ভারত বনাম নিউজিল্যান্ড সিরিজ শুরুর আগে কেউ ভাবেনি যে রোহিত শর্মার দল ঘরের মাঠে তিন ম্যাচের টেস্ট সিরিজে একটি ম্যাচও জিততে পারবে না। সব কটা ম্যাচ যে তারা হারবে হয়তো কেউ কল্পনাও করতে পারেনি। কিন্তু কিউই দল এটা করে দেখিয়েছে, ইতিহাস সৃষ্টি করে তিন ম্যাচের টেস্ট সিরিজে ভারতকে ৩-০ হারিয়েছে তারা। মুম্বইয়ে অনুষ্ঠিত তৃতীয় টেস্টে ভারত ২৫ রানে হেরেছে, এরপর মুখ লোকাতে দেখা গেল টিম ইন্ডিয়ার প্রধান কোচ গৌতম গম্ভীরকে। ম্যাচের পরে নানা ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে দেখা গেল।
আরও পড়ুন… IND vs NZ: এমন ঐতিহাসিক মাঠে টেস্ট ম্যাচ জেতাটা… এই জয় কখনও ভুলতে পারবেন না ডারিল মিচেল
কোহলি আউট হতে অবাক হয়ে যান গম্ভীর
বিরাট কোহলি যখন ব্যাট করতে এসেছিলেন তখন সকলেই তার দিকে তাকিয়ে ছিলেন। হয়তো বিরাট কোহলি ম্যাচটি বাঁচিয়ে নেবে সেটাই ভাবা হয়েছিল। কিন্তু বিরাট কোহলি সকলের সেই আশায় জল ঢেলে দেওয়া হয়। এরপর বিরাট কোহলি যখন চার নম্বরে নেমে সাত বলে ১ রান করে আউট হন, তখন আজাজ প্যাটেলের বলে ডারিল মিচেলের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান। এরপরে সাজঘরে ক্যামেরা গৌতম গম্ভীরের দিকে চলে যায়। সেখানে দেখা যায় গম্ভীরকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। হয়তো তখনই তিনি বুঝতে পেরেছিলেন যে ম্যাচটা হাত থেকে বেরিয়ে গিয়েছে।
আরও পড়ুন… IND vs NZ: হুঙ্কার আগেই দিয়েছিলেন, এবার ইতিহাস গড়ে ভারতকে হারিয়ে কথা রাখলেন আজাজ প্যাটেল
অশ্বিন তার মাথা ধরেছিলেন এবং গৌতম গম্ভীর মুখের উপর নিজের হাত রেখেছিলেন-
নিউজিল্যান্ড ম্যাচ জেতার পর ভারতীয় দলের ড্রেসিংরুমকে খুব বিচলিত ও হতাশ দেখাচ্ছিল। হারের পরে, একটি ছবি প্রকাশিত হয়েছে যেখানে ভারতীয় অভিজ্ঞ অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিন তার মাথা ধরে রয়েছেন যখন কোচ গৌতম গম্ভীর মুখে হাত দিয়ে বসে আছেন।
আগারকার-গম্ভীর ও নায়ারের মধ্যে দীর্ঘ আলাপ হয়েছিল-
বিসিসিআই-এর প্রধান নির্বাচক অজিত আগারকর, ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর এবং সহকারী কোচ অভিষেক নায়ারের মধ্যে ম্যাচের পরে দীর্ঘ কথোপকথন হতে দেখা গিয়েছিল। তিনজনকেই অনেকক্ষণ মাঠের মধ্যে আলোচনা করতে দেখা যায়।
আরও পড়ুন… ভিডিয়ো: এক ওভারে ৬টা ছক্কা! উথাপ্পার বলে বোপারার ব্যাটিং ঝড়, Hong Kong Sixes-এ ফের হারল ভারত
রোহিত-বিরাটেরও মুখ নীচু হয়েগিয়েছিল-
মুম্বই টেস্ট হারার পর অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলির মুখও বিষণ্ণ দেখাচ্ছিল। দুজনকেই বেশ হতাশ দেখাচ্ছিল। এই ছবি দেখে ভক্তরা নানা কমেন্ট করতে থাকে।
গভীর চিন্তিতো দেখাচ্ছিল-
মুম্বই টেস্টে ভারত হেরে যাওয়ার পর গৌতম গম্ভীর মুখ থুবড়ে পড়েছিল। মনে হল গভীর চিন্তায় মগ্ন ছিলেন তিনি। তাঁর মুখই বলে দিচ্ছিল এই সিরিজে টিম ইন্ডিয়ার পারফরম্যান্স কী হচ্ছিল।