আগেই হুঙ্কারটা দিয়েছিলেন। বলেছিলেন টিম ইন্ডিয়াকে এই ম্যাচ জিততে দেবেন না। যেমন কথা তেমন কাজ। ভারত বনাম নিউজিল্যান্ডের টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচের দ্বিতীয় ইনিংসে বল হাতে ইতিহাস গড়ে নিজের কথা রাখলেন। কিউই স্পিনার আজাজ প্যাটেল একাই দ্বিতীয় ইনিংসে নিলেন ছয় উইকেট। শেষ করে দিলেন অর্ধেক টিম ইন্ডিয়াকে। ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছিলেন তিনি। ম্যাচের পরে জানালেন নিজের মনের কথা।
মুম্বইয়ে তৃতীয় ও শেষ টেস্টে ইতিহাস গড়েছেন নিউজিল্যান্ডের স্পিনার আজাজ প্যাটেল। একজন বিদেশী বোলার হিসাবে, তিনি ভারতের একটি স্টেডিয়ামে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বিদেশী বোলার হয়েছেন। এই তালিকায় ইংল্যান্ডের প্রাক্তন বোলার ইয়ান বোথামকে হারিয়েছেন তিনি। রবীন্দ্র জাদেজার উইকেট নিয়ে এই রেকর্ড গড়েন আজাজ প্যাটেল। মুম্বই টেস্ট জিততে ভারতকে ১৪৭ রানের টার্গেট দিয়েছে। টিম ইন্ডিয়ার রান তাড়ার সময়, রবীন্দ্র জাদেজার চতুর্থ উইকেট নিয়ে এই কীর্তি অর্জন করেছিলেন আজাজ প্যাটেল।
আরও পড়ুন… ভিডিয়ো: এক ওভারে ৬টা ছক্কা! উথাপ্পার বলে বোপারার ব্যাটিং ঝড়, Hong Kong Sixes-এ ফের হারল ভারত
আজাজ প্যাটেল মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এখনও পর্যন্ত ২৩ উইকেট নিয়েছেন। একই মাটিতে গত ভারতীয় সফরে এক ইনিংসে ১০ উইকেট নিয়ে ইতিহাস গড়েছিলেন। তিনি নিউজিল্যান্ডের প্রথম বোলার এবং বিশ্বের তৃতীয় বোলার হিসেবে এমন কীর্তি গড়েন। ওই সময় দুই ইনিংসেই আজাজ ১৪ উইকেট নিয়েছিলেন। চলতি টেস্টের প্রথম ইনিংসে নিয়েছেন ৫ উইকেট। দ্বিতীয় ইনিংসে ১৪.১ ওভারে ৫৭ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন।
আরও পড়ুন… ভিডিয়ো: এখনও শেষ হয়ে যাননি! উইকেটের পিছনে দাঁড়িয়ে নিজের বুদ্ধির পরিচয় দিলেন ইশান কিষান
ভারতের মাটিতে সফরকারী বোলারের সবচেয়ে বেশি উইকেট-
২৫ আজাজ প্যাটেল, ওয়াংখেড়ে
২২ ইয়ান বোথাম, ওয়াংখেড়ে
১৮ রিচি বেনৌড, ইডেন গার্ডেন
১৭ কোর্টনি ওয়ালশ, ওয়াংখেড়ে
আরও পড়ুন… Ranji Trophy: বাংলার রঞ্জি ট্রফির দলেও জায়গা পেলে না! কবে মাঠে ফিরবেন মহম্মদ শামি?
কী বললেন আজাজ প্যাটেল?
এই ম্যাচের পরে পারফরমেন্সের বিচারে আজাজ প্যাটেল প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন। ম্যাচের পরে আজাজ প্যাটেল বলেছেন, ‘স্পিন বোলিংটা ছন্দের বিষয়। যখন সবকিছু মিলে যায় তখন আপনি নিজের কাজে সফল হবেন। (দ্বিতীয় দিনে দুপুরের খাবারের পরে স্পেল নিয়ে) আমি সকালের সেশনেও আত্মবিশ্বাসী বোধ করেছিলাম। লাঞ্চের পরের সময়টা অনেক বেশি হয়ে গেল এবং এটা আমাকে সাহায্য করেছে। আমি চেষ্টা করেছি এটা সহজ রাখতে এবং ব্যাটারদের থেকে এগিয়ে থাকতে। (পন্তের বিরুদ্ধে তার যুদ্ধ) সে অসাধারণ ব্যাটিং করেছে এবং সে আমাদের চাপে রেখেছিল। সবকিছুর বাইরে গিয়ে চিন্তা করতে হয়েছিল এবং তার বিরুদ্ধে একটি ভিন্ন পরিকল্পনা নিয়ে আসতে হয়েছিল।’