Chris Gayle dons unique blazer: ভারতের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি, রোহিত শর্মা এবং পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে রবিবার ক্রিস গেইলের বিশেষ ব্লেজারে অটোগ্রাফ দিতে দেখা গিয়েছে। নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারত ও পাকিস্তানের মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এর ১৯তম ম্যাচ খেলার আগে এই ছবিটি ধরা পড়েছে। এদিনের ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান। এই ম্যাচ শুরু হওয়ার আগে ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ব্যাটসম্যান ক্রিস গেইলকে একটি রঙিন ব্লেজার পরে মাঠে আসতে দেখা যায়। তাঁর সেই ব্লেজারে ভারত ও পাকিস্তান উভয় দেশের রঙ দেখা গিয়েছিল।
বিরাটের সঙ্গে দেখা করেন গেইল
ভারত বনাম পাকিস্তানের ম্যাচ শুরুর আগে ভারতীয় দলের অভিজ্ঞ খেলোয়াড়দের সঙ্গে দেখা করেন ক্রিস গেইল। বিরাটের সঙ্গে আইপিএলেও খেলেছেন গেইল। প্রাক্তন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি প্রথমে ক্রিস গেইলের ব্লেজারে সই করেন। তবে তার আগে গিইলকে দেখে কোহলি যেই প্রতিক্রিয়া দিয়েছিলেন তা দেখে সকলেই বেশ উপভোগ করতে থাকেন। দুজনে নাচের একটি স্টেপও করেন। সোশ্যাল মিডিয়াতে সেই ভিডিয়ো আগুনের মতো ভাইরাল হচ্ছে।
পন্ত-রোহিতদের সঙ্গে দেখা করলেন ক্রিস গেইল-
ক্রিস গেইলের সেই বিখ্যাত ব্লেজারে অটোগ্রাফ দিয়েছেন ঋষভ পন্তরা। এই সময় ভারতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে ক্রিস গেইলকে হাসতে ও ঠাট্টা করতে দেখা যায়। এরপর ভারতীয় অধিনায়কের সঙ্গে সাক্ষাৎ করেন ক্রিস গেইল। এরপরে গেইলের সেই ব্লেজারে সই করেন রোহিত শর্মাও। দীর্ঘক্ষণ তাদের মধ্যে কথা হয়। সেই ছবিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে।
আরও পড়ুন… IND vs PAK: একটা সময়ে মনে হয়েছিল পিছিয়ে রয়েছি, তারপর… কীভাবে ম্যাচ ঘুরল? কী বললেন বুমরাহ?
পাকিস্তান শিবিরে ক্রিস গেইল-
কিছুক্ষণ পর ক্রিস গেইল পাকিস্তান শিবিরে পৌঁছে যান। সেখানে পাকিস্তান দলের অধিনায়ক বাবর আজমের কাছে গিয়ে তাঁর সঙ্গে কথা বলেন। এবং এরপরে ক্রিস গেইলের ব্লেজারে বাবর আজমকেও সই করতে দেখা যায়। এরপরে পাকিস্তান শিবিরে সকলের সঙ্গে দেখা করেন গেইল। এরপরে যখন সাংবাদিকরা ক্রিসে গেইলকে তাঁর এই ব্লেজারের কথা জিজ্ঞাসা করেন তখন তিনি বলেন, আসলে তিনি দুই দলেরই ভক্ত। তিনি দুই দলকেই পছন্দ করেন এবং সেই কারণে এমন ব্লেজার পরে তিনি মাঠে এসেছিলেন।
আরও পড়ুন… ভিডিয়ো: ভারতের বিরুদ্ধে ম্যাচ হারতেই চোখে জল! কাঁদতে কাঁদতে মাঠ ছাড়লেন নাসিম শাহ
রবিবার ভারত বনাম পাকিস্তানের মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ এ-এর ম্যাচে বৃষ্টির কারণে টসে দেরিতে হয়। টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। ভারত প্রথমে ব্যাট করতে নেমে ১৯ ওভারেই সব উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ১১৯ রান তোলে। জবাবে পাকিস্তান দল নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৩ রান তোলে। ফলে এই ম্যাচে ৬ রানে হেরে যায় বাবর আজমরা।