শুভমন গিল ভারত বনাম নিউজিল্যান্ড টেস্ট ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেছিলেন। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ৯০ রানের ইনিংস খেলেন তিনি। প্রথম ইনিংসে ভারতের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছিলেন শুভমন গিল। এই ইনিংস নিয়ে নিজের প্রতিক্রিয়াও ব্যক্ত করেছেন শুভমন গিল। এটিকে তাঁর কেরিয়ারের অন্যতম সেরা ইনিংস বলে অভিহিত করেছেন গিল। শনিবার ম্যাচের দ্বিতীয় দিনের খেলা শেষে নিউজিল্যান্ড ৯ উইকেট হারিয়ে ১৪৩ রানের লিড নিয়েছে।
নিজের ইনিংস নিয়ে কী বললেন শুভমন গিল?
ওয়াংখেড়ে স্টেডিয়ামে শুভমন গিল ১৪৬ বলের মোকাবেলা করে ৯০ রান করেন। ইন্ডিয়া টুডে-র একটি খবর অনুযায়ী, ইনিংস সম্পর্কে গিল বলেছেন, ‘এটা আমার কেরিয়ারের অন্যতম সেরা ইনিংস। স্পিনারদের বিরুদ্ধে খেলার সময় আমি খুব ভারসাম্যপূর্ণ ভাবছিলাম। পুণে টেস্টের আগে নেটে খুব পরিশ্রম করেছি। এ সময় কোচের সঙ্গে অনুশীলন নিয়েও কথা হয়।’
আরও পড়ুন… যদি KKR আমার জন্য বিড করে তাহলে....নাইটদের রিটেনশনের প্রশংসা করে মনের কথা জানালেন বেঙ্কটেশ
ভারতের ইনিংস কেমন ছিল?
প্রথম ইনিংসে অলআউট হওয়া পর্যন্ত টিম ইন্ডিয়া ২৬৩ রান করেছে। এই সময় শুভমন গিল ৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৯০ রান করেন। ঋষভ পন্তও হাফ সেঞ্চুরি করেন। তিনি ৫৯ বলে ৬০ রান করেন। ৮টি চার ও ২টি ছক্কা হাঁকান পন্ত। যশস্বী জয়সওয়াল ৩০ রান করে আউট হন। ১৮ রানের অবদান রোহিত শর্মা। বিরাট কোহলি ৪ রান করে আউট হয়ে সাজঘরে ফিরে যান।
গিলের টেস্ট কেরিয়ার কেমন ছিল-
শুভমন গিলের টেস্ট কেরিয়ার এখন পর্যন্ত ভালোই গিয়েছে। ২৯ ম্যাচে ১৭৯৯ রান করেছেন তিনি। এই সময়ে তিনি পাঁচটি সেঞ্চুরি ও সাতটি হাফ সেঞ্চুরি করেছেন। শুভমন গিলের টেস্ট সেরা স্কোর ১২৮ রান। তিনি ৪৭টি ওডিআই ম্যাচও খেলেছেন। এতে ২৩২৮ রান করা হয়েছে। আপনাদের বলে দেওয়া যাক, মুম্বই টেস্টে ভারতের বিরুদ্ধে ১৪৩ রানের লিড নিয়েছে নিউজিল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ৯ উইকেট হারিয়ে ১৭১ রান করেছেন তিনি। যেখানে প্রথম ইনিংসে ২৩৫ রান করেছিল।
আরও পড়ুন… BGT 2024-24: পৃথ্বী শ'কে মনে আছে- কনস্টাসকে নিয়ে অজি নির্বাচকদের সতর্ক করলেন ক্লার্কের কোচ
গিলকে কী প্রশ্ন করা হয়েছিল-
দ্বিতীয় দিনের পরে এক সাংবাদিক শুভমন গিলকে জিজ্ঞাসা করেন, ‘যখন থেকে আপনি ৩ নম্বর পজিশনে এসেছেন, তখন থেকে কি আপনার ওপর চাপ আছে যখন রান না করতে পারেন (যখন রান আসে না)? সেই সময়ে মানসিকতা কেমন হয়?’
চাপ নিয়ে কী বললেন শুভমন গিল-
এই প্রশ্ন শুনে মাথা গরম না করে শুভমন গিল একটি ভোঁতা প্রতিক্রিয়া দিয়েছেন, বলেছেন, ‘আমার মতো, ব্যক্তিগতভাবে? আমি মনে করি আমি একটি দুর্দান্ত বছর পার করছি। আমি শেষ টেস্ট খেলেছি, আমি দুটি শুরু পেয়েছি, আমি রূপান্তর করতে পারিনি, অর্থাৎ কিন্তু আমি এই ইনিংসে খুব আত্মবিশ্বাসী ছিলাম, আমার ওপর কোনও চাপ ছিল না।’
আরও পড়ুন… FIFA World Cup 2026-এ লিওনেল মেসি কি আর্জেন্তিনার জার্সি গায়ে মাঠে খেলতে নামবেন? উত্তর দিলেন LM10
ঋষভ পন্তের সঙ্গে নিজের নিয়ে কী বললেন শুভমন গিল-
ঋষভ পন্তের সঙ্গে নিজের পারফরমেন্স নিয়ে কথা বলতে গিয়ে শুভমন গিল বলেন, ‘আমি মনে করি আপনি যখন বোলারদের চাপের মধ্যে রাখেন, তখন তাদের পক্ষে সেই এলাকায় ধারাবাহিকভাবে বল করা কঠিন এবং আমরা (পন্ত ও গিল) সেই বিষয়ে কথা বলেছি। আমার মনে হয় যেভাবে ঋষভ এসে বাউন্ডারি মারতে শুরু করে, সেই নির্দিষ্ট সেশনে তারা খুব একটা ধারাবাহিক ছিল না। তাদের লাইন এবং লেন্থের সঙ্গে, তাই আমরা এটাকে ক্যাশ করতে সক্ষম হয়েছি।’