বাংলা নিউজ > ক্রিকেট > IND vs SL, 2nd ODI: ভিডিয়ো- ফের বল করে চমক রোহিতের, ভারতীয় দলে এখন তবে সকলেই অলরাউন্ডার?

IND vs SL, 2nd ODI: ভিডিয়ো- ফের বল করে চমক রোহিতের, ভারতীয় দলে এখন তবে সকলেই অলরাউন্ডার?

ভিডিয়ো- ফের বল করে চমক রোহিতের, ভারতীয় দলে এখন তবে সকলেই অলরাউন্ডার?

India vs Sri Lanka, 2nd ODI: আগে থেকেই ইঙ্গিত ছিল যে, রোহিত শর্মা চলতি ওডিআই-এ বল করতে পারেন। এমন কী তাঁকে দ্বিতীয় ওডিআই-এর আগে নেটে বোলিং অনুশীলন করতেও দেখা গিয়েছিল। আর সব জল্পনার অবসান ঘটিয়ে রবিবারের ম্যাচে হাত ঘোরালেন ভারত অধিনায়ক।

ফের অন্য ভূমিকায় দেখা গেল রোহিত শর্মাকে। রবিবার (৪ অগস্ট) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে চলতি ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচে রোহিতকে পাওয়া গেল বোলার হিসাবে। এর আগে লঙ্কা বাহিনীর বিরুদ্ধে টি২০ সিরিজে সূর্যকুমার যাদব, রিঙ্কু সিংরা বল করে চমকে দিয়েছিলেন। এবার ভারতের ওডিআই এবং টেস্ট অধিনায়ক রোহিতও বল করে সকলকে অবাক করে দিলেন।

আরও পড়ুন: রোহিতের ব্যাটিং নয় এই বিশেষ গুণের জন্য ওডিআই সিরিজ দেখবেন সূর্য!

টস জিতে রবিবার (৪ অগস্ট) প্রথমে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। আর তাদের ইনিংসের ৩৯তম ওভারে প্রথম বল করতে আসেন রোহিত। তাঁর নিজের প্রথম ওভারে রোহিত দেন ৬ রান। এর পর তিনি ৪১তম ওভারে বল করে দেন ৫ রান। এই দুই ওভারই বল করেন রোহিত। তিনি মোট ১১ রান দেন। কোনও উইকেট অবশ্য রোহিত পাননি।

আরও পড়ুন: রিপোর্ট- হ্যাম্পশায়ারের মেজরিটি শেয়ার কিনতে চলেছে DC-র মালিক, টাকার অঙ্কটা শুনলে চোখ কপালে তুলবেন

সিরিজের দ্বিতীয় ওয়ান ডে-তেও পিচ ছিল সেই স্পিন সহায়কই। যে কারণে শ্রীলঙ্কা একাদশে মাত্র এক জন পেসার খেলিয়েছিলেন। তবে ভারত দুই পেসার নিয়ে মাঠে নামেন। যে কারণে দলে পার্টটাইম স্পিনারের দরকার ছিল। প্রথম ওয়ান ডে-তে ভাইস ক্যাপ্টেন শুভমন গিল মাত্র ১ ওভার বোলিং করেছিলেন। আর দ্বিতীয় ম্যাচে বল করলেন রোহিত শর্মা।

আরও পড়ুন: জয়সূচক ছক্কা মেরে পাগলের মতো সেলিব্রেশন প্লেয়ারের, উড়ন্ত ব্যাট এসে সজোরে পড়ল আম্পায়ারের পায়ে, কী হল? দেখুন ভিডিয়ো

আগে থেকেই ইঙ্গিত ছিল যে, রোহিত শর্মা চলতি ওডিআই-এ বল করতে পারেন। এমন কী তাঁকে দ্বিতীয় ওডিআই-এর আগে নেটে বোলিং অনুশীলন করতেও দেখা গিয়েছিল। আর সব জল্পনার অবসান ঘটিয়ে এদিনের ম্যাচে হাত ঘোরালেন ভারত অধিনায়ক।

ভারতের প্রধান কোচ হিসাবে গৌতম গম্ভীরের যুগের সূচনা হওয়ার পরেই টিম ইন্ডিয়ায় নানা রকম পরীক্ষা চালানো হচ্ছে। আসলে গৌতি নিজেও চান, প্রয়োজনের সময়ে ব্যাটাররা কয়েক ওভার বল করুন। প্রসঙ্গত, রোহিত শেষ বার ২০২৩ বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে বল করেছিলেন। ওডিআই-তে ৯টি উইকেটও রয়েছে রোহিতের। এমন কী আইপিএলে হ্যাটট্রিকও করেছেন তিনি।

এদিন প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা ৯ উইকেট হারিয়ে ২৪০ রান করে। সর্বোচ্চ ৪০ করে রান যুগ্ম ভাবে করেন আবিষ্কা ফার্নান্ডো এবং কামিন্দু মেন্ডিস। এছাড়া ৩৯ করেন দুনিথ ওয়েলালাগে। ৩০ রান করেন কুশল মেন্ডিস, ২৫ করেন চরিথ আসালঙ্কা। এদিকে ভারতের হয়ে ৩ উইকেট নিয়েছেন ওয়াশিংটন সুন্দর। ২ উইকেট নিয়েছেন কুলদীপ যাদব। একটি করে উইকেট নিয়েছেন মহম্মদ সিরাজ এবং অক্ষর প্যাটেল।

ক্রিকেট খবর

Latest News

কোয়েল-শুভশ্রীকে টক্কর দিয়ে কোন চ্যানেলে দুর্গা হচ্ছেন কন্টেন্ট ক্রিয়েটর পায়েল ‘ইমার্জেন্সি’ মুক্তি না পাওয়ার জন্য ব্যক্তিগত সম্পত্তি বিক্রি করলেন কঙ্গনা! ক্রিকেট সম্প্রচারের ডিল নিয়ে বিবাদের জের, জি-এর থেকে ৭৮৬৮ কোটি চাইল স্টার সিনেমার হিরো নয়, নতুন প্রজন্মের আইডল RG Kar আন্দোলনের কিঞ্জল-অনিকেতরা! এবার আরজি কর কাণ্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করতে CBI অফিসে তলব মীনাক্ষী মুখোপাধ্যায়কে ৫ গুণ টাকা পেতে পারেন সাহারার আমানতকারীরা! ১০ দিনে কেন্দ্র ফেরাবে ১,০০০ কোটি প্রথম ধারাবাহিক হিট, তাও লুক টেস্টের পর রাঙামাটির তীরন্দাজ থেকে সরলেন অভিকা! কেন India B বনাম India D ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? 2 ওভার শেষে India A-র স্কোর 4/0 'কেবল আপনার জন্যই…' কেবিসির মঞ্চে অমিতাভকে চমক দিয়ে যুগলবন্দি সোনু-শ্রেয়ার!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.