বাংলা নিউজ > ক্রিকেট > IND vs SL: দে দো ভাইয়া ব্যাট… কোহলির পর এবার সূর্যের কাছে আবদার শুরু করলেন রিঙ্কু

IND vs SL: দে দো ভাইয়া ব্যাট… কোহলির পর এবার সূর্যের কাছে আবদার শুরু করলেন রিঙ্কু

দে দো ভাইয়া ব্যাট… কোহলির পর এবার সূর্যের কাছে আবদার শুরু করলেন রিঙ্কু।

After Virat Kohli, Rinku Singh Asks Surykumar Yadav For A Bat: এই বছরের শুরুর দিকেই আইপিএল চলাকালীন বিরাট কোহলির থেকে ব্যাট নেওয়ার জন্য নাছোড়বান্দা হয়ে উঠেছিলেন রিঙ্কু। এবং তিনি ব্যাট নিয়েওছিলেন। এবার তিনি পিছনে পড়লেন সূর্যের।

বিরাট কোহলির পর এবার সূর্যকুমার যাদবের কাছে ব্যাটের আবদার নিয়ে ঝোলাঝুলি শুরু করে দিয়েছেন রিঙ্কু সিং। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তুমুল হাসাহাসি। এই বছরের শুরুর দিকেই আইপিএল চলাকালীন বিরাট কোহলির থেকে ব্যাট নেওয়ার জন্য নাছোড়বান্দা হয়ে উঠেছিলেন রিঙ্কু। এবং তিনি ব্যাট নিয়েওছিলেন। এবার তিনি পিছনে পড়লেন সূর্যের।

আরও পড়ুন: ভিডিয়ো- প্রথম দিনের অনুশীলনেই সঞ্জুকে অফসাইডে খেলার কৌশল দেখালেন গম্ভীর, ODI দলে না রাখার বিতর্ক এড়াতে?

ভারতীয় দল বর্তমানে শ্রীলঙ্কা সফরে রয়েছে। ২৭ জুলাই থেকে পাল্লেকেলেতে টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে। সেই সঙ্গে টি২০ অধিনায়ক হিসাবে নতুন ভূমিকায় পথ চলা শুরু করবেন সূর্য। ভাইরাল হওয়া একটি ইনস্টাগ্রাম স্টোরিতে দেখা গিয়েছে, রিঙ্কুর সঙ্গে কথা বলার একটি ছবি পোস্ট করেছেন সূর্যকুমার যাদব। ছবির নীচে সূর্য লিখেছেন, ‘ঠিক হ্যায় ব্যাট লে লেনা’। রিঙ্কু আবার যে স্টোরিটি পোস্ট করেছেন, তাতে লেখা ‘দে দো ভাইয়া ব্যাট’। এই পোস্ট দু'টি দেখে নেটিজেনরা মজাই পেয়েছেন। এবং এই দু'টি পোস্ট ভাইরালও হয়েছে।

রিঙ্কু এবং সূর্যের পোস্ট ঘিরে তুমুল চর্চা।
রিঙ্কু এবং সূর্যের পোস্ট ঘিরে তুমুল চর্চা।

এদিকে শ্রীলঙ্কা সফরে ভারতের টি২০ অধিনায়ক হিসাবে স্কাইয়ের সামনে এখন নতুন চ্যালেঞ্জ। এবং যে চ্যালেঞ্জটি বেশ কঠিনও। রোহিত শর্মা টি২০ থেকে অবসর নেওয়ার পর, হার্দিক পান্ডিয়ার পরিবর্তে এই ফর্ম্যাটে সূর্যকে অধিনায়ক করা হয়েছে। যা নিয়ে এখনও কম-বেশি বিতর্ক চলছে। তাই সূর্যকুমারের উপর নিজেকে অধিনায়ক এবং ব্যাটার হিসাবে প্রমাণ করার চাপটা কিন্তু একটু বেশিই থাকবে। কারণ হার্দিকের অধিনায়ক হিসাবে সাফল্য বেশ ভালো। যেটা সূর্যের ঘাড়ে নিঃশ্বাস ফেলার জন্য যথেষ্ট।

