রোহিত শর্মা পরবর্তী অধ্যায়ে টিম ইন্ডিয়া শুভমন গিলের অধিনায়কত্বে জিম্বাবোয়ে সফরে গিয়ে ৫ ম্যাচের টি২০ সিরিজ জিতে নিয়েছিল ৪-১ ব্যবধানে। এবার পূর্ণ সময়ের নতুন টি-টোয়েন্টি ক্যাপ্টেন সূর্যকুমার যাদবের নেতৃত্বে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের টি২০ সিরিজেও দাপটের সঙ্গে জিতল ভারতয এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুড়ে ফেলল টিম ইন্ডিয়া। রবিবার বৃষ্টি বিঘ্নিত ম্যাচে টস জিতে প্রথমে শ্রীলঙ্কাকে ব্যাট করতে পাঠিয়েছিলেন সূর্যকুমার যাদব। লঙ্কা বাহিনী ৯ উইকেট হারিয়ে করে ১৬১ রান। ভারত রান তাড়া করতে নামার পরেই বৃষ্টি শুরু হয়। তখন ভারত সবে তিন বল খেলেছে। বৃষ্টি থেমে খেলা শুরু হলে, ডিএলএস পদ্ধতিতে ভারতের লক্ষ্য দাঁড়ায় ৮ ওভারে ৭৮ রান। সেই রান ৯ বল বাকি থাকতে সহজেই তুলে ফেলে টিম ইন্ডিয়া। ৭ উইকেটে তারা ম্যাচটি জিতে যায়।
৭ উইকেটে জয় ছিনিয়ে নিল ভারত
সপ্তম ওভারের দ্বিতীয় এবং তৃতীয় বলে ২টি চার হাঁকিয়ে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন হার্দিক পান্ডিয়া। ডিএলএস নিয়মে ৯ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ পকেটে পুড়ে ফেলে টিম ইন্ডিয়া। ৯ বলে ২২ করে অপরাজিত থাকেন হার্দিক। তাঁর ইনিংসে রয়েছে ৩টি চার, একটি ছক্কা। ২ বলে অপরাজিত ২ রান। এই জয়ের সঙ্গে ভারত, এক ম্যাচ বাকি থাকতে সিরিজও পকেটে পুড়ে ফেলল।
পাওয়ার প্লে-তে পড়ল যশস্বীর উইকেট, তবে জয়ের কাছে ভারত
ষষ্ঠ ওভারের চতুর্থ বলে যশস্বী জয়সওয়ালকে ফেরান হাসারাঙ্গা। তিনটি চার, ২টি ছক্কার হাত ধরে ১৫ বলে ৩০ করে শানাকার হাত ধরে সাজঘরে ফেরেন যশস্বী। ক্রিজে এসেছেন নতুন ব্যাটার ঋষভ পন্ত। পাওয়ার প্লে শেষে ৩ উইকেটে ৭২ রান ভারতের। ৭ বলে ১৪ রান করে ক্রিজে রয়েছেন হার্দিক পান্ডিয়া। রন্তের সংগ্রহ ১ বলে ১ রান। জিততে হলে ভারতের চাই ১২ বলে ৬ রান।
৫০ পার করার পরেই সূর্যের উইকেট হারাল ভারত
পঞ্চম ওভারের প্রথম বলে ছক্কা মেরে ভারতকে ৫০ পার করিয়ে দেন সূর্যকুমার যাদব। আর ঠিক তার পরের বলেই নিজে আউট হয়ে সাজঘরে ফেরেন স্কাই। পাথিরানার ডেলিভারিতে ১২ বলে ২৬ করে শানাকার হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন সূর্য। তাঁর এই ইনিংসে রয়েছে চারটি ৪, একটি ছক্কা। ৫ ওভার শেষে ২ উইকেটে ৫৪ রান টিম ইন্ডিয়ার। সূর্যের বদলে ক্রিজে এসেছেন হার্দিক পান্ডিয়া। ১৩ বলে ২৪ করে ক্রিজে রয়েছেন যশস্বী। হার্দিকের সংগ্রহ ৪ বলে ৩ রান।
প্রথম ধাক্কা খেল টিম ইন্ডিয়া
শুভমন গিলের বদলে এদিন একাদশে সুযোগ পান সঞ্জু স্যামসন। কিন্তু তিনি সেই সুযোগ কাজে লাগাতে পারেননি। দ্বিতীয় ওভারের প্রথম বলেই গোল্ডেন ডাক করেই সাজঘরে ফেরেন সঞ্জু। থিকশানা বোল্ড করেন সঞ্জুকে। পরিবর্তে ক্রিজে এলেন সূর্যকুমার যাদব। দ্বিতীয় ওভারে হয় মাত্র ২ রান। ওভার শেষে ১ উইকেটে ১৪ রান ভারতের। ৮ বলে ১৩ রান যশস্বীর। ৩ বলে ১ রান সূর্যের।
ভারতের নতুন লক্ষ্য ৮ ওভারে ৭৮ রান
বৃষ্টি থেমে আবার খেলা শুরু হয়ে গিয়েছে। জিততে হলে ভারতের নতুন লক্ষ্য দাঁড়িয়েছে ৮ ওভারে ৭৮ রান। বৃষ্টির জেরে ওভার কমে গিয়েছে। প্রতি ওভারে ৯-এর বেশি রান করতে হবে ভারতকে।
বৃষ্টিতে থমকে গেল ম্যাচ
ভারতের ইনিংস সবে শুরু হয়েছিল। ৩ বল খেলা হয়েছিল। কিন্তু বৃষ্টিতে থমকে গিয়েছে ম্যাচ। তবে বৃষ্টি এলেও, কমে যাচ্ছে তাড়াতাড়ি। দেখার আবার কখন ম্যাচ শুরু হয়!
রান তাড়া করা শুরু টিম ইন্ডিয়ার
ভারতের সামনে লক্ষ্য ১৬২ রানের। রান তাড়া করা শুরু করে দিল টিম ইন্ডিয়া। শুভমন গিল না থাকায়, যশস্বী জয়সওয়ালের সঙ্গে ওপেন করেছেন সঞ্জু স্যামসন। আর শ্রীলঙ্কার হয়ে বল হাতে প্রথম ওভার করতে এসেছেন দাসুন শানাকা।
১৬১ রান করল শ্রীলঙ্কা
শেষ ওভারে ২ উইকেট তুলে নিলেন অক্ষর প্যাটেল। দ্বিতীয় বলেই মাহিশ থিকসানাকে (৩ বলে ২ রান) বোল্ড করেন অক্ষর। শেষ বলে তিনি রমেশ মেন্ডিসকে (১০ বলে ১২ রান) আউট করেন। এই ওভার থেকে হয় ৮ রান। নির্দিষ্ট ২০ ওভারে শ্রীলঙ্কা করে ফেলল ৯ উইকেটে ১৬১ রান। সূর্যকুমার যাদবের দলকে জিততে হলে করতে হবে ১৬২ রান।
আউট চরিথ আসালঙ্কা
১৯তম ওভারে সাজঘরে ফিরলেন চরিথ আসালঙ্কা। ১২ বলে ১৪ করে আউট হয়ে যান তিনি। পড়ল শ্রীলঙ্কার সপ্তম উইকেট। এই ওভারে ১৫০ রানও পার করে গেল শ্রীলঙ্কা। ১৯ ওভার শেষে ৭ উইকেটে ১৫৩ রান লঙ্কা ব্রিগেডের। ৬ বলে ৫ রান রমেশ মেন্ডিসের। ২ বলে ২ রান মাহিশের।
হ্যাটট্রিক মিস করলেন বিষ্ণোই
১৭তম ওভারে অল্পের জন্য হ্যাটট্রিক মিস করলেন রবি বিষ্ণোই। তৃতীয় এবং চতুর্থ বলে তিনি পরপর ফেরান দাসুন শানাকা এবং ওয়ানিন্দু হাসারাঙ্গাকে। গোল্ডেন ডাক করে বোল্ড হন দাসুন এবং ওয়ানিন্দু- দুই তারকাই। যাইহোক পরের বলে কোনও রান হয়নি। উইকেটও পড়েনি। তাই হ্যাটট্রিকটাও হয়নি বিষ্ণোইয়ের। ১৭ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৪২ রান শ্রীলঙ্কার। ২ বলে ২ করে করে রমেশ মেন্ডিস এবং ৬ বলে ৮ করে চরিথ আসালঙ্কা ক্রিজে রয়েছেন।
একই ওভারে ২ উইকেট নিয়ে শ্রীলঙ্কাকে চাপে ফেললেন হার্দিক
একই ওভারে ২ উইকেট নিয়ে ভারতকে অক্সিজেন দিলেন হার্দিক পান্ডিয়া। ১৬তম ওভারে হার্দিক ফেরান কামিন্দু মেন্ডিস এবং কুশল পেরেরাকে। ২৩ বলে ২৬ রান করে রিঙ্কুর হাতে ক্যাচ দেন কুশল মেন্ডিস। ৩৪ বলে ৫৪ রানের দুরন্ত ইনিংস খেলে আউট হন কুশল। তাঁর ইনিংসে ছিল ৬টি চার এবং ২টি ছক্কা। কুশলের ক্যাচটিও ধরেন রিঙ্কু। ১৬ ওভার শেষে ৪ উইকেটে ১৩৯ রান শ্রীলঙ্কার। ক্রিজে রয়েছেন চরিথ আসালঙ্কা (৪ বলে ৭ রান)। এছাড়া কুশল পেরেরার জায়গায় নেমেছেন দাসুন শানাকা।
হাফসেঞ্চুরি কুশল পেরেরার
১৩.৩ ওভারে হার্দিক পান্ডিয়াকে ছক্কা হাঁকিয়ে হাফসেঞ্চুরি করে ফেললেন কুশল পেরেরা। ডিপ স্কোয়ার লেগে বাউন্ডারি লাইনের কাছে রিঙ্কু অবশ্য ক্যাচ ধরেছিলেন। কিন্তু বৃষ্টি ভেজা মাঠে তিনি বিশ্রী ভাবে পিছলে যান। এবং পা বাউন্ডারি লাইন ছুঁয়ে ফেলে। বল হাতে থাকায় ছক্কা হয়ে যায়। ক্যাচটি হলে অর্ধশতরান হত না কুশলের। যাইহোক ১৪ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ২ উইকেটে ১২৩ রান। ৩২ বলে ৫৩ রান কুশল পেরেরার। ১৭ বলে ২০ রান কামিন্দু মেন্ডিসের।
একশো পার শ্রীলঙ্কার
১৩তম ওভারে ১০০ পার করে গেল শ্রীলঙ্কা। ওভার শেষে ২ উইকেটে ১০৮ রান লঙ্কা ব্রিগেডের। ২৯ বলে ৪৫ রান কুশল পেরেরার। ১৪ বলে ১৮ রান কামিন্দু মেন্ডিসের।
পাথুমকে ফেরালেন বিষ্ণোই
দশম ওভারে দ্বিতীয় উইকেট হারাল শ্রীলঙ্কা। পাথুম-পেরেরা জুটি ভাঙলেন রবি বিষ্ণোই। ৫টি চারের সৌজন্যে ২৪ বলে ৩২ করে সাজঘরে ফিরলেন পাথুম নিসঙ্কা। রবি বিষ্ণোই তাঁকে এলবিডব্লিউ করেন। পরিবর্তে ক্রিজে এলেন কামিন্দু মেন্ডিস। ১০ ওভার শেষে ২ উইকেটে ৮০ রান শ্রীলঙ্কার। ২২ বলে ৩৫ রান কুশল পেরেরার। ৩ বলে শূন্য রান কামিন্দু মেন্ডিস।
পাওয়ার প্লে-তে ৫০ পার শ্রীলঙ্কার
পাওয়ার প্লে-তেই ৫০ পার করে গেল শ্রীলঙ্কা। চতুর্থ ওভারে উইকেট হারালেও, আগ্রাসী মেজাজে ব্যাট করতে থাকে লঙ্কা বাহিনী। পঞ্চম ওভারে সিরাজকে পিটিয়ে ১৪ রান নেন পেরেরা-নিসঙ্কা। আর ষষ্ঠ ওভারে অক্ষর প্যাটেল দেন ৯ রান। পাওয়ার প্লে শেষে ১ উইকেট হারিয়ে ৫৪ রান শ্রীলঙ্কার। ৯ বলে ১৮ রান পেরেরার। ১৬ বলে ২৪ রান নিসঙ্কার।
প্রথম উইকেট হারাল শ্রীলঙ্কা
ইনিংসের চতুর্থ ওভারে শ্রীলঙ্কা প্রথম উইকেট হারাল। আর্শদীপ ফেরালেন কুশল মেন্ডিসকে। ওভারের তৃতীয় বলে রবি বিষ্ণোইয়ের হাতে ক্যাচ দিয়ে আউট হলেন কুশল। ২টি চারের হাত ধরে ১১ বলে ১০ করে সাজঘরে ফেরেন তিনি। পরিবর্তে ক্রিজে এলেন কুশল পেরেরা। চার ওভার শেষে ১ উইকেটে ৩১ রান শ্রীলঙ্কার। ৩ বলে ৫ রান কুশল পেরেরার। ১০ বলে ১৪ রান পাথুমের।
দ্বিতীয় ওভারে এল ৮ রান
দ্বিতীয় ওভারে আর্শদীপ সিং বল করতে আসেন। তিনি তাঁর প্রথম ওভারে ৮ রান দিলেন। ২ ওভার শেষে বিনা উইকেটে ১৮ রান শ্রীলঙ্কার। শুরুটা বেশ ভালো করেছেন লঙ্কার দুই ওপেনার। নিসঙ্কা করেছেন ৬ বলে ৭ রান। কুশলের সংগ্রহ ৬ বলে ৯ রান।
প্রথম ওভারেই ১০ রান দিলেন সিরাজ
প্রথম ওভারে বল করতে এসেই ১০ রান দিয়ে বসলেন মহম্মদ সিরাজ। নিসঙ্কা এবং মেন্ডিস তাঁকে একটি করে চার হাঁকান। কোনও উইকেট এই ওভারে পড়েনি। ২ বলে চার রান কুশ মেন্ডিসের। পাথুম নিসঙ্কার সংগ্রহ ৪ বলে পাঁচ রান।
খেলা শুরু
দ্বিতীয় টি২০ শুরু। শ্রীলঙ্কার হয়ে ওপেন করতে নেমেছেন কুশল এবং পাথুম। ভারতের হয়ে বল হাতে ওপেন করেছেন মহম্মদ সিরাজ। প্রথম ম্যাচ হারার ফলে, দ্বিতীয় টি২০ জিততে মরিয়া শ্রীলঙ্কা। ভারত আবার সিরিজ পকেটে পুড়তে মুখিয়ে রয়েছে।
শ্রীলঙ্কার একাদশ
পাথুম নিসঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), কুশল পেরেরা, কামিন্দু মেন্ডিস, চরিথ আসালঙ্কা (অধিনায়ক), দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, মাথিসা পাথিরানা, অসিথা ফার্নান্দো, রমেশ মেন্ডিস।
ভারতের একাদশ
যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব (অধিনায়ক), ঋষভ পন্ত (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, আর্শদীপ সিং, রবি বিষ্ণোই, মহম্মদ সিরাজ।
শুভমন খেলতে পারছেন না, লঙ্কা টিমেও একটি পরিবর্তব
চোটের কারণে দ্বিতীয় টি২০ খেলতে পারছেন না শুভমন গিল। ঘাড়ের ব্যথা রয়েছে শুভমনের। যে কারণে তাঁর জায়গায় একাদশে ঢুকেছেন সঞ্জু স্যামসন। শ্রীলঙ্কা টিমেও একটি পরিবর্তন করা হয়েছে। মাদুশঙ্কার জায়গায় একাদশে ঢুকেছেন অফস্পিনার রমেশ মেন্ডিস। একেবারে তিন বছর পর মেন্ডিস শ্রীলঙ্কার জার্সিতে টি২০ ক্রিকেটে খেলতে নামবেন। ২০২১ সালে ২৮ এবং ২৯ জুলাই শ্রীলঙ্কার জার্সিতে ক্যারিয়ারে ২টি টি২০ খেলেছিলেন মেন্ডিস।
টস জিতলেন সূর্য
টস জিতলেন সূর্য। আর টস জিতে প্রথম বোলিংয়ের সিদ্ধান্ত নিল ভারত। টসের পর সূর্য বলেছেন, ‘গতকাল (শনিবার) দ্বিতীয় ইনিংসে সন্ধ্যার সময়ে উইকেট সত্যিই ভালো ছিল। আমরা ডিএলএস নিয়ে ভাবছি না। সব সময়ে উন্নতি করার ক্ষেত্র থাকে, আপনি একটি খেলা জেতার পরেও শেখার জায়গা থেকেই যায়।’
দেরীতে টস এবং খেলা শুরু, কাটা যাচ্ছে না ওভার
বৃষ্টির জেরে পিছিয়ে গিয়েছে টস। বৃষ্টির থামার পর মাঠ প্রস্তুত করে ৭টা ১৫ মিনিটে টস হবে। খেলা শুরু হবে পৌনে আটটায়। তবে এখনও পর্যন্ত কোনও ওভার কাটা যাইনি। পরবর্তীতে বৃষ্টি হলে আলাদা বিষয়।
পিছিয়ে গেল টস
পাল্লেকেলেতে বৃষ্টি শুরু হয়েছে। যার জেরে পিছিয়ে গিয়েছে টস। মুষলধারে বৃষ্টি না হলেও, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। যে কারণে পিছিয়ে গিয়েছে টস।
সিরিজ জয়ের হাতছানি ভারতের সামনে
ভারতের নতুন কোচ-অধিনায়ক জুটি শুরুটা কিন্তু বেশ ভালো করেছে। কোচ হিসাবে নিজের প্রথম ম্যাচ জিতলেন গৌতম গম্ভীর। কোচ হিসাবে নিজের প্রথম ম্যাচ জিতেছেন গৌতম গম্ভীর। অধিনায়ক হিসাবে প্রথম ম্যাচ জিতেছেন সূর্যকুমার যাদব। আজ এই জুটির সামনে সিরিজ পকেটে পোড়ার হাতছানি। প্রথম ম্যাচ দাপটের সঙ্গে জিতেছেন সূর্য, শুভমনরা। আজ রবিবার জিতলেই, এক ম্যাচ বাকি থাকতে সিরিজ পকেটে পুড়ে ফেলবে ভারত।