৯ জুন (রবিবার) ২০২৪ আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে কি রোহিত শর্মা চোটের জন্য খেলতে পারবেন না? জসপ্রীত বুমরাহ সম্পর্কে ইনস্টাগ্রামে সঞ্জনা গণেশনের সাম্প্রতিক রহস্যময় পোস্ট নিয়ে জল্পনা শুরু হয়েছে। বিশেষ করে বুমরাহ সেই পোস্টের যা জবাব দিয়েছেন, তাতে জল্পনা আগুনে যেন ঘি যোগ হয়েছে।
আরও পড়ুন: গোল্ডেন ডাক করে আউট, তার উপর আবার সমর্থকের উপর চড়াও, বিতর্কে ১২৫ কেজির আজম খান- ভিডিয়ো
আসলে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে রোহিত শর্মা চোট পেয়ে মাঠ ছাড়ার পর থেকেই এই নিয়ে আশঙ্কার মেঘ ঘনীভূত হয়েছিল। এর পর সঞ্জনার পোস্ট এবং বুমরাহের জবাব সেই আশঙ্কাকে আরও বাড়িয়ে তুলেছে। তবে কি পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে রোহিত অনিশ্চিত?
আরও পড়ুন: ওপেন করতে নেমেই ব্যর্থ কোহলি, আউট হলেন ১ রানে, T20 World Cup-এ নিজের সর্বনিম্ন স্কোর বিরাটের
কি পোস্ট করেছেন সঞ্জনা?
ইনস্টাতে সঞ্জনা লিখেছেন, ‘জসপ্রীত টস করতে আসছে, এর জন্য আর অপেক্ষা করতে পারছি না।’ জবাবে বুমরাহও উচ্ছ্বসিত লিখেছেন, ‘আমি টসের জন্য তৈরি।’ যদিও কিছু ভক্তের অনুমান, এটি একটি প্রচারমূলক কৌশল হতে পারে। অনেকেই আবার রোহিত শর্মার ফিটনেস নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
রোহিত শর্মার চোট নিয়ে আশঙ্কা
নিউইয়র্কে ভারত বনাম আয়ারল্যান্ড ২০২৪ টি২০ বিশ্বকাপের ম্যাচ চলাকালীন, ভারতের অধিনায়ক রোহিত শর্মা হাফসেঞ্চুরি করার পরে চোটের কারণে মাঠ ছাড়তে বাধ্য হন। ভারতের ইনিংসের নবম ওভারে জোশুয়া লিটলের একটি ডেলিভারিতে রোহিতের হাতের উপর দিকে কাঁধের কাছে চোট লাগে। চোট লাগার পরেও অবশ্য রোহিত পরের দু'টি ডেলিভারিতে ছক্কা হাঁকান। নিজের হাফসেঞ্চুরিও পূরণ করেন তিনি। এমন কী ম্যাচের পর রোহিত নিজেই তাঁর চোটকে বিশেষ গুরুত্ব দেননি। তবে তিনি বলেছিলেন, ‘সামান্য ব্যথা আছে’। তবে পাকিস্তান ম্যাচের আগে রোহিতের চোটের পরিস্থিতি নিয়ে এখনও চিত্রটি পরিষ্কার নয়। রোহিত যদি খেলতে না পারেন, সেক্ষেত্রে যশস্বী জয়সওয়াল সম্ভবত তাঁর জায়গায় একাদশে ঢুকবেন।
ভারত-পাকিস্তান ম্যাচে বৃষ্টির সম্ভাবনা
রবিবার ভারতীয় সময়ে সন্ধ্যে ৮টায় নিউইয়র্কের কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে। নিউইয়র্কের স্থানীয় সময়ে ম্যাচটি হবে সকাল সাড়ে দশটায়। অ্যাকুওয়েদারের দাবি অনুযায়ী, রবিবার গোটা দিনই নিউইয়র্কে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। স্থানীয় সময়ে সকালে ১১টা নাগাদ ৫১ শতাংশ বৃষ্টিপাত হতে পারে। অর্থাৎ খেলা শুরুর আধ ঘণ্টার মধ্যেই বৃষ্টি নামতে পারে। বিকেল ৪টে পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা প্রায় ৪৫-৫০ শতাংশ রয়েছে। এর পরে বৃষ্টির পরিমাণ কমে ৩০ শতাংশে নেমে আসার সম্ভাবনা রয়েছে।