রিঙ্কু সিং-কে টি২০ বিশ্বকাপের দলে না রাখা নিয়ে সমালোচনার ঝড় আগে থেকেই বইছিল। সে সমালোচনা আরও বেড়ে গিয়েছে শিবম দুবের ব্যর্থতার জেরে। রবিবার পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে প্রয়োজনের সময়ে ছয়ে ব্যাট করতে নেমে শিবমের সংগ্রহ ছিল ৯ বলে ৩ রান। তাঁর এই হতাশাজনক পারফর্ম্যান্সের পর সমালোচনার তীব্রতা যেন আরও বেড়ে গিয়েছে। কেন তাঁকে বিশ্বকাপের মতো মেগা টুর্নামেন্টের দলে দুম করে রাখা হয়েছে, তাই নিয়েই উঠে গিয়েছে প্রশ্ন।
পাকিস্তানের বিরুদ্ধে ভারত জিতলেও, তাদের ব্যাটিং বিপর্যয় লজ্জায় মুখ পুড়িয়েছে। ঋষভ পন্ত ছাড়া বাকিদের হাল ছিল তথৈবচ। পাকিস্তানের বিরুদ্ধে টি২০ বিশ্বকাপের সর্বনিম্ন স্কোর করেছে টিম ইন্ডিয়া। আর এমন দিনে শিবমের ব্যর্থতা যেন বড় বেশি চোখে পড়েছে সকলের।
আরও পড়ুন: প্রথম বার পাকিস্তানের বিরুদ্ধে T20I-তে ১০ উইকেট হারাল ভারত, করল সর্বনিম্ন রান, তবু জিতল টিম ইন্ডিয়া
ভারতের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে শূন্য করে অপরাজিত থাকলেও, পাকিস্তানের বিরুদ্ধে বেশ নড়বড় করতে দেখা গিয়েছে শিবমকে। উদ্দেশ্যহীন ভাবে ব্যাট চালিয়েছেন। ব্যাট এবং বলের সংযোগই হচ্ছিল না ঠিকঠাক। ফিল্ডিং-এও তথৈবচ হাল। পাকিস্তানের ইনিংসের তৃতীয় ওভারে জসপ্রীত বুমরাহের বলে মহম্মদ রিজওয়ানের সহজ ক্যাচ হাতছাড়া করেন তিনি। তখন রিজওয়ানের সংগ্রহ ছিল মাত্র ৭ রান। এর পর রিজওয়ান পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩১ রান করেন। ১৫তম ওভারে জসপ্রীত বুমরাহ রিজওয়ানকে বোল্ড না করতে পারলে, হয়তো পাকিস্তানের বদলে কপাল পুড়ত ভারতেরই।
টানা দুই ম্যাচে সুযোগ পেয়েও, শিবম ব্যর্থ হওয়ায় ধৈর্য্যচ্যুতি ঘটেছে সমর্থকদের। টি২০ বিশ্বকাপের আগামী ম্যাচগুলিতে কি তাঁকে দলের বাইরে রাখা হবে? তাঁকে বাদ দিয়ে রিঙ্কুকে দলে নেওয়ার দাবিও উঠেছে। শুধু শিবম নন, রবীন্দ্র জাদেজার পারফর্ম্যান্স নিয়েও প্রশ্ন উঠেছে। জাদেজা দুই ম্যাচের একটিতেও উইকেট নিতে পারেননি। প্রথম ম্যাচে এক ওভার বল করেছিলেন, দ্বিতীয় ম্যাচে ২ ওভার। ব্যাট হাতে পাকিস্তানের বিরুদ্ধে নামলেও, গোল্ডেন ডাক করে সাজঘরে ফিরে যান। জাদেজার মতো সিনিয়র ক্রিকেটারের তখন উইকেটে টিকে থাকাটা খুব প্রয়োজনীয় ছিল। এই অবস্থায় জাড্ডুকে নিয়েও চলছে সমালোচনা।
আরও পড়ুন: ১১৯ করেও ৬ রানে দুরন্ত জয়, T20 WC-এর ইতিহাসে বড় রেকর্ড গড়ে ফেলল ভারত, ছুঁল ১০ বছর আগের নজির
আইপিএলে পারফর্ম্যান্সের ভিত্তিতে শিবম দুবেকে ভারতীয় স্কোয়াডে রাখা হয়েছিল। টি২০ বিশ্বকাপে স্পিনের বিরুদ্ধে তাঁর বড় শট মারার দক্ষতা মাথায় রেখেছিলেন জাতীয় নির্বাচকেরা। কিন্তু চেন্নাই সুপার কিংসের জার্সিতে তাঁকে সপ্রতিভ লাগলেও, টিম ইন্ডিয়ার নীল জার্সিতে ঠিক ততটাই যেন নিষ্প্রভ তিনি। তাই রিঙ্কুকে নির্বাচন না করা নিয়ে, নতুন করে তীব্র অসন্তোষ ছড়িয়ে পড়েছে নেটপাড়ায়।
দেশের জার্সিতে ১৫টি টি২০ ম্যাচ খেলেছেন রিঙ্কু। ৮৯ গড়ে করেছেন ৩৫৬ রান। ‘ফিনিশার’ হিসেবে তিনিই যোগ্যতম বলে মনে করছে ক্রিকেট মহল। তবে মূল স্কোয়াডে তিনি নেই। রয়েছেন ট্র্যাভেলিং রিজার্ভ হিসেবে। তাই রিঙ্কুকে সুযোগ দেওয়ার কাজটা খুব সহজ হবে না টিম ম্যানেজমেন্টের পক্ষে। কেউ স্কোয়াড থেকে ছিটকে গেলে, তবেই একমাত্র দলে আসতে পারেন রিঙ্কু।