রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচে পরাজয়ের পরে সমালোচনার মুখে পড়েছে। কিউই দল দ্বিতীয় টেস্ট ম্যাচ জিতেছে ১১৩ রানে। এই হারের ফলে হতাশা ও লজ্জা একইসঙ্গে গ্রাস করেছে ভারতীয় ক্রিকেটকে। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ হারের যন্ত্রণা তো আছেই। তার মধ্যে হোয়াইটওয়াশ হওয়ার ভয়ও তাড়া করছে রোহিত শর্মাদের।
তবে এর মধ্যে আবার সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতীয় দল নিয়ে নতুন প্রশ্ন তুলে দিয়েছেন। সামনেই অস্ট্রেলিয়া সফর। তার আগে ভারতীয় দলের এই হার চিন্তায় ফেলেছে ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কেও। তিনি অবশ্য রোহিতদের এমন শোচনীয় হারের কারণটাই খুঁজে পাচ্ছেন না। তবে এই পরাজয় নিয়ে তিনি একটি বড় প্রশ্ন তুলে ধরেছেন।
আরও পড়ুন… PCB Central Contracts 2024-25: বড় ক্ষতির মুখে আফ্রিদি, তালিকার বাইরে একাধিক তারকা
রাতের বিমানে কলকাতা থেকে লন্ডন উড়ে যাবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তার আগে বাংলা দলকে উৎসাহ দেওয়ার জন্য সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস গ্রাউন্ডে গিয়েছিলেন মহারাজ। সেই সময়ে ভারতীয় দলের হার নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় তাঁকে। ভারতে এই হার কি অস্ট্রেলিয়ায় টিম ইন্ডিয়ার চাপ আরও বাড়িয়ে দিল? এই প্রশ্ন শুনেই নিজের মতো করে বিশ্লেষণ করলেন সৌরভ।
আরও পড়ুন… IPL 2025 Mega Auction: কেএল রাহুল নয়, এই অজি তারকার জন্য RTM কার্ড ব্যবহার করবে LSG- রিপোর্ট
সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, ‘ভারত নিঃসন্দেহে শক্তিশালী দল। একটা সিরিজের ব্যর্থতা দিয়ে এই দলটার বিচার করা ঠিক হবে না। কিন্তু একটা কথা না বলে পারছি না। আমরা যদি স্পিন ঠিকঠাক খেলতে না পারি তা হলে ঘূর্ণি উইকেট কেন বানানো হবে? তার চেয়ে স্পোর্টিং উইকেট বানালেই তো ভালো হত। অস্ট্রেলিয়ায় গিয়ে রোহিতরা তো ঘূর্ণি পিচ পাবে না।’ সৌরভ গঙ্গোপাধ্য়ায় আরও বলেন, ‘ভালো উইকেটে খেলাটা সব সময় অ্যাডভান্টেজ। সেটা নিউজিল্যান্ডকে দেখে বোঝা যায়।’
আরও পড়ুন… ওরা তো কাগজে কলমে বাঘ আর ঘরে ভিজে বিড়াল- রোহিতদের টিম ইন্ডিয়াকে নিয়ে পাক ক্রিকেটারের কটাক্ষ
সৌরভ গঙ্গোপাধ্যায় এদিন বললেন, ঘরের মাঠে নিয়মিত স্পোর্টিং উইকেট বানানোর কথা ভাবা যেতে পারে। হতে পারে স্পিন আমাদের শক্তি। কিন্তু সেই শক্তি যখন আমরা সঠিক ভাবে কাজে লাগাতে পারছি না, তখন বিকল্প হিসেবে স্পোর্টিং পিচের কথাই ভাবা হোক।
এই জয়ের ফলে, নিউজিল্যান্ড ২-০ এর অপ্রতিরোধ্য লিড নিয়েছে। এখন দুই দলের মধ্যে শেষ এবং তৃতীয় টেস্ট ম্যাচটি ১ নভেম্বর থেকে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এই টেস্ট ম্যাচটি দীপাবলির পরের দিন শুরু হওয়ার কথা, কিন্তু এর কারণে টিম ইন্ডিয়ার দীপাবলির ছুটিও বাতিল করা হয়েছে। ম্যানেজমেন্ট স্পষ্টভাবে বলেছে যে ৩০-৩১ অক্টোবর অনুষ্ঠিতব্য অনুশীলন সেশনে সমস্ত খেলোয়াড়দের উপস্থিত থাকা বাধ্যতামূলক।