শুভব্রত মুখার্জি: রবিবার চলতি টি-২০ বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং পাকিস্তান। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে লো স্কোরিং থ্রিলারের সাক্ষী থাকে দর্শকরা। ম্যাচের শুরুর দিকে বেশ কয়েক বার বিঘ্ন ঘটিয়েছে বৃষ্টি। তবে ম্যাচে কোনও ওভার কাটা যায়নি। এক টানটান উত্তেজনার ম্যাচের সাক্ষী থেকেছেন দর্শকরা। ম্যাচে দাপট দেখিয়েছেন দুই দেশের বোলাররা। ভারত এই ম্যাচে প্রথমে ব্যাট করে মাত্র ১১৯ রানে অলআউট হয়ে যায়।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে পাকিস্তান একটা সময়ে জেতার অবস্থায় ছিল। ৫৭ রানে মাত্র এক উইকেট পড়েছিল তাদের। এমন অবস্থায় বিশেষজ্ঞরা সকলেই ভেবেছিলেন, পাকিস্তান হয়তো ম্যাচ জিতবে। কিন্তু ভারতের দুরন্ত বোলিংয়ের সামনে তা সম্ভব হয়নি। আর এর পরেই বিস্ফোরক অভিযোগ করেছেন প্রাক্তন পাকিস্তানি অধিনায়ক সেলিম মালিক। বর্তমান দলের অলরাউন্ডার ইমাদ ওয়াসিমের বিরুদ্ধে ইচ্ছে করে বল নষ্টের অভিযোগ এনেছেন তিনি।
নিউইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে গত কাল ভারতের কাছে চরম ব্যাটিং ব্যর্থতার সম্মুখীন হয় পাকিস্তান। ফলে ম্যাচে হারতে হয়েছে পাকিস্তান দলকে । তাদের পেসাররা ভালো বোলিং করে দলকে ম্যাচে ফেরান। নাসিম শাহ–মহম্মদ আমিরদের দুর্দান্ত বোলিংয়ে ভারতকে ১১৯ রানে অলআউট করে দেয় পাকিস্তান। রান তাড়া করতে গিয়ে একটা সময়ে ১২.১ ওভারে ২ উইকেটে পাকিস্তানের স্কোর ছিল ৭৩ রান।
এখান থেকেই ছন্দপতন হয় পাকিস্তানের! মহম্মদ রিজওয়ান বোল্ড হন জসপ্রীত বুমরাহর বলে। রিজওয়ানের আউটের পর উইকেটে আসেন ইমাদ। জয়ের জন্য তখন ৪৬ বলে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৭ রান। হাতে ছিল ৭ উইকেট। ইমাদ সেই সময়ে স্ট্রাইক রোটেট করতে সমস্যায় পড়েন। অক্ষর প্যাটেলের এক ওভারে পরপর ৪ বলে কোনও রানই করতে পারেননি ইমাদ।
আরও পড়ুন: পাক ফিল্ডিংয়ের দুরবস্থা দেখে হেসে গড়াল রোহিত, হাসি চাপার ব্যর্থ চেষ্টা কোহলির- ভিডিয়ো
শেষ পর্যন্ত ২০তম ওভারের প্রথম বলে আর্শদীপ সিংয়ের বলে ২৩ বলে ১৫ রান করে আউট হন তিনি। যার মধ্যে একটি চার হাঁকান তিনি। ইমাদের ইনিংসের স্ট্রাইক রেট ছিল ৬৫.২১। তাঁর এই লো স্ট্রাইক রেটের ইনিংসটিকেই দলের হারের অন্যতম কারণ হিসেবে বেছে নিয়েছেন দলের প্রাক্তন অধিনায়ক সেলিম মালিক। ২৪ নিউজ চ্যানেলে ইমাদকে দোষারোপ করতে গিয়ে অন্য রকম এক ইঙ্গিত দিয়েছেন মালিক। তিনি বলেন, ‘ইমাদের ইনিংসটির দিকে তাকান। দেখে মনে হয়েছে ও রান–তাড়াকে কঠিন করে তুলতে চেষ্টা করছে। বল নষ্ট করেছে।’