দেশের হয়ে ৮টি ওয়ান ডে ও ১৯টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন আবেশ খান। তবে এখনও টিম ইন্ডিয়ার টেস্ট ক্যাপ হাতে পাননি তিনি। ২৭ বছরের ডানহাতি পেসারের সামনে ভারতের টেস্ট জার্সিতে মাঠে নামার সুযোগ তৈরি হল অবশেষে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধ সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্টের জন্য আবেশকে রোহিতের সংসারে ঢুকিয়ে দিলেন জাতীয় নির্বাচকরা।
মহম্মদ শামির পরিবর্ত হিসেবে ভারতের টেস্ট স্কোয়াডে জায়গা পেলেন আবেশ খান। শামিকে প্রাথমিকভাবে দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট সিরিজের জন্য ভারতীয় স্কোয়াডে জায়গা করে দিয়েছিলেন অজিত আগরকররা। যদিও শর্ত ছিল এই যে, সিরিজের আগে এনসিএর ফিট সার্টিফিকেট হাতে পেতে হবে বিশ্বকাপে আগুন ঝরানো পেসারকে। উল্লেখযোগ্য বিষয় হল, শামি নির্ধারিত সময়ের মধ্যে ফিট হয়ে ওঠেননি। তাই প্রোটিয়া সফরের দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে যান তিনি।
সেঞ্চুরিয়নের বক্সিং ডে টেস্টে মহম্মদ শামির অভাব ভীষণভাবে টের পায় ভারত। অনুকূল পরিবেশেও প্রসিধ কৃষ্ণা টেস্ট অভিষেকে বল হাতে নজর কাড়তে পারেননি। শার্দুল ঠাকুরকে গড়পড়তা দেখিয়েছে সেঞ্চুরিয়নে। তাই আবেশের দিকে চোখ ফেরাতে বাধ্য হন নির্বাচকরা।
আবেশ এই মুহূর্তে ভারতীয়-এ দলের হয়ে দক্ষিণ আফ্রিকা-এ দলের বিরুদ্ধে দ্বিতীয় বেসরকারি টেস্ট খেলতে ব্যস্ত। বেনোনির সেই ম্যাচের প্রথম ইনিংসে আবেশ ৫৪ রানের বিনিময়ে ৫টি উইকেট দখল করেন। এ-দলের হয়ে তাঁর চমকপ্রদ বোলিং পারফর্ম্যান্সের সুবাদেই যে টেস্ট দলের দরজা খুলে যায় আবেশের সামনে, সেটা বলে দেওয়ার অপেক্ষা রাখে না।
উল্লেখ্য, ভারতীয়-এ দলের হয়ে প্রথম বেসরকারি টেস্টে ৫ উইকেট নেওয়ার পরে প্রসিধ কৃষ্ণার টেস্ট অভিষেক হয় সুপারস্পোর্ট পার্কে। যদিও তিনি টিম ম্যানেজমেন্টের আস্থার যথাযথ মর্যাদা দিতে পারেননি। এবার সিরিজের মাঝে নতুন পেসারকে দলে নেওয়ার অর্থ, দ্বিতীয় টেস্টে আবেশের মাঠে নেমে পড়ার সম্ভাবনা প্রবল।
এখন দেখার যে, কেপ টাউন টেস্টে ভারতের সাদা জার্সিতে অভিষেক হলে আবেশ খান বল হাতে নজর কাড়তে পারেন কিনা। উল্লেখ্য, নতুন বছরের ৩ জানুয়ারি থেকে কেপ টাউনে খেলা হবে ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট ম্যাচ।
আরও পড়ুন:- IND-A vs SA-A: সাই সুদর্শন, রজত পতিদার, সরফরাজ খান, সেট হয়ে আউট সবাই, ৫ উইকেট আবেশের
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের জন্য ভারতের পরিবর্তিত স্কোয়াড:-
রোহিত শর্মা (ক্যাপ্টেন), যশস্বী জসওয়াল, শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, জসপ্রীত বুমরাহ (ভাইস ক্যাপ্টেন), প্রসিধ কৃষ্ণা, কেএস ভরত (উইকেটকিপার), অভিমন্যু ঈশ্বরন ও আবেশ খান।