কয়েকদিন আগে থেকেই টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটার বিরাট কোহলির ফর্ম নিয়ে নানা মহলে আলোচনা শুরু হয়েছে। বিরাট বেশ কিছু ম্যাচে সেঞ্চুরি করতে পারেননি, কোহলির ব্য়াটিং ধারাবাহিকতা এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যে অনেকেই তাঁর বর্তমান ব্যাটিং পারফরমেন্স নিয়ে প্রশ্ন করা শুরু করেছেন। নানা মহল থেকে বলা হচ্ছে বিরাট কোহলি ভালো ফর্মে নেই। তবে এমন সময়ে বিরাটের পাশেই দাঁড়িয়েছেম টিম ইন্ডিয়ার প্রধান কোচ গৌতম গম্ভীর।
এই বিষয়ে মানুষের চিন্তাভাবনা পরিবর্তনের কথা বলেছেন গৌতি। তিনি বলেছিলেন যে একজন তরুণ ক্রিকেটারের অভিষেক করার সময়ে রানের যেমন খিদে থাকে বিরাট কোহলির মধ্যে রানের সেই রকম ক্ষুধা রয়েছে। এবং এমন পরিস্থিতিতে প্রতিটি ইনিংসের পরে তাঁকে মূল্যায়ন করা ঠিক নয়।
আরও পড়ুন… Ranji Trophy: ভার্গব ভাটের ১০ উইকেট, Irani Cup 2024 চ্যাম্পিয়ন মুম্বইকে ৮৪ রানে হারাল বরোদা
বিরাট কোহলি শেষ আট ইনিংসে মাত্র একটি হাফ সেঞ্চুরি (২০২৩ সালে সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭৬ রান) করেছেন। বুধবার থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শুরু হতে যাওয়া তিন ম্যাচের টেস্ট সিরিজের আগে ফর্মে ফেরা তার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে, এর কারণ এর পরে ভারতীয় ক্রিকেট দলকে নভেম্বরে অস্ট্রেলিয়া সফর করতে হবে। যেখানে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলা হবে। বর্ডার-গাভাসকর ট্রফির আগে বিরাটের ফর্মে ফেরাটা ভারতীয় দল ও তাঁর নিজের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন… Ranji Trophy Elite 2024-25: কোহলির পরামর্শে পূজারা বধ, প্রথমে চোখ মেলাতেও ভয় পেয়েছিলেন গুরজপনীত
গৌতম গম্ভীর বলেছেন, ‘বিরাটকে নিয়ে আমার চিন্তাভাবনা খুব স্পষ্ট, সেটি হল তিনি একজন বিশ্বমানের ক্রিকেটার। এত বছর ধরে দুর্দান্ত পারফর্ম করেছেন। অভিষেকের সময় তাঁর মধ্যে যেমন রানের খিদে ছিল, বর্তমানে তার রানের ক্ষুধাটাও ঠিক তেমনই। এই ক্ষুধাটাই তাঁকে বিশ্বস্তরের ক্রিকেটার করে তোলে। আমি নিশ্চিত সে এই সিরিজে এবং অস্ট্রেলিয়াতেও রান করবে।’
আরও পড়ুন… IND vs AUS: মাঠেই ভেঙে পড়লেন হরমন, মুখ ঢাকলেন স্মৃতি! পরাজয়ের পরে কেমন ছিল ভারতের সাজঘরের ছবি
গম্ভীর আরও বলেন, ‘প্রতি ম্যাচের পর মূল্যায়ন সঠিক নয়। আপনি যদি প্রতি ম্যাচের পরে এটি করতে শুরু করেন তবে এটি তাদের পক্ষে ঠিক হবে না। এটি একটি খেলা এবং আপনাকে সাফল্যের সঙ্গে ব্যর্থতারও মুখোমুখি হতে হবে। আমরা যদি অনুকূল ফলাফল পাই তাহলে চিন্তার কিছু নেই।’ তিনি বলেন, ‘কেউ প্রতিদিন তার সেরা পারফর্ম করতে পারে না। আমাদের কাজ হল খেলোয়াড়দের সমর্থন করা। আমার কাজ সেরা ১১ নির্বাচন করা, কাউকে বাদ দেওয়া নয়। আমাদের একটানা আটটি টেস্ট খেলতে হবে এবং সবার চোখ ভালো পারফরম্যান্সের দিকে থাকবে।’