দুরন্ত ছন্দে লড়াই করে ২০২৩ ওডিআই বিশ্বকাপের ফাইনালে উঠেছিল টিম ইন্ডিয়া। প্রায় সাত মাস পর ফের আরও একটি বিশ্বকাপের ফাইনালে তারা। এবার টি২০ বিশ্বকাপের ফাইনালে উঠে রোহিত শর্মা ব্রিগেড ফের নতুন করে স্বপ্ন দেখাচ্ছে। শনিবার (২৯ জুন) ফাইনাল ম্যাচে তারা দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। প্রোটিয়ারা এই প্রথম কোনও বিশ্বকাপের ফাইনালে উঠল। যাইহোক এই ম্যাচ ঘিরে উন্মাদনার পারদ চরমে।
বিশ্বকাপ ফাইনালের আগে আইসিসি-র সঙ্গে কথা বলার সময়ে দলের অধিনায়ক রোহিত শর্মাকে নিয়ে নিজের মুগ্ধতার কথা বলেছেন জসপ্রীত বুমরাহ। রোহিত শর্মা এই টুর্নামেন্টে ব্যাট হাতে ব্যাপক প্রভাব ফেলেছেন। এমন কী সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে হাফসেঞ্চুরিও হাঁকিয়েছেন। তিনি সাতটি ম্যাচে ৪১.৩৩ গড়ে এবং ১৫৫.৯৭ স্ট্রাইক রেটে মোট ২৪৮ রান করেছেন। সঙ্গে রয়েছে তিনটি হাফসেঞ্চুরি। সুপার আট পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনি তাঁর সর্বোচ্চ স্কোর ৯২ করেছিলেন।
অধিনায়কের প্রশংসা করে ভারতের তারকা পেসার বলেছেন, ‘রোহিত শর্মা অসাধারণ। এমন কী আগের বিশ্বকাপেও আপনি জানেন, তিনি সক্রিয় ছিলেন। তিনি খেলোয়াড়দের অনেক স্বাধীনতা দেন, তিনি খেলোয়াড়দের নিজেদের প্রকাশ করতে দেন। যখন তিনি সঠিক সময় অনুভব করেন, বিশেষত ম্যাচ চলাকালীন নিজের অভিজ্ঞতা শেয়ার করেন। এটি সত্যিই দারুণ বিষয়। এবং আমি ওঁর অধীনে খেলতে পেরে খুব আনন্দিত হই। ওঁর জন্যই দলের আত্মবিশ্বাসও অনেক বেশি থাকে।’
আরও পড়ুন: এটা কোহলির খেলার স্টাইলই নয়… বাজে শট খেলে বিরাট আউট হওয়ায় তীব্র সমালোচনা শাস্ত্রীর
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচটি একটি মহাকাব্যিক থ্রিলার হতে চলেছে। তবে বৃষ্টি একটি বড় সমস্যা হতে পারে, কারণ পুরো টুর্নামেন্ট জুড়েই বৃষ্টি নানা সমস্যা তৈরি করেছে। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের সেমিফাইনাল ম্যাচটিও বৃষ্টিবিঘ্নিত ছিল। এবং সেমির পর ফাইনালের আগে ভারত তাদের প্রশিক্ষণ বাতিল করার সিদ্ধান্ত নেয়। বুমরাহ দাবি করেছেন যে, ফাইনালের আগে হাতে কম সময় থাকাটা হয়তো ভারতের জন্য আরও ভালো হবে।
বুমরাহের সাফ বক্তব্য, ‘কখনও কখনও এটি ভালোপ জন্যই হয়। কম সময় থাকলে, আপনার কাছে অতিরিক্ত পরিকল্পনা করার বা নিজেকে বিভ্রান্ত করার বা জিনিসগুলিকে জটিল করার অবকাশ থাকে না। তাই আপনি জানেন, আপনি সরাসরি ফ্লাইটে উঠবেন, বিশ্রাম নেবেন এবং তরতাজা হয়ে মাঠে নামবেন। বিশেষ চিন্তা করার সময় নেই এবং তাই কোনও জটিলতাও নেই।’
বৃষ্টির কারণে রিজার্ভ ডে হিসেবে ৩০ জুন রাখা হয়েছে। Accuweather-এর মতে, শনিবারের পূর্বাভাসে বলা হয়েছে, ‘আকাশ মেঘলা থাকবে, বাতাস ধীরে ধীরে কমছে এবং এলাকার কিছু অংশে একটি বজ্রবিদ্যুৎ এবং ঝড় হওয়ার আশঙ্কা রয়েছে।’