ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকর মনে করেন, রোহিত শর্মার শুধু মাত্র ২৫-৩০ রান করেই সন্তুষ্ট থাকা উচিত নয়। বরং একটি দীর্ঘ ইনিংস খেলার দিকে মনোযোগ দেওয়া উচিত তাঁর। কারণ ক্রিজে তাঁর উপস্থিতি ভারতের জন্য ম্যাচের রং বদলে দিতে পারে। রোহিত ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ, পাকিস্তান, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যথাক্রমে ৪১, ২০, ১৫ এবং ২৮ রান করেছেন।
সুনীল গাভাসকর ‘ইন্ডিয়া টুডে’-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘(যদি) ও (রোহিত শর্মা) ২৫ ওভারও ব্যাটিং করে, তাহলে ভারত ১৮০-২০০ রানের কাছাকাছি চলে যাবে। ভাবুন, যদি সেই সময়ে ভারত মাত্র দু'টি উইকেট হারায়, তাহলে তারা কী করতে পারে। তারা ৩৫০ রান বা তার বেশি স্কোর করতে পারে।’
তিনি আরও বলেছেন, ‘ওর (রোহিতের) চাডএই ব্যাপারেও ভাবা উচিত। আক্রমণাত্মক ভাবে খেলা এক কথা, কিন্তু ২৫-৩০ ওভার ব্যাটিং করতে হলে, কিছুটা ধৈর্য্য ধরে খেলা উচিত। যদি ও তা করে, তাহলে প্রতিপক্ষ দলের কাছ থেকে ও ম্যাচ ছিনিয়ে নিতে পারে।’
গাভাসকর যোগ করেছেন, ‘এছাড়াও আমার মনে হয়, একজন ব্যাটসম্যান হিসেবে কি ২৫-৩০ রান করে ও খুশি হচ্ছে? ওর খুশি হওয়া উচিত নয়! তাই আমি ওকে বলবো, যদি মাত্র সাত থেকে নয় ওভারের পরিবর্তে ২৫ ওভার পর্যন্ত ব্যাটিং করে, তাহলে দলের উপর এর বেশ ভালো প্রভাব পড়বে।’
দুবাইতে গ্রুপ ‘এ’-র শেষ ম্যাচে ভারত এবং নিউজিল্যান্ড মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে হেরেছিল কিউয়িরা। রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে আবার মুখোমুখি হবে এই দুই দলই। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক নাসির হুসেন আবার ফাইনালে, নিউজিল্যান্ডকে সমর্থন করেছেন। তাঁর দাবি, কিউয়ি টিমে কিছু এমন শক্তিশালী ক্রিকেটার আছেন, যারা চাপে পড়বেন না।
আরও পড়ুন: ম্যাট হেনরি নেটে ফিরেছেন, ফাইনালে খেলবেন? বড় আপডেট দিলেন কিউয়ি কোচ
নাসির হুসেন ‘স্কাই স্পোর্টস’ কে বলেছেন, ‘ওরা চাপে পড়বে না। আমরা প্রাক্তন অস্ট্রেলীয় ব্যাটসম্যান অ্যারন ফিঞ্চের সঙ্গে রাতের খাবার খাচ্ছিলাম এবং তিনি খুব ভালো কথা বলেছিলেন যে, নিউজিল্যান্ড কখনও-ই চাপে পড়ে নিজেদের হারিয়ে ফেলার মতো দল নয়। দলটি চমৎকার পারফর্ম করবে।’ তবে লড়াইটা কিন্তু সহজ হবে না। ভারতও এখন হাল ছাড়ার পাত্র নয়। তাই সমানে সমানে হবে টক্কর। নিউজিল্যান্ড ‘বুনো ওল’, তো ভারত ‘বাঘা তেঁতুল’।