শুভব্রত মুখার্জি: রবিবার ভারত বনাম শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজে মুখোমুখি হয়েছিল দুই দল। দুই দলের মধ্যে প্রথম ওয়ানডে ম্যাচ টাই হয়। তার পর দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় দুই দল। গুরুত্বপূর্ণ এই ম্যাচে ভারতকে ৩২ রানে হারিয়ে দিয়েছে শ্রীলঙ্কা দল। আর এই ম্যাচে শ্রীলঙ্কার ব্যাটিংয়ের সময়েই দেখা গিয়েছে এক অভিনব দৃশ্য। বিরাট কোহলি মাঠে থাকা মানেই সেই ম্যাচ ঘটনাবহুল হয় কোনও না কোনও কারণে। এদিনের ম্যাচও তাঁর কীর্তি রীতিমতো ভাইরাল হয়েছে। কি করেছেন বিরাট?
আরও পড়ুন: ভিডিয়ো- ফের বল করে চমক রোহিতের, ভারতীয় দলে এখন তবে সকলেই অলরাউন্ডার?
শ্রীলঙ্কা ব্যাটিংয়ের সময়ে সাদিরা সমরাবিক্রমের একটি ক্যাচ তালুবন্দি করেন তিনি। এর পরেই ডাগ আউটের দিকে ঘুরে যান তিনি। সেখানে থাকা রিয়ান পরাগের সামনেই বিহু নাচ নাচতে শুরু করেন কোহলি! ঘটনাচক্রে রিয়ান পরাগ নিজেও অসমের ছেলে। তিনিও কোহলির ভক্ত। বরাবর কোহলির সমর্থনে তাঁকে মিডিয়াতে কথা বলতে দেখা গিয়েছে। এবার রিয়ান প্রথম বার সুযোগ পেয়েছেন জাতীয় দলে বিরাট কোহলির সঙ্গে এক সাজঘর ভাগ করে নেওয়ার। যা তাঁর কাছে নিঃসন্দেহে এক বড় অভিজ্ঞতা। শ্রীলঙ্কার বিপক্ষে টি-২০ সিরিজে খেললেও, ওয়ানডে সিরিজে এখনও খেলার সুযোগ হয়নি রিয়ান পরাগের। দু'টি ম্যাচ তাঁকে বেঞ্চে বসেই সাক্ষী থাকতে হয়েছে।
আরও পড়ুন: রোহিতের ব্যাটিং নয় এই বিশেষ গুণের জন্য ওডিআই সিরিজ দেখবেন সূর্য!
প্রসঙ্গত, এদিনের ঘটনাটি ঘটেছে শ্রীলঙ্কার ব্যাটিংয়ের সময়ে। ২৭ তম ওভারে বোলিং করতে আসেন অক্ষর প্যাটেল। সাদিরা সমরবিক্রমা স্টেপ আউট করে তাঁকে মারতে যান। তিনি লেগ সাইডের উপর দিয়ে বলকে উঁচিয়ে মারতে যান। বল তাঁর বাইরের দিকের কানাতে লেগে চলে যায় অফের দিকে। কভার অঞ্চলে দাঁড়িয়ে ছিলেন বিরাট কোহলি। তিনি কয়েকটি স্টেপ পিছনে নিয়ে একটি সহজ ক্যাচকে তালুবন্দি করেন। এর পরেই ভারতীয় দলের ডাগ আউটের দিকে ঘুরে গিয়ে তিনি রিয়ান পরাগের সামনে কোমড়ে হাত দিয়ে বিহু নাচ শুরু করেন। যে ঘটনা ক্যামেরাবন্দি হয়েছে। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে। যা ইতিমধ্যেই ভাইরাল।
অন্যদিকে ম্যাচে প্রথম ব্যাট করে শ্রীলঙ্কা দল নয় উইকেটে ২৪০ রান করে।জবাবে মাত্র ২০৮ রানেই অলআউট হয়ে যায় ভারতীয় দল। ফলে ৩২ রানে ম্যাচ জিতে সিরিজে লিড নিয়েছে শ্রীলঙ্কা।