শুভব্রত মুখার্জি: এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা তারকা বিরাট কোহলি। ক্রিকেটের তিন ফর্ম্যাটেই ব্যাট হাতে সমান ভাবে সফল তিনি। ফলে ভারত তো বটেই, ক্রিকেট বিশ্বের বাকি দেশগুলোতেও তিনি সমান ভাবে জনপ্রিয়। মাঠ এবং মাঠের বাইরে বিভিন্ন সময়ে বিরাটের প্রতি ভক্তদের ভালোবাসার এই প্রতিফলন দেখা গিয়েছে। প্রতিবেশী দেশ তথা ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানেও বিরাটকে নিয়ে উন্মাদনা প্রবল।
আরও পড়ুন: শেষ ওভারে ১১ রান করতে গিয়ে ২ উইকেট পড়ল, প্রোটিয়াদের কাছে ৪ রানে হারল বাংলাদেশ
রবিবার নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে ফের একবার তা দেখা গেল। নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে এদিন ভারত বনাম পাকিস্তান মহারণ দেখতে গ্যালারি ছিল কানায় কানায় পূর্ণ। উপস্থিত ছিলেন পুরুষ, মহিলা এমন কী ছোট ছোট বাচ্চারাও। গ্যালারিতে উপস্থিত পাকিস্তানের এক সুন্দরী মহিলা সমর্থক এদিন রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছেন। তিনি ভাইরাল হয়েছেন তাঁর বিরাট প্রীতির কারণে। তাঁর গলাতে দেখা গিয়েছে বিরাট কোহলির একটি পেনডেন্ট (লকেট)। যা ক্যামেরাবন্দি করেন ব্রডকাস্টারদের ক্যামেরাম্যান। সেই ছবিই মুহূর্তে ভাইরাল হয়েছে।
আরও পড়ুন: পাক ফিল্ডিংয়ের দুরবস্থা দেখে হেসে গড়াল রোহিত, হাসি চাপার ব্যর্থ চেষ্টা কোহলির- ভিডিয়ো
মাঠে পাকিস্তানের জার্সি পরে উপস্থিত হন ওই মহিলা। তাঁর গলায় ছিল বিরাট কোহলির ছবি দেওয়া একটি পেনডেন্ট। যেখানে বিরাটের ছবির উপরে লেখা রয়েছে তাঁর জাতীয় দলের জার্সি নম্বর ১৮। ক্যামেরাম্যান যখন ওই তরুণীকে ক্যামেরাতে ধরেন তখন বুঝতে পেরে তিনি বিরাটের ছবি দেওয়া সেই লকেটটি আঙুলে করে উঁচু করে তুলে ধরেন। ফলে স্পষ্ট ভাবে ক্যামেরাবন্দি হয় পাক তরুণীর ওই বিরাটের ছবি দেওয়া লকেটটি। ঘটনাচক্রে এই মহিলা পাক সমর্থক এর আগেও খবরের শিরোনামে থেকেছেন। তাঁর ক্ষেত্রে এই ক্যামেরার লাইমলাইট প্রথম নয়।
আরও পড়ুন: বিশ্বাস হারেনি… উইন প্রেডিকটরে ভারতের ৮% জয়ের সম্ভাবনার স্ক্রিনশট শেয়ার করে বার্তা পন্তের
২০২৩ সালের এশিয়া কাপ চলার সময়ে তিনি প্রথম বার ভাইরাল হয়েছিলেন। সেই সময়েও পাকিস্তান দলনায়ক বাবর আজমের থেকেও বিরাট কোহলির প্রতি তাঁর ভালোবাসা জনসমক্ষে এনে ভাইরাল হয়েছিলেন তিনি। এশিয়া কাপে ২০২৩ সালে ভারত ও পাকিস্তান গ্রুপ পর্বে একে অপরের মুখোমুখি হয়েছিল। ওই ম্যাচে বিরাটের শতরান দেখার আশা নিয়ে তিনি মাঠে উপস্থিত হয়েছিলেন। যদিও ম্যাচটি পরবর্তীতে বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। সোশ্যাল মিডিয়াতে বেশ জনপ্রিয় এই পাক সমর্থক। ইন্সটাগ্রাম এবং টিকটকে তাঁর হ্যান্ডেল ' লাভ খানি' বেশ জনপ্রিয়। ইন্সটাগ্রামেই তাঁর ২.২ বিলিয়ন ফলোয়ার রয়েছে।
সবমিলিয়ে তাঁর ৭.৩ মিলিয়ন ফলোয়ার রয়েছে। তাঁর ভালো নাম ফিজা খান। আবুধাবির এক মলের বিভিন্ন প্রোডাক্টের প্রমোশন ও তিনি তাঁর অ্যাকাউন্টের মধ্যে দিয়ে করেছেন। ফ্যাশন মডেল এবং টিকটকার হিসেবে দারুণ জনপ্রিয় তিনি। ২০২৩ এশিয়া কাপের সময়ে তিনি বলেন, ‘আমি একসঙ্গে ভারত এবং পাকিস্তানকে সমর্থন করি’ সেই সময়েও তাঁর এই মন্তব্য বেশ ভাইরাল হয়েছিল।