টি-টোয়েন্টি সিরিজ জিতলেও, ওডিআই সিরিজে বেশ বিপাকে টিম ইন্ডিয়া। প্রথম ম্যাচ টাই হয়েছিল। শ্রীলঙ্কার করা ২৩০ রান তুলতে নেমে ব্যর্থ হয়েছিল ভারত। রবিবার দ্বিতীয় ওডিআই-এ ২৪০ রান করে শ্রীলঙ্কা। সেই রান তুলতেই পারল না ভারত। ২০৮ রানে শেষ হয়ে গেল রোহিত শর্মাদের ইনিংস। ২৭ বছর পরে কলম্বোতে তিন ম্যাচের প্রতিযোগিতায় শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজে জয় পেতে ব্যর্থ ভারত। কারণ তৃতীয় ম্যাচে ভারত জিতলেও, সিরিজটি ড্র হয়ে যাবে। জেতার কোনও সম্ভাবনা থাকবে না টিম ইন্ডিয়ার।
তবে এই সিরিজে যে বিষয়টি সবচেয়ে উদ্বেগজনক, তা হল এটি ভারতের দ্বিতীয় সারির দল নয়। বরং একাদশে রোহিত শর্মা, বিরাট কোহলি এবং কেএল রাহুলের মতো প্লেয়াররা রয়েছেন। পূর্ণ-শক্তির স্কোয়াড নিয়েই শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমেছে ভারত। রোহিত শর্মা এবং অক্ষর প্যাটেলকে বাদ দিলে, ভারতীয় ব্যাটারদের একেবারে শোচনীয় দশা। শিবম দুবেকে চারে খেলানো এবং কেএল রাহুলের আগে অক্ষর প্যাটেলকে নামিয়ে ভারত যে পরীক্ষানিরীক্ষা চালাতে গিয়েছে, তা ফ্লপ হয়েছে। যাইহোক, ব্যাটাররা নিজেরাও মেলে ধরতে পারেননি নিজেদের। সবচেয়ে বড় কথা এই ম্যাচে শ্রীলঙ্কা মাথিশা পাথিরানা এবং ওয়ানিন্দু হাসারাঙ্গাকে ছাড়া খেলেছিল। তার পরেও ভারত লজ্জাজনক ভাবে ম্যাচটি হারে।
আরও পড়ুন: ভিডিয়ো- ফের বল করে চমক রোহিতের, ভারতীয় দলে এখন তবে সকলেই অলরাউন্ডার?
ভারতের সহকারী কোচ অভিষেক নায়ার ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বলেছেন, ‘এটা কি একটা ধাক্কা ছিল? আমি বলব অবশ্যই। এটা একটি বড় ধাক্কা ছিল। সকলকে হতবাক করার মতোই ফল এটা। কিন্তু আপনি যদি পুরো পরিস্থিতি দেখেন, তবে বুঝবেন, বল খুব স্পিন করছিল। পিচে পড়ে টার্ন হচ্ছিল। নতুন বলের বিরুদ্ধে স্কোর করা তুলনামূলক ভাবে তাও সহজ ছিল, দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সময়ে পরিস্থিতি কঠিন হয়ে পড়ে। বিশেষ করে ৫০-ওভারের ফর্ম্যাটে।’
তিনি আরও যোগ করেছেন, ‘আমরা এই ম্যাচ থেকে শিক্ষা নিতে চাই এবং বুঝতে চাই যে, কোথায় ভুল আছে। সেগুলি সংশোধন করতে হবে। কেন এমনটা পরপর দু'বার ঘটল, সেটা জানতে হবে। আগের ম্যাচে তাও আমরা পার্টনারশিপ গড়তে পেরেছিলাম। কিন্তু এই ম্যাচে আমরা টানা উইকেট হারিয়ে চাপে পড়ে যাই। সেই ভাবে পার্টনারশিপই তৈরি করা যায়নি।’
আরও পড়ুন: রিপোর্ট- হ্যাম্পশায়ারের মেজরিটি শেয়ার কিনতে চলেছে DC-র মালিক, টাকার অঙ্কটা শুনলে চোখ কপালে তুলবেন
শ্রীলঙ্কার বোলারদের কৃতিত্ব দিয়ে অভিষেক নায়ার বলেছেন, ‘ওরা ভাল বোলিং করেছে। আমি মনে করি, ভ্যান্ডারসে এই কন্ডিশনে আদর্শ লেন্থ বোলিং করেছে। এই ধরনের পরিস্থিতিতে, যখন বল টার্ন করছে- সেই সুযোগটা কাজে লাগিয়ে ভ্যান্ডারসে যেভাবে বোলিং করেছে, ওর আঙুল ব্যবহার করেছে এবং স্টাম্প থেকে স্টাম্প বোলিং করেছে- তা দারুণ। আমি মনে করি, আমাদের শ্রীলঙ্কাকে এই জয়ের পুরো কৃতিত্ব দেওয়া উচিত।’
দ্বিতীয় একদিনের ম্যাচে ব্যাটিং বিপর্যয়ের কারণেই মূলত ডুবতে হয়েছে ভারতকে। রবিবার ৩২ রানে রোহিত শর্মার দলকে হারায় শ্রীলঙ্কা। ২৪০ রান ডিফেন্ড করতে গিয়ে ভারতীয় ব্যাটিংকে একাই নাকানিচোবানি খাওয়ালেন শ্রীলঙ্কার স্পিনার ভ্যান্ডারসে। ১০ ওভারে ৩৩ রান দিয়ে ছয় উইকেট তুলে নেন তিনি। তিন উইকেট নিয়েছেন অধিনায়ক চরিথ আসালঙ্কা। বুধবার কলম্বোতে তৃতীয় ওডিআই ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারত। এই ম্যাচ ভারত জিততে না পারলে, সিরিজ হারবে। জিতলে সিরিজ ড্র হবে।