীয় টেস্টেও নেই কেন উইলিয়ামসন
ইনজুরির কারণে দ্বিতীয় টেস্টেও নেই কেন উইলিয়ামসন। তার জায়গায় আবারও দলে অন্তর্ভুক্ত হতে পারেন উইল ইয়াং। প্রথম টেস্টের চতুর্থ ইনিংসে কঠিন সময়ে রচিন রবীন্দ্রের সঙ্গে ৭৫ রানের ম্যাচ জেতানো জুটি গড়েন তিনি। এ ছাড়া উইলিয়াম ও’রউরকেও সেই টেস্টে দুর্দান্ত বোলিং করে সাত উইকেট নিয়েছিলেন। মিচেল এই খেলোয়াড়দের অনেক প্রশংসা করেছেন।