গত চার বছর ওডিআই ক্রিকেটে মুখোমুখি হয়নি ভারত এবং পাকিস্তান। টি-টোয়েন্টি খেললেও ৫০ ওভারের ক্রিকেটে ইন্দো-পাক মহারণ দেখা যায়নি। শনিবার চলতি এশিয়া কাপে পাল্লেকেলেতে চার বছরের মধ্যে প্রথম বার মুখোমুখি হতে চলেছে ভারত এবং পাকিস্তান। স্বাভাবিক ভাবেই এই ম্যাচকে ঘিরে উন্মাদনা আরও বেশি।
শেষ বার দুই দল একে অপরের বিরুদ্ধে ওডিআই খেলেছে ২০১৯ বিশ্বকাপে। যে ম্যাচে ভারত ৮৯ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছিল। শেষ পাঁচটি ওডিআই ম্যাচে ভারত হেড টু হেডে ৪-১ ব্যবধানে এগিয়ে আছে। ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ওভালে তারা এক বার হেরেছিল।
এশিয়া কাপের যাবতীয় স্টোরি পড়তে ক্লিক করুন এখানে: https://bangla.hindustantimes.com/cricket/asia-cup
ভারত বুধবারই ক্যান্ডিতে পৌঁছেছে। বৃহস্পতিবার তারা কোনও প্রশিক্ষণ সেশন রাখেনি। তবে শুক্রবার সন্ধ্যায় তারা অনুশীলনে নেমেছিল। কিন্তু ভারতের যেটা সবচেয়ে বড় সমস্যার বিষয় হতে চলেছে, তা হল আবহাওয়া। পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন দিনের জন্য মাঝারি থেকে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারত বনাম পাকিস্তান ম্যাচকে ঘিরেও তাই তীব্র অনিশ্চয়তা রয়েছে। শনিবার ৯০ শতাংশ ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর ম্যাচে ভেস্তে যাওয়াটা মোটেও হজম করতে পারবে না দুই দলের ক্রিকেটার থেকে ক্রিকেট ভক্ত- সকলেই।
আরও পড়ুন: বিশ্বের এক ও তিন নম্বর দল মুখোমুখি চার বছর বাদে, জানুন দুই দলের দুর্বলতা কী কী
তবে যদি ম্যাচ হয়, তা হলে কী ভাবে দেখতে পাবেন ইন্দো-পাক মহারণ? ম্যাচের টেলিকাস্ট এবং লাইভ স্ট্রিমিং সম্পর্কে জেনে নিন বিস্তারিত:
২০২৩ এশিয়া কাপের গ্রুপ ‘এ’র ভারত বনাম পাকিস্তান ম্যাচটি কবে হবে?
২০২৩ এশিয়া কাপের গ্রুপ ‘এ’র ভারত বনাম পাকিস্তান ম্যাচটি শনিবার অর্থাৎ ২ সেপ্টেম্বর খেলা হবে।
২০২৩ এশিয়া কাপের গ্রুপ ‘এ’র ভারত বনাম পাকিস্তান ম্যাচটি কোথায় খেলা হবে?
২০২৩ এশিয়া কাপের গ্রুপ ‘এ’র ভারত বনাম পাকিস্তান ম্যাচটি ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
২০২৩ এশিয়া কাপের গ্রুপ ‘এ’র ভারত বনাম পাকিস্তান ম্যাচটি ক'টা থেকে শুরু হবে?
২০২৩ এশিয়া কাপের গ্রুপ ‘এ’র ভারত বনাম পাকিস্তান ম্যাচটি শুরু হবে ভারতীয় সময়ে বিকেল তিনটে থেকে। টস হবে দুপুর আড়াইটের সময়ে।
২০২৩ এশিয়া কাপের গ্রুপ ‘এ’র ভারত বনাম পাকিস্তান ম্যাচটি কোথায় কী ভাবে দেখা যাবে?
২০২৩ এশিয়া কাপের গ্রুপ ‘এ’র ভারত বনাম পাকিস্তান ম্যাচটি স্টার স্পোর্টস নেটওয়ার্কে সম্প্রচার করা হবে।। এছাড়া হটস্টারে সরাসরি লাইভ স্ট্রিমিং দেখা যাবে। HT বাংলাতেও সরাসরি ম্যাচের লাইভ আপডেট পাবেন আপনারা।