আরও পড়ুন: পালটা গালি দেবে তোমরাও… একেবারে অন্য মেজাজের দ্রাবিড়কে প্রকাশ্যে আনলেন অভিষেক শর্মা

হার্দিক এর আগে আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২২-এর পরে, এই ফর্ম্যাটে ভারতকে টানা নেতৃত্ব দিয়েছিলেন। তাঁর মেয়াদে তিনি ১৬টি টি২০ ম্যাচে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিয়েছিলেন। তার মধ্যে ১০টিতে জিতেছিল ভারত। পাঁচটিতে হেরেছিল এবং একটি ম্যাচ ড্র হয়েছিল।

আর সূর্যের নেতৃত্বে গত বছরের নভেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৪-১ ব্যবধানে জিতেছিল ভারত। ডিসেম্বরে আবার দক্ষিণ আফ্রিকা সফরে, স্কাইয়ের নেতৃত্বে ভারত টি-টোয়েন্টি সিরিজ ১-১ ড্র করেছিল।

আরও পড়ুন: তিন-চার ওভারের পর… অক্ষরকে নিয়ে সূর্যের গোপন পরিকল্পনা ফাঁস হয়ে গেল ক্যামেরায়- ভিডিয়ো

কেন হার্দিকের বদলে সূর্যকে অধিনায়ক করা হয়েছে, এই প্রশ্নের জবাবে প্রধান নির্বাচক অজির অগরকর দাবি করেন, ‘আমরা এক দিনে অধিনায়ক নির্বাচক করিনি। অনেক দিন ধরে আলোচনা হয়েছে। সাজঘর থেকে খবর নিয়েছি। তার পরেই নতুন অধিনায়ক হিসাবে সূর্যকে ভেবেছি।’ সতীর্থদের আপত্তিতেই তবে নেতৃত্ব পাননি হার্দিক?

হার্দিকের ফিটনেস নিয়েও প্রশ্ন তুলে দিয়েছেন আগরকর। তিনি স্পষ্ট বলে দিয়েছেন, ‘হার্দিক দলের খুব গুরুত্বপূর্ণ ক্রিকেটার। কিন্তু ওর ফিটনেসের সমস্যা আছে। ও খুব চোটপ্রবণ। সূর্য অধিনায়ক হওয়ার যোগ্য। ওর ক্রিকেটের মস্তিষ্ক ভাল। আশা করছি ওকে প্রায় সব ম্যাচেই পাওয়া যাবে।’

Haryana and JNK Election Haryana and JNK Election
ক্রিকেট খবর

Latest News

শনিতে বৃষ্টি ১৪ জেলায়! ভারী বর্ষণেও ভাসবে বাংলা? লক্ষ্মীপুজোয় একই অবস্থা হবে কি? শততম বর্ষে কুমারী পুজো জয়রামবাটিতে, দেবী দুর্গার আরাধনা মা সারদার জন্মভিটেয় বার্লিনেই ‘বাড়ির পুজো’! যাবতীয় রীতি মেনে হচ্ছে দেবী দুর্গার আরাধনা, থিম ‘শক্তি’ নবমীতে আরজি করের মৃতা চিকিৎসকের বাড়িতে দেবলীনা-উষসীরা,বললেন- ‘সাহস আনতে যাচ্ছি’ মাঝ আকাশে আতঙ্ক,শারজাগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান নিরাপদে নামল ত্রিচিতে কেন্দ্রের কাছে ১৫ টি জাতিকে OBC তালিকাভুক্ত করার সুপারিশ মহারাষ্ট্র সরকারের 'বড় ছেলেকে ভাগিয়ে দিয়েছেন নাকি?', ছেলের সঙ্গে ছবি দিতেই খোঁচা যশ-নুসরতকে নিজ্জর খুনে 'জড়িত' ভারতীয় আধিকারিকদের জবাব দিতে হবে, দাবি কানাডার নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা! সহ অধিনায়ক বুমরাহ! দল থেকে বাদ এই পেসার… মেয়েকে নিয়ে করণ-বিপাশার দু্র্গা দর্শন!পুজো মণ্ডপে নজরকাড়া দেবীর দুষ্টুমি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